ETV Bharat / entertainment

Urfi Javed Safety Pin Dress : ছবির পর এবার সেফটি পিন! উরফি পোশাক দেখে চোখ কপালে নেটিজেনদের - Urfi Javed New Looks

সেফটি পিন দিয়ে পোশাক বানিয়ে সকলের চোখ ছানাবড়া করে দিলেন উদ্ভট ফ্য়াশানের রানি উরফি জাভেদ (Urfi Javed DIY Safety Pin Dress) ৷

Urfi Javed Safety Pin Dress
ছবির পর এবার সেফটি পিন! উরফি পোশাক দেখে চোখ কপালে নেটিজেনদের
author img

By

Published : Apr 12, 2022, 1:21 PM IST

মুম্বই,12 এপ্রিল : নিজের অভিনয়ের থেকেও উরফি জাভেদ সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি পরিচিত উদ্ভট ফ্যাশনের রানি হিসাবে ৷ পোশাক নিয়ে তাঁর নানা ধরণের পরীক্ষা নিরীক্ষা দেখে রীতিমতো চোখ ছানাবড়া হয়ে যায় অনেকেরই ৷ বিভিন্ন ধরণের কাট আউট পোশাকের ক্ষেত্রে তিনি যে কতখানি সাহসী তা ভালই জানেন তাঁর অনুরাগীরা ৷

এর থেকেও কয়েকধাপ এগিয়ে কেবলমাত্র আঠা দিয়ে সারা শরীরে নিজের ছবি আটকে কয়েকদিন আগেই ক্যামেরার সামনে এসেছিলেন এই বলিসুন্দরী ৷ তাঁর পোশাক নিয়ে এই পরীক্ষা নিরীক্ষা রীতিমত ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ উপচে পড়েছিল কমেন্টবক্স ৷ এবার ফের একইরকম বোল্ড লুকে ক্যামেরার সামনে এলেন উরফি ৷

আরও পড়ুন: নতুন লুকে মন মাতালেন দুই সুন্দরী নোরা-ঊর্বশী

এবার পোশাক বানাতে কি বেছে নিলেন উরফি? হ্যাঁ, সকলকে অবাক করে এবার তিনি বেছে নিয়েছেন সেফটি পিন (Urfi Javed DIY Safety Pin Dress) ৷ সেফটি পিন দিয়েই বানিয়ে নিয়েছেন আস্ত একটা পোশাক ৷ আর শুধু তাই নয়, সেটা পরে ক্যামেরার সামনে নেচেও দেখালেন তিনি ৷ এদিন ইনস্টায় তিনি লেখেন, "এই পোশাকটি সম্পূর্ণরূপে সেফটি পিন দিয়ে তৈরি করা হয়েছে!! হ্যাঁ! আমাদের 3 দিন সময় লেগেছে, কিন্তু এবার এটাকে দেখুন ৷ আমার পাগলাটে আইডিয়াগুলিতে আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ গীতা জয়সওয়াল ৷"

মুম্বই,12 এপ্রিল : নিজের অভিনয়ের থেকেও উরফি জাভেদ সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি পরিচিত উদ্ভট ফ্যাশনের রানি হিসাবে ৷ পোশাক নিয়ে তাঁর নানা ধরণের পরীক্ষা নিরীক্ষা দেখে রীতিমতো চোখ ছানাবড়া হয়ে যায় অনেকেরই ৷ বিভিন্ন ধরণের কাট আউট পোশাকের ক্ষেত্রে তিনি যে কতখানি সাহসী তা ভালই জানেন তাঁর অনুরাগীরা ৷

এর থেকেও কয়েকধাপ এগিয়ে কেবলমাত্র আঠা দিয়ে সারা শরীরে নিজের ছবি আটকে কয়েকদিন আগেই ক্যামেরার সামনে এসেছিলেন এই বলিসুন্দরী ৷ তাঁর পোশাক নিয়ে এই পরীক্ষা নিরীক্ষা রীতিমত ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ উপচে পড়েছিল কমেন্টবক্স ৷ এবার ফের একইরকম বোল্ড লুকে ক্যামেরার সামনে এলেন উরফি ৷

আরও পড়ুন: নতুন লুকে মন মাতালেন দুই সুন্দরী নোরা-ঊর্বশী

এবার পোশাক বানাতে কি বেছে নিলেন উরফি? হ্যাঁ, সকলকে অবাক করে এবার তিনি বেছে নিয়েছেন সেফটি পিন (Urfi Javed DIY Safety Pin Dress) ৷ সেফটি পিন দিয়েই বানিয়ে নিয়েছেন আস্ত একটা পোশাক ৷ আর শুধু তাই নয়, সেটা পরে ক্যামেরার সামনে নেচেও দেখালেন তিনি ৷ এদিন ইনস্টায় তিনি লেখেন, "এই পোশাকটি সম্পূর্ণরূপে সেফটি পিন দিয়ে তৈরি করা হয়েছে!! হ্যাঁ! আমাদের 3 দিন সময় লেগেছে, কিন্তু এবার এটাকে দেখুন ৷ আমার পাগলাটে আইডিয়াগুলিতে আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ গীতা জয়সওয়াল ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.