ETV Bharat / entertainment

Kushi Trailer Out: প্রেমের জটে নাজেহাল বিজয়-সামান্থা, মুক্তি পেল 'খুশি' ছবির ট্রেলার - Vijay Samantha Kushi Trailer is Out

মুক্তি পেতে চলেছে বিজয়-সামান্থার নতুন ছবি 'খুশি'র ট্রেলার ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 1 সেপ্টেম্বর ৷

Pic Vijay Instagram
মুক্তি পেল খুশি ছবির ট্রেলার
author img

By

Published : Aug 9, 2023, 7:06 PM IST

কলকাতা, 9 অগস্ট: সামান্থা রুথ প্রভু-বিজয় দেবরাকোণ্ডা জুটিকে একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই ৷ 'পুষ্পা' ছবির আইটেম ডান্স, 'ফ্যামিলি ম্যান' সিরিজে দুরন্ত অভিনয় এবং 'সীতারমাম' ছবিতে নজর কাড়ার পর নতুূন করে অভিনেত্রীকে দেখার জন্য় পারদ চড়েছে অনুরাগীমহলে ৷ যদিও এর আগেই মুক্তি পেয়েছিল সামান্থার 'শকুন্তলম' ৷ সেই ছবি অবশ্য তেমন সাড়া ফেলতে পারেনি ৷ অন্যদিকে বিজয়ও প্য়ান ইন্ডিয়ায় পা রাখতে চেয়েছিলেন 'লাইগার' ছবির হাত ধরে ৷ সেই ছবিও চুড়ান্ত ব্যর্থ হয় বক্স অফিসে ৷ এবার বিজয়-সামান্থা একসঙ্গে নতুন চমক দিতে পারবেন কি? সেটাই দেখার এই ছবিতে ৷ বুধবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির তিনটি গান ৷ এবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷ ছবিতে উঠে আসবে সামান্থা-বিজয়ের সম্পর্কের গল্প ৷ কাহিনিতে বেশ বড় ভূমিকা পালন করতে চলেছে কাশ্মীরের প্রেক্ষাপট ৷ কাশ্মীরে আলাপ হয় নায়ক-নায়িকার ৷ আর সেখানেই প্রেম ৷ পরিবার মেনে নেয়নি ঠিকই তবে শেষপর্যন্ত বিয়ের পিঁড়িতে বসে পড়ে রূপোলি পর্দার এই জুটি ৷ কিন্তু এরপরেই সম্পর্কে আসতে থাকে নতুন মোড় ৷ ভাঙতে থাকে সম্পর্ক ৷ এবার কি এই সম্পর্ককে বাঁচাতে পারবেন বিজয়-সামান্থা? সেটাই জানা যাবে ছবিতে ৷

প্রেমের এই ছবিতে থাকছে অন্য় টুইস্টও ৷ ছবিতে অভিনয় করেছেন সচিন খেড়কর, মুরলি শর্মা, জয়রাম, লক্ষ্মী আলির মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ এই ছবির কাজ শেষ করেই অভিনয় থেকে বেশ লম্বা বিরতি নিয়েছেন সামান্থা ৷ চিকিৎসার জন্য আপাতত কিছু দিনের জন্য় ফিল্মি জগৎকে বিদায় জানিয়েছেন তিনি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'জন্মদিনের শুভেচ্ছা এমবি', স্বামী মহেশবাবুকে মিষ্টি বার্তা নম্রতার

'খুশি' পরিচালনার দায়িত্বে রয়েছেন শিব নির্বানা ৷ মৈত্রী মুভি মেকার্সের ব্যানারে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ সামান্থা অনুরাগীদের জন্য় বড় খবর হল তেলেগু, কন্নড়, মালয়ালমের মতো দক্ষিণী ভাষা তো বটেই; পাশাপাশি হিন্দি ভাষাতেও মুক্তি পেতে চলেছে ছবিটি ৷ 'খুশি' মুক্তি পেতে চলেছে আগামী 1 সেপ্টেম্বার ৷

কলকাতা, 9 অগস্ট: সামান্থা রুথ প্রভু-বিজয় দেবরাকোণ্ডা জুটিকে একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই ৷ 'পুষ্পা' ছবির আইটেম ডান্স, 'ফ্যামিলি ম্যান' সিরিজে দুরন্ত অভিনয় এবং 'সীতারমাম' ছবিতে নজর কাড়ার পর নতুূন করে অভিনেত্রীকে দেখার জন্য় পারদ চড়েছে অনুরাগীমহলে ৷ যদিও এর আগেই মুক্তি পেয়েছিল সামান্থার 'শকুন্তলম' ৷ সেই ছবি অবশ্য তেমন সাড়া ফেলতে পারেনি ৷ অন্যদিকে বিজয়ও প্য়ান ইন্ডিয়ায় পা রাখতে চেয়েছিলেন 'লাইগার' ছবির হাত ধরে ৷ সেই ছবিও চুড়ান্ত ব্যর্থ হয় বক্স অফিসে ৷ এবার বিজয়-সামান্থা একসঙ্গে নতুন চমক দিতে পারবেন কি? সেটাই দেখার এই ছবিতে ৷ বুধবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির তিনটি গান ৷ এবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷ ছবিতে উঠে আসবে সামান্থা-বিজয়ের সম্পর্কের গল্প ৷ কাহিনিতে বেশ বড় ভূমিকা পালন করতে চলেছে কাশ্মীরের প্রেক্ষাপট ৷ কাশ্মীরে আলাপ হয় নায়ক-নায়িকার ৷ আর সেখানেই প্রেম ৷ পরিবার মেনে নেয়নি ঠিকই তবে শেষপর্যন্ত বিয়ের পিঁড়িতে বসে পড়ে রূপোলি পর্দার এই জুটি ৷ কিন্তু এরপরেই সম্পর্কে আসতে থাকে নতুন মোড় ৷ ভাঙতে থাকে সম্পর্ক ৷ এবার কি এই সম্পর্ককে বাঁচাতে পারবেন বিজয়-সামান্থা? সেটাই জানা যাবে ছবিতে ৷

প্রেমের এই ছবিতে থাকছে অন্য় টুইস্টও ৷ ছবিতে অভিনয় করেছেন সচিন খেড়কর, মুরলি শর্মা, জয়রাম, লক্ষ্মী আলির মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ এই ছবির কাজ শেষ করেই অভিনয় থেকে বেশ লম্বা বিরতি নিয়েছেন সামান্থা ৷ চিকিৎসার জন্য আপাতত কিছু দিনের জন্য় ফিল্মি জগৎকে বিদায় জানিয়েছেন তিনি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'জন্মদিনের শুভেচ্ছা এমবি', স্বামী মহেশবাবুকে মিষ্টি বার্তা নম্রতার

'খুশি' পরিচালনার দায়িত্বে রয়েছেন শিব নির্বানা ৷ মৈত্রী মুভি মেকার্সের ব্যানারে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ সামান্থা অনুরাগীদের জন্য় বড় খবর হল তেলেগু, কন্নড়, মালয়ালমের মতো দক্ষিণী ভাষা তো বটেই; পাশাপাশি হিন্দি ভাষাতেও মুক্তি পেতে চলেছে ছবিটি ৷ 'খুশি' মুক্তি পেতে চলেছে আগামী 1 সেপ্টেম্বার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.