মুম্বই, 18 ডিসেম্বর: অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী তনুজা ৷ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হল অভিনেত্রীকে ৷ অভিনেত্রীর ঘনিষ্টমহল সূত্রে খবর, রবিবার রাতে তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হয় ৷ তার জেরেই হাসপাতালে ভর্তি করতে হয় অভিনেত্রীকে ৷ তবে আপাতত তিনি সুস্থতার পথে ৷ যদিও চিকিৎসকরা তাঁকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটেই রেখেছেন ৷
সূত্রের খবর, জুহুর এই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে সোমবার সন্ধ্যায় ৷ চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি ৷ তবে অভিনেত্রীর বয়সের কথা মাথায় রেখে কোনও ঝুঁকি নিতে নারাজ চিকিৎসকরা ৷ তাই আপাতত তাঁকে আইসিইউ-তে রেখেছেন তাঁরা ৷ মাত্র 16 বছর বয়সে অভিনয়ে পা রেখেছিলেন তনুজা সম্রাট ৷ সালটা ছিল 1962 ৷ 'ছাবিলি' ছিল তাঁর প্রথম ছবি ৷ আর সেই ছবিতেই সকলের নজর কেড়ে নেন তিনি ৷
উত্তম কুমারের সঙ্গে তাঁর অসামান্য় রসায়ণের জন্য় অবশ্য় আজও বাঙালির মনের মণিকোঠায় রয়ে গিয়েছেন তিনি ৷ 1963 সালে মুক্তি পায় 'দেয়া নেয়া' ছবিটি ৷ আজ 60 বছর পরেও বাঙালির প্রিয় ছবির মধ্যে একটি 'দেয়া নেয়া' ৷ এরপরেও উত্তমের সঙ্গে 'অ্যান্টনি ফিরিঙ্গি', 'রাজকুমারী'র মতো ছবিতে কাজ করেছেন তনুজা ৷ কাজ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ৷ 'তিন ভুবনের পারে' ছবিতে তাঁদের অভিনয় নজর কেড়েছিল রীতিমতো ৷ এছাড়া 'প্রথম কদম ফুল','আগুন', 'আদালত ও একটি মেয়ে'-র মতো ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয় ৷ পরমব্রত চট্টোপাধ্যায়ের 'সোনার পাহাড়' ছবিতেও তাঁর অভিনয় বেশ মন কেড়েছিল ৷
হিন্দি ছবিতেও সমান তালে অভিনয় করেছেন তিনি ৷ কখনও রাজ কাপুর কখনও অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন তিনি ৷ 'প্রেম রোগ', 'হাতি মেরে সাথী', 'খুদ্দার', 'রুলস', 'সাথিয়া' তালিকায় রয়েছে একাধিক ছবি ৷
আরও পড়ুন: