মুম্বই, 24 অগস্ট: প্রয়াত রাজেশ খান্না-অমিতাভ বচ্চনের 'আনন্দ' ছবির সহ-অভিনেত্রী সীমা দেও ৷ 1971 সালের জনপ্রিয় ছবিতে অভিনয়গুণে নজর কেড়েছিলেন সীমা ৷ অভিনয় করেছেন আরও অনেক হিন্দি ছবিতে ৷ বয়সজনিত রোগের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে হার মানলেন বর্ষীয়ান অভিনেত্রী ৷ পরিবার সূ্ত্রে পাওয়া খবর অনুযায়ী, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 81 বছর ৷ সীমার মৃত্যুর খবর ইটিভি ভারতকে জানান তাঁর পুত্র অজিঙ্কা দেও ৷ তিনি নিজেও মারাঠি ইন্ডাস্ট্রির এক পরিচিত মুখ ৷
জানা গিয়েছে, বান্দ্রায় বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ মৃত্যু হয় অভিনেত্রীর ৷ দীর্ঘদিন যাবৎ অ্যালজাইমার রোগে ভুগছিলেন সীমা ৷ কিছুদিন আগেই টুইটারে অজিঙ্কা লেখেন, "আমার মা তথা মারাঠি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ সীমা দেও দীর্ঘদিন ধরে অ্যালজাইমার রোগে আক্রান্ত ৷ আমরা দেও পরিবারে প্রতি মুহূর্তে তাঁর দ্রুত আরোগ্যের জন্য় প্রার্থনা করছি ৷" তবে সেই লড়াই আর বেশিদিন চালাতে পারলেন না সীমা ৷ এদিন সকালে বান্দ্রার বাড়িতেই শেষ নিশ্বাস ত্য়াগ করেন তিনি ৷
খবর অনুযায়ী, আজ বিকেল 4.30 নাগাদ মুম্বইয়ের শিবাজী পার্কে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হতে চলেছে ৷ অভিনেত্রীর স্বামী ছিলেন বিখ্যাত অভিনেতা রমেশ দেও ৷ গতবছর ফেব্রুয়ারি মাসে স্বামীকে হারিয়েছিলেন সীমা ৷ তাঁদের দুই সন্তান ৷ অজিঙ্কা দেও যুক্ত রয়েছেন অভিনয়ের জগতের সঙ্গেই ৷ তিনি নিজেও বেশ কয়েকটি মারাঠি ছবিতে কাজ করেছেন ৷ অন্য়দিকে তাঁর ভাই অভিনয় দেও যুক্ত ছবি পরিচালনার সঙ্গে ৷
আরও পড়ুন: স্যার প্লিজ এবার থামুন', পাপারাৎজিদের সামনে মেজাজ হারালেন সারা
অভিনয়ের কথা বলতে গেলে শুধু মারাঠি নয় হিন্দিতেও বেশকিছু কাজ করেছেন সীমা ৷ তাঁর হিন্দি ছবির মধ্য়ে রয়েছে 'মিয়া বিবি রাজি', 'ভাবি কি চুড়িয়া', 'দশ লাখ', 'কশিশ', 'কসমোকস', 'কোরা কাগজ'-এর মতো জনপ্রিয় সব ছবি ৷ তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া বিনোদুনিয়ায় ৷