কলকাতা, 7 অগস্ট: 'শহরের ঊষ্ণতম দিনে' ছবির সাফল্যের পর এবার বিক্রম চট্টোপাধ্যায় তৈরি তাঁর নতুন ছবির জন্য ৷ টলিউডে এখন তিনি বেশ পরিচিত নাম ৷ ওটিটি থেকে বড় পর্দা সর্বদাই তাঁর অবাধ বিচরণ ৷ সেই বিক্রম এবার জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে ৷ এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে মধুমিতার 'চিনি 2' ৷ আগামী 11 অগস্টের দেবের 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ছবির সঙ্গে মুক্তি পেতে চলেছে এই ছবিটি ৷ এবার তাঁদের নতুন ছবির কাজের একটি ঝলক শেয়ার করল এই অনস্ক্রিন জুটি ৷
রবিবার তাঁদের নতুন ছবি 'কে প্রথম কাছে এসেছি' ছবির শুটিং শুরুর কথা ঘোষণা করেছিলেন বিক্রম ৷ আর সোমবার নয়া ছবির কাজের ফাঁকের কিছু ঝলক শেয়ার করলেন তারকা জুটি ৷ ছবিতে পর্দার জুটিকে দেখা গেল রোম্যান্টিক মেজাজে ৷ এর আগেও পর্দায় জুটি বেঁধেছিলেন বিক্রম-মধুমিতা ৷ ছবির নাম ছিল 'কুলের আচার' ৷ এই ছবিতে দাম্পত্যের এক অন্য ধরনের গল্প তুলে ধরেছিলেন তাঁরা ৷ বিয়ের পর পদবি পরিবর্তন এবং অন্যান্য বিষয়ের সমস্যাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল গল্পটি ৷
এবার তাঁদের দেখা যাবে 'কে প্রথম কাছে এসেছি' ছবিতে ৷ রোম্যান্টিক গানের ইতিহাস ঘাঁটলে বাংলার স্বর্ণযুগের অত্যন্ত পরিচিত গানের প্রথম লাইন থেকে তৈরি হয়েছে এই ছবির নাম ৷ ঠিক যেমন বিক্রমের আগের ছবির ক্ষেত্রেও নাম এসেছিল এই গানের লাইন থেকে ৷ এদিনও সেই গানের বিষয়টিকে মাথায় রেখেই ছবির ক্যাপশন দিলেন বিক্রম ৷ লিখলেন, "তুমি না আমি?"
আরও পড়ুন: 100 কোটির ক্লাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি', উইকএন্ড এবার 'করনটাস্টিক'
ছবিতে রয়েছেন দর্শনা বনিকও ৷ ছবি নিয়ে কথা বলতে গিয়ে সুদীপ্তা চক্রবর্তী বলেন, "বেশ কয়েকদিন ধরে ওয়ার্কশপ চলছিল । এখন শুটিং শুরু হয়ে গিয়েছে অরুণাচলপ্রদেশে।" যদিও ঠিক কী নিয়ে এগোতে চলেছে ছবির গল্প তা এখনও জানা যায়নি ৷ ছবির শুটিং নিয়েও তেমন কোনও তথ্য সামনে আসেনি ৷ তবে ছবিটি যে আদ্যপান্ত রোম্যান্টিক তা বোঝা গেল প্রথম ঝলকেই ৷