হায়দরাবাদ, 17 জুলাই: 'ইনসপেক্টর অবিনাশ'-এর সাফল্যের পর এবার আরও একটি নতুন প্রজেক্টে দেখা যাবে ঊর্বশী রাউতেলাকে ৷ নায়িকা এবার স্ক্রিনশেয়ার করছেন পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে ৷ সম্প্রতি তাঁরা একসঙ্গে রওনা দিলেন নতুন ছবির শুটিং করতে ৷ সোমবার বিমানের ভিতরে বসে তৈরি একটি রিলস ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী ৷ সেখানে তাঁর সঙ্গে দেখা গিয়েছে পঙ্কজ ত্রিপাঠীকেও ৷ জানা গিয়েছে, তাঁদের গন্তব্য ভোপাল ৷
তিনি লেখেন,"আমাদের নতুন ছবির শুটিংয়ের জন্য বিমান যাত্রা ৷ বার্বি স্টাইলে শুটিং হবে ৷" নীল শর্ট ড্রেস, স্টাইলিশ রোদচশমা আর মানানসই মেকআপে এদিন সত্যিই যেন বার্বিডল হয়ে উঠেছিলেন অভিনেত্রী ৷ অন্যদিকে, পঙ্কজ ত্রিপাঠীকে দেখা গেল ক্যাজুয়াল পোশাকে ৷ যদিও ঠিক কোন ছবির শুটিংয়ের জন্য এই যাত্রা তা জানাননি অভিনেত্রী ৷ তবে আগামী দিনে পঙ্কজ এবং ঊর্বশীকে একসঙ্গে পর্দায় দেখা যাবে জেনেই বেশ খুশি অনুরাগীরা ৷
কেউ লিখেছেন, "খুব সুন্দর ৷" আবার কারও মতে, "আপনার পারভীন ববির বায়োপিকের জন্য অপেক্ষা করে আছি ৷" আবার কেউ লিখেছেন, "চিরকালই আমার প্রিয় অভিনেত্রী আপনি ৷" কেউ কেউ আবার এখানেও ঋষভ পন্থ প্রসঙ্গ টেনে এনেছেন ৷ এছাড়া হার্ট এবং ফায়ার ইমোটিকন তো আছেই ৷
আরও পড়ুন: কে তাঁর জীবনের রহস্য়ময় পুরুষ? খোলসা করলেন ইলিয়ানা
আগামিদিনে ঊর্বশী রাউতেলাকে অভিনয় করতে দেখা যাবে পর্দার 'পারভীন ববি' চরিত্রে ৷ বলিউডে একসময় 'অমর আকবর অ্যান্টনি', 'কালা পাথর'-এর মতো জনপ্রিয় বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন নায়িকা ৷ তারপর কার্যত লোকচক্ষুর আড়ালে চলে যান তিনি ৷ 2005 সালে তাঁর মৃত্যু হয় ৷ সেই চরিত্রই পর্দায় তুলে ধরবেন অভিনেত্রী ৷ অন্যদিকে, পঙ্কজকে আগামিদিনে দেখা যাবে 'ওএমজি 2' ছবিতে ৷ এই ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করছেন অক্ষয় কুমারের সঙ্গে ৷ পাশাপাশি 'ম্যায় অটল হুঁ' ছবির কাজও শেষ করলেন তিনি ৷