হায়দরাবাদ, 27 নভেম্বর: মুক্তির আগেই চর্চায় রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' ৷ ইতিমধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন আগেই এই ছবিকে এ সার্টিফিকেট দিয়েছে ৷ এবার ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশনও এই ছবিকে অ্যাডাল্ট অনলি অর্থাৎ এ সার্টিফিকেট দিয়েছে ৷ গার্হস্থ্য হিংসা, যৌনতা ও নৃশংসতার জন্য এই ছবিকে এ সার্টিফিকেট দেওয়া হয়েছ ৷
পয়লা ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সন্দীপ রেড্ডি ভাংগা পরিচালিত 'অ্যানিম্যাল' ৷ ছবির ট্রেলার উঠে এসেছে গ্যাংস্টারের নানা নারকীয় দৃশ্য ও গ্রাফিক ভায়োলেন্স ৷ বিবিএফসি এই ছবির সার্টিফিকেশনের সময়ে জানিয়েছে, অ্যানিম্যাল ডার্ক হিন্দি ভাষায় অ্যাকশন-ড্রামা ছবি ৷ প্রতিটা দৃশ্যে উঠে এসেছে ঝুড়ি-কাটারি দিয়ে হামলা, নৃংশসভাবে হত্যা ও গার্হস্থ্য হিংসার প্রকট রূপ তুলে ধরা হয়েছে ৷ এমনকী, একজন গর্ভবতী মহিলার দিকে বন্দুক তাক করার দৃশ্য এবং একজন কিশোরী স্কুলের ভিতরে আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছে এমন দৃশ্য কিশোর-কিশোরীদের দেখার জন্য নয় বলেই অভিমত প্রকাশ করা হয়েছে৷
ব্রিটিশ সেন্সর বোর্ডের তরফে এই সিনেমা ছাড়পত্র পেয়েছে প্রাপ্তবয়স্ক রেটিংয়ের বিনিময়ে। অন্যদিকে আন্তর্জাতিক ময়দানে ছবির অগ্রীম বুকিংয়ে দারুণ সফল 'অ্যানিম্যাল'। জানা গিয়েছে 'অ্যানিম্যাল' প্রথম হিন্দি ছবি, যা আমেরিকার 888টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। পাশাপাশি ভারতেও এই ছবির অগ্রিম বুকিং যথেষ্ট এগিয়ে রয়েছে ৷ উল্লেখ্য, একই দিনে মুক্তি পেতে চলেছে মেঘনা গুলজার পরিচালিত ও ভিকি কৌশল অভিনীত 'শ্যাম বাহাদুর' ৷ সেই ছবিরও অ্যাডভান্স বুকিং ভালোই হচ্ছে ৷ মুখোমুখি প্রতিযোগিতায় নেমেছে রণবীর কাপুর ও ভিকি কৌশল ৷ ফলে কোন ছবি বক্সঅফিসে এগিয়ে থাকবে তা জানা যাবে আর কিছুদিন পরেই ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন:
1. বাবার অভাব পূরণ করেছেন কেকে মেনন, স্বীকারোক্তি ইরফান-পুত্র বাবিলের
2. আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শিশুদের সেরা পাঁচ ছবি, জায়গা পেল রাজা সেনের 'দামু'
3. মুখোমুখি 'অ্যানিম্যাল' ও 'শ্যাম বাহাদুর', অ্যাডভান্স বুকিংয়ে লড়াই শুরু রণবীর-ভিকির