ETV Bharat / entertainment

দুবাইয়ে 'ডাঙ্কি'র প্রচারে এসে 25 বছর পর ফের 'ছেঁইয়া ছেঁইয়া'র সুরে কোমর দোলালেন কিং খান - ছেঁইয়া ছেঁইয়া

Shah Rukh Khan Dunki Dubai Promotions: দুবাইয়ে 'ডাঙ্কি' ছবির প্রচারে গিয়ে পঁচিশ বছর আগে শুট করা 'ছেঁইয়া ছেঁইয়া' গানের তালে কোমর দোলালেন শাহরুখ খান ৷ ইতিমধ্যেই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ তার মাঝে আবারও পুরোনো দিনের নস্টালজিয়া ফিরিয়ে আনলেন কিং খান ৷

Shah Rukh Khan makes fans swoon at Dunki Dubai promotions
ছেঁইয়া ছেঁইয়ার সুরে কোমর দোলালেন কিং খান
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 4:35 PM IST

হায়দরাবাদ, 18 ডিসেম্বর: সিনে দুনিয়ায় 'শাহরুখ যুগের সমাপ্তি' নিয়ে লেখালেখি শুরু হয়ে গিয়েছিল রীতিমতো ৷ পরিবারিক চাপ, ফিল্মি দুনিয়ায় একের পর এক ব্যর্থতা কোনঠাসা করে দিয়েছিল বলিউড কিং-কে ৷ কিন্তু নতুন বছর শুরু হতেই ফের কামব্যাক করেন শাহরুখ খান ৷ প্রমাণ করে দেন 'পাঠান আভি জিন্দা হ্যায় ৷' 'জওয়ান' ছবিতে তো সাফল্য আরও বেড়েছে ৷ ব্লকবাস্টারের হ্যাটট্রিক কি করবেন কিং খান ৷ সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ৷ তবে নতুন ছবি 'ডাঙ্কি'র প্রচারে কোনও ত্রুটি রাখতে চাননা এসআরকে ৷ দুবাইয়ে একটি প্রচারমূলক ইভেন্টে তাঁকে কোমর দোলাতে দেখা গেল 25 বছর আগের একটি জনপ্রিয় গানে ৷

'ছেঁইয়া ছেঁইয়া', 1998 সালে 'দিল সে' ছবিতে এই গানের সঙ্গে নেচেছিলেন শাহরুখ খান ৷ ফারহা খানের কোরিওগ্রাফিতে ট্রেনের উপর নাচের সেই দৃশ্য ছিল মনমুগ্ধকর । সেই গান আজও সমান জনপ্রিয় ফ্যানেদের কাছে ৷ রোম্যান্টিক হিরো হিসাবে এসআরকে-র উত্থানের দিনগুলিতে এই সব গানেই তো পা মিলিয়েছেন অনুরাগীরা ৷ দুবাইয়ের এই বিশেষ অনুষ্ঠানে 'পুরানো সেই দিনের কথা'-ই ফিরে এল নতুন আঙ্গিকে ৷ পরণে চামড়ার স্টাইলিশ জ্যাকেট আর ধূসর প্যান্ট ৷ মুখে সেই ভুবনভোলানো হাসি ৷ শাহরুখ রবিবার রাতে নাচলেন 'ঝুমে জো পাঠান' কিংবা 'লুটপুট গেয়া' গানের তালে ৷ আবার তেমনই কোমর দোলালেন 'ছেঁইয়া ছেঁইয়া'র সুরেও ৷

সেই ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল সোশালে ৷ কেরিয়ারের শুরুর দিনগুলিতেই শাহরুখের সুযোগ ছিল রাজকুমার হিরানির সঙ্গে কাজ করার ৷ 'মুন্নাভাই এমবিবিএস' ছবির জন্য়ই কিং খানকে নায়ক করতে চেয়েছিলেন তিনি ৷ কিন্তু নানা কারণে তাঁর সঙ্গে কাজ করা হয়নি অভিনেতার ৷ তবে 'ডাঙ্কি' ছবিতে সেই সুযোগ এসেছে ৷ ছবির কাহিনিও ইতিমধ্যেই মন কেড়েছে সকলের ৷ ট্রেলারে যেটুকু সামনে এসেছে তাতেই উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ শাহরুখের সঙ্গে রয়েছেন বিক্রম কোচার, ভিকি কৌশল, অনিল গ্রোভার, তাপসী পান্নু এবং বোমান ইরানিও ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে জিও স্টুডিয়োস এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ৷

ইতিমধ্যে ছবির অ্যাডভান্স বুকিংও শুরু হয়ে গিয়েছে ৷ দেশ জুড়ে রয়েছে 6524টি শো ৷ প্রথম দিনের জন্য় এখনও পর্যন্ত অগ্রিম টিকিট বুকিং হয়েছে 1 লক্ষ 52 হাজার 36টি ৷ যদিও প্রভাসের 'সালার' কিছুটা এগিয়ে আছে এই ক্ষেত্রে ৷ দেশ জুড়ে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে 1 লক্ষ 59 হাজারের কিছু বেশি টিকিট ৷ যদিও আয়ের নিরিখে দেখতে গেলে এগিয়ে রয়েছেন এসআরকে ৷ অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে তাঁর ছবির আয় 4.71 কোটি টাকা ছাড়িয়েছে ৷ আর অন্য়দিকে প্রভাসের ছবি তুলেছে 3 কোটি টাকা ৷

আরও পড়ুন:

  1. প্রভাসের 'সালার' রেকর্ড ভাঙলেন কিং খান, মোস্ট ভিউড ট্রেলারের তালিকার শীর্ষে 'ডাঙ্কি'
  2. প্রভাসের খুনসুটি! 'সালার' মুক্তির আগে রাজামৌলির প্রশ্নবাণের মুখোমুখি 'বাহুবলী'
  3. 'ডাঙ্কি'র মানে জানালেন কিং খান, সাতসকালে শেয়ার করলেন নতুন গানের ঝলকও

হায়দরাবাদ, 18 ডিসেম্বর: সিনে দুনিয়ায় 'শাহরুখ যুগের সমাপ্তি' নিয়ে লেখালেখি শুরু হয়ে গিয়েছিল রীতিমতো ৷ পরিবারিক চাপ, ফিল্মি দুনিয়ায় একের পর এক ব্যর্থতা কোনঠাসা করে দিয়েছিল বলিউড কিং-কে ৷ কিন্তু নতুন বছর শুরু হতেই ফের কামব্যাক করেন শাহরুখ খান ৷ প্রমাণ করে দেন 'পাঠান আভি জিন্দা হ্যায় ৷' 'জওয়ান' ছবিতে তো সাফল্য আরও বেড়েছে ৷ ব্লকবাস্টারের হ্যাটট্রিক কি করবেন কিং খান ৷ সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ৷ তবে নতুন ছবি 'ডাঙ্কি'র প্রচারে কোনও ত্রুটি রাখতে চাননা এসআরকে ৷ দুবাইয়ে একটি প্রচারমূলক ইভেন্টে তাঁকে কোমর দোলাতে দেখা গেল 25 বছর আগের একটি জনপ্রিয় গানে ৷

'ছেঁইয়া ছেঁইয়া', 1998 সালে 'দিল সে' ছবিতে এই গানের সঙ্গে নেচেছিলেন শাহরুখ খান ৷ ফারহা খানের কোরিওগ্রাফিতে ট্রেনের উপর নাচের সেই দৃশ্য ছিল মনমুগ্ধকর । সেই গান আজও সমান জনপ্রিয় ফ্যানেদের কাছে ৷ রোম্যান্টিক হিরো হিসাবে এসআরকে-র উত্থানের দিনগুলিতে এই সব গানেই তো পা মিলিয়েছেন অনুরাগীরা ৷ দুবাইয়ের এই বিশেষ অনুষ্ঠানে 'পুরানো সেই দিনের কথা'-ই ফিরে এল নতুন আঙ্গিকে ৷ পরণে চামড়ার স্টাইলিশ জ্যাকেট আর ধূসর প্যান্ট ৷ মুখে সেই ভুবনভোলানো হাসি ৷ শাহরুখ রবিবার রাতে নাচলেন 'ঝুমে জো পাঠান' কিংবা 'লুটপুট গেয়া' গানের তালে ৷ আবার তেমনই কোমর দোলালেন 'ছেঁইয়া ছেঁইয়া'র সুরেও ৷

সেই ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল সোশালে ৷ কেরিয়ারের শুরুর দিনগুলিতেই শাহরুখের সুযোগ ছিল রাজকুমার হিরানির সঙ্গে কাজ করার ৷ 'মুন্নাভাই এমবিবিএস' ছবির জন্য়ই কিং খানকে নায়ক করতে চেয়েছিলেন তিনি ৷ কিন্তু নানা কারণে তাঁর সঙ্গে কাজ করা হয়নি অভিনেতার ৷ তবে 'ডাঙ্কি' ছবিতে সেই সুযোগ এসেছে ৷ ছবির কাহিনিও ইতিমধ্যেই মন কেড়েছে সকলের ৷ ট্রেলারে যেটুকু সামনে এসেছে তাতেই উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ শাহরুখের সঙ্গে রয়েছেন বিক্রম কোচার, ভিকি কৌশল, অনিল গ্রোভার, তাপসী পান্নু এবং বোমান ইরানিও ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে জিও স্টুডিয়োস এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ৷

ইতিমধ্যে ছবির অ্যাডভান্স বুকিংও শুরু হয়ে গিয়েছে ৷ দেশ জুড়ে রয়েছে 6524টি শো ৷ প্রথম দিনের জন্য় এখনও পর্যন্ত অগ্রিম টিকিট বুকিং হয়েছে 1 লক্ষ 52 হাজার 36টি ৷ যদিও প্রভাসের 'সালার' কিছুটা এগিয়ে আছে এই ক্ষেত্রে ৷ দেশ জুড়ে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে 1 লক্ষ 59 হাজারের কিছু বেশি টিকিট ৷ যদিও আয়ের নিরিখে দেখতে গেলে এগিয়ে রয়েছেন এসআরকে ৷ অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে তাঁর ছবির আয় 4.71 কোটি টাকা ছাড়িয়েছে ৷ আর অন্য়দিকে প্রভাসের ছবি তুলেছে 3 কোটি টাকা ৷

আরও পড়ুন:

  1. প্রভাসের 'সালার' রেকর্ড ভাঙলেন কিং খান, মোস্ট ভিউড ট্রেলারের তালিকার শীর্ষে 'ডাঙ্কি'
  2. প্রভাসের খুনসুটি! 'সালার' মুক্তির আগে রাজামৌলির প্রশ্নবাণের মুখোমুখি 'বাহুবলী'
  3. 'ডাঙ্কি'র মানে জানালেন কিং খান, সাতসকালে শেয়ার করলেন নতুন গানের ঝলকও
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.