ETV Bharat / entertainment

Vikram Vedha Trailer: সামনে এল সইফ-হৃতিকের বহু প্রতীক্ষিত 'বিক্রম বেদা'-র ট্রেলার - Saif Ali Khan in vikram vedha

বৃহস্পতিবার সামনে এল সইফ হৃতিকের বহু প্রতিক্ষিত 'বিক্রম বেদা' ছবির ট্রেলার (Vikram Vedha Trailer Out)৷ টি সিরিজের ব্যানারে এই ক্রাইম থ্রিলার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 30 সেপ্টেম্বর ৷

Vikram Vedha Trailer is Out now
সামনে এল সইফ হৃতিকের বহু প্রতিক্ষিত 'বিক্রম বেদা' ছবির ট্রেলার
author img

By

Published : Sep 8, 2022, 3:32 PM IST

মুম্বই, 8 সেপ্টেম্বর: এক পর্দায় হৃতিক রোশন এবং সইফ আলি খান ৷ তাও আবার দু'জনের জবর টক্কর ৷ অনুরাগীদের জন্য এই কম্বিনেশন যে পয়সা উসুল তা বলাই বাহুল্য ৷ এর আগে টিজারেই বেশ আগ্রহ তৈরি করেছিল পুষ্কর এবং গায়েত্রীর নতুন ছবি 'বিক্রম বেদা' ৷ বৃহস্পতিবার সামনে এল বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলারও ৷ দুই তারকাকেই এখানে দেখা গিয়েছে এক্কেবারে অ্যাকশন মুডে ৷ একজন তথাকথিত অপরাধী এবং একজন কড়া পুলিশ অফিসারের দ্বৈরথ তুলে ধরবে এই ছবি ৷ (Hrithik Saif New Film Vikram Vedha)৷

একজন কড়া পুলিশ অফিসার ততোধিক ধূর্ত এক গ্যাংস্টারকে (Hrithik Roshan in Vikram Vedha) ধরতে কী কী করেন সেটাই দেখার এই ছবিতে ৷ বেদার চরিত্রে রয়েছেন হৃতিক আর পুলিশ অফিসার বিক্রমের চরিত্রে দেখা গিয়েছে সইফ আলি খানকে (Saif Ali Khan in vikram vedha)৷ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাধিকা আপ্তেও ৷

এখানে পুলিশ অফিসার বিক্রম প্রশাসনিক উর্দি পড়ে এনকাউন্টার করে ৷ দেশকে অপরাধীমুক্ত করতে সে সঠিক কাজ করছে বলেও বিশ্বাস করে সে ৷ অন্যদিকে এক গ্যাংস্টার বেদও মানুষ খুন করে ৷ আর তারও ভাবনা সমাজের নোংরা পরিষ্কার করছে সে ৷ ছবির প্রথম ঝলকেই বোঝা গিয়েছে অ্যাকশন আর প্রেমের ভরপুর মশলা রয়েছে এই ছবিতে (Vikram Vedha Trailer Out)৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: রাশ্মিকা পড়েছেন 'স্টুপিড'র প্রেমে, নিজে মুখেই জানালেন সেকথা

হৃতিক এবং সইফের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে পুস্কর ও গায়েত্রী আগেই বলেছিলেন, "সুপারস্টার হৃতিক এবং সইফের সঙ্গে কাজ করে একটি দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে ৷ আমাদের সুপার ট্যালেন্টেড সহকর্মীরা থাকায় আমরা চিত্রনাট্য স্তরে যা করতে চেয়েছিলাম তার সবটাই করতে পেরেছি ৷" আদতে এটি তামিল ছবি 'বিক্রম বেদ'-এর হিন্দি রিমেক এটি। টি সিরিজের ব্যানারে এই ক্রাইম থ্রিলার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 30 সেপ্টেম্বর ৷

মুম্বই, 8 সেপ্টেম্বর: এক পর্দায় হৃতিক রোশন এবং সইফ আলি খান ৷ তাও আবার দু'জনের জবর টক্কর ৷ অনুরাগীদের জন্য এই কম্বিনেশন যে পয়সা উসুল তা বলাই বাহুল্য ৷ এর আগে টিজারেই বেশ আগ্রহ তৈরি করেছিল পুষ্কর এবং গায়েত্রীর নতুন ছবি 'বিক্রম বেদা' ৷ বৃহস্পতিবার সামনে এল বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলারও ৷ দুই তারকাকেই এখানে দেখা গিয়েছে এক্কেবারে অ্যাকশন মুডে ৷ একজন তথাকথিত অপরাধী এবং একজন কড়া পুলিশ অফিসারের দ্বৈরথ তুলে ধরবে এই ছবি ৷ (Hrithik Saif New Film Vikram Vedha)৷

একজন কড়া পুলিশ অফিসার ততোধিক ধূর্ত এক গ্যাংস্টারকে (Hrithik Roshan in Vikram Vedha) ধরতে কী কী করেন সেটাই দেখার এই ছবিতে ৷ বেদার চরিত্রে রয়েছেন হৃতিক আর পুলিশ অফিসার বিক্রমের চরিত্রে দেখা গিয়েছে সইফ আলি খানকে (Saif Ali Khan in vikram vedha)৷ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাধিকা আপ্তেও ৷

এখানে পুলিশ অফিসার বিক্রম প্রশাসনিক উর্দি পড়ে এনকাউন্টার করে ৷ দেশকে অপরাধীমুক্ত করতে সে সঠিক কাজ করছে বলেও বিশ্বাস করে সে ৷ অন্যদিকে এক গ্যাংস্টার বেদও মানুষ খুন করে ৷ আর তারও ভাবনা সমাজের নোংরা পরিষ্কার করছে সে ৷ ছবির প্রথম ঝলকেই বোঝা গিয়েছে অ্যাকশন আর প্রেমের ভরপুর মশলা রয়েছে এই ছবিতে (Vikram Vedha Trailer Out)৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: রাশ্মিকা পড়েছেন 'স্টুপিড'র প্রেমে, নিজে মুখেই জানালেন সেকথা

হৃতিক এবং সইফের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে পুস্কর ও গায়েত্রী আগেই বলেছিলেন, "সুপারস্টার হৃতিক এবং সইফের সঙ্গে কাজ করে একটি দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে ৷ আমাদের সুপার ট্যালেন্টেড সহকর্মীরা থাকায় আমরা চিত্রনাট্য স্তরে যা করতে চেয়েছিলাম তার সবটাই করতে পেরেছি ৷" আদতে এটি তামিল ছবি 'বিক্রম বেদ'-এর হিন্দি রিমেক এটি। টি সিরিজের ব্যানারে এই ক্রাইম থ্রিলার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 30 সেপ্টেম্বর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.