ETV Bharat / entertainment

Sulochana latkar And Kollam Sudhi: প্রয়াত বিগ বির 'অনস্ক্রিন মা' সুলোচনা লতকর, চলে গেলেন কোলালামও

বিনোদন জগতের জন্য জোড়া দুঃসংবাদ ৷ প্রয়াত মারাঠি অভিনেত্রী সুলোচনা লতকর এবং মালয়ালাম অভিনেতা কোলালাম সিধু ৷

Sulochana latkar And Kollam Sudhi
প্রয়াত কোলালাম ও সুলোচনা লতকর
author img

By

Published : Jun 5, 2023, 12:49 PM IST

মুম্বই, 5 জুন: বিনোদন জগতের অনুরাগীদের জন্য় সামনে এল ফের দু'টি বড় দুসংবাদ ৷ গতকাল এসেছিল বর্ষীয়াণ অভিনেত্রী সুলোচনা লতকরের প্রয়াণের খবর ৷ আর সোমবার সকালে গাড়ি দূর্ঘটনায় প্রয়াত দক্ষিণী অভিনেতা কোলালাম সুধি ৷ প্রায় 250টিরও বেশি হিন্দি ছবিতে কাজ করেছেন সুলোচনা ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 94 বছর ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ অন্যদিকে কোলালামের মৃত্যুকালে বয়স হয়েছিল 39 বছর ৷

খবর অনুযায়ী, একটি প্রাইভেট হাসপাতালে ভরতি ছিলেন সুলোচনা ৷ চিকিৎসা চলাকালীন সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ মারাঠি ছবির জগতেও তিনি ভীষণ পরিচিত নাম ৷ 'সাসুরওয়াস', 'ওহিনিচ বঙ্গদ্যা', 'মিঠ ভাকর', 'সাংতে আইকা', 'ধাক্তি জাউ'-এর মতো প্রায় 50টি ছবিতে অভিনয় করেছিলেন সুলোচনা ৷ 1928 সালের 30 জুলাই জন্ম এই বিখ্যাত অভিনেত্রীর ৷ আর তাঁর অভিনয় জীবনের সূত্রপাত 1946 সালে ৷

তাঁর হিন্দি ছবির তালিকায় রয়েছে ‘জব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, ‘দুনিয়া’, ‘আমির গরীব’, ‘বাহারোঁ কে সপনে’, ‘কাটি পতং’, ‘মেরে জীবন সাথী’, ‘পেয়ার মহব্বত’, ‘দুনিয়া’, ‘জনি মেরা নাম’, ‘জনি মেরা নাম’-এর মতো অসংখ্য় ছবি ৷ অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, নূতন, আশা পারেখ, ওয়াহিদা রেহমান, জিনাত আমান, ঋষি কাপুরের মতো বহু অভিনেতার অনস্ক্রিন মা ছিলেন তিনি ৷

  • The passing of Sulochana Ji leaves a big void in the world of Indian cinema. Her unforgettable performances have enriched our culture and have endeared her to people across generations. Her cinematic legacy will live on through her works. Condolences to her family. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) June 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1999 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত এই অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদিও ৷ টুইটারে তিনি লেখেন,"সুলোচনাজীর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতে এক বিরাট শূন্যতা তৈরি হল । তাঁর অবিস্মরণীয় অভিনয় আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে ৷ প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের কাছে তিনি এক প্রিয়জন। তাঁর চলচ্চিত্রের উত্তরাধিকার তাঁর কাজের মাধ্যমে বেঁচে থাকবে । তাঁর পরিবারের প্রতি সমবেদনা । ওম শান্তি ।"

আরও পড়ুন: 'ছোটা ভাই হ্যায় মেরা', ইব্রাহিমকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন সারা ; 'সব নাটক' কটাক্ষ নেটিজেনদের

অন্যদিকে মাললয়াম অভিনেতা কোলালাম সুধির মৃত্যু হয় সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, 39 বছর বয়সি এই অভিনেতার গাড়িতে ছিলেন আরও তিন মিমিক্রি আর্টিস্ট উল্লাস, বিনু এবং মহেশ ৷ চোট পেয়েছেন তাঁরাও ৷ ঘটনাটি ঘটে কেরলের কাইপামঙ্গলমের কাছে ৷ এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঠিকই তবে শেষ রক্ষা হয়নি ৷ তাঁর সঙ্গে গাড়িতে থাকা তিন শিল্পী এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৷ 2015 সালে রূপোলি পর্দায় পা রাখেন এই শিল্পী ৷ বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তিনি জনপ্রিয় নাম ৷

মুম্বই, 5 জুন: বিনোদন জগতের অনুরাগীদের জন্য় সামনে এল ফের দু'টি বড় দুসংবাদ ৷ গতকাল এসেছিল বর্ষীয়াণ অভিনেত্রী সুলোচনা লতকরের প্রয়াণের খবর ৷ আর সোমবার সকালে গাড়ি দূর্ঘটনায় প্রয়াত দক্ষিণী অভিনেতা কোলালাম সুধি ৷ প্রায় 250টিরও বেশি হিন্দি ছবিতে কাজ করেছেন সুলোচনা ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 94 বছর ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ অন্যদিকে কোলালামের মৃত্যুকালে বয়স হয়েছিল 39 বছর ৷

খবর অনুযায়ী, একটি প্রাইভেট হাসপাতালে ভরতি ছিলেন সুলোচনা ৷ চিকিৎসা চলাকালীন সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ মারাঠি ছবির জগতেও তিনি ভীষণ পরিচিত নাম ৷ 'সাসুরওয়াস', 'ওহিনিচ বঙ্গদ্যা', 'মিঠ ভাকর', 'সাংতে আইকা', 'ধাক্তি জাউ'-এর মতো প্রায় 50টি ছবিতে অভিনয় করেছিলেন সুলোচনা ৷ 1928 সালের 30 জুলাই জন্ম এই বিখ্যাত অভিনেত্রীর ৷ আর তাঁর অভিনয় জীবনের সূত্রপাত 1946 সালে ৷

তাঁর হিন্দি ছবির তালিকায় রয়েছে ‘জব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, ‘দুনিয়া’, ‘আমির গরীব’, ‘বাহারোঁ কে সপনে’, ‘কাটি পতং’, ‘মেরে জীবন সাথী’, ‘পেয়ার মহব্বত’, ‘দুনিয়া’, ‘জনি মেরা নাম’, ‘জনি মেরা নাম’-এর মতো অসংখ্য় ছবি ৷ অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, নূতন, আশা পারেখ, ওয়াহিদা রেহমান, জিনাত আমান, ঋষি কাপুরের মতো বহু অভিনেতার অনস্ক্রিন মা ছিলেন তিনি ৷

  • The passing of Sulochana Ji leaves a big void in the world of Indian cinema. Her unforgettable performances have enriched our culture and have endeared her to people across generations. Her cinematic legacy will live on through her works. Condolences to her family. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) June 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1999 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত এই অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদিও ৷ টুইটারে তিনি লেখেন,"সুলোচনাজীর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতে এক বিরাট শূন্যতা তৈরি হল । তাঁর অবিস্মরণীয় অভিনয় আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে ৷ প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের কাছে তিনি এক প্রিয়জন। তাঁর চলচ্চিত্রের উত্তরাধিকার তাঁর কাজের মাধ্যমে বেঁচে থাকবে । তাঁর পরিবারের প্রতি সমবেদনা । ওম শান্তি ।"

আরও পড়ুন: 'ছোটা ভাই হ্যায় মেরা', ইব্রাহিমকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন সারা ; 'সব নাটক' কটাক্ষ নেটিজেনদের

অন্যদিকে মাললয়াম অভিনেতা কোলালাম সুধির মৃত্যু হয় সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, 39 বছর বয়সি এই অভিনেতার গাড়িতে ছিলেন আরও তিন মিমিক্রি আর্টিস্ট উল্লাস, বিনু এবং মহেশ ৷ চোট পেয়েছেন তাঁরাও ৷ ঘটনাটি ঘটে কেরলের কাইপামঙ্গলমের কাছে ৷ এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঠিকই তবে শেষ রক্ষা হয়নি ৷ তাঁর সঙ্গে গাড়িতে থাকা তিন শিল্পী এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৷ 2015 সালে রূপোলি পর্দায় পা রাখেন এই শিল্পী ৷ বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তিনি জনপ্রিয় নাম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.