ETV Bharat / entertainment

নিরাপত্তায় ফাঁকি দিয়ে সলমনের ফার্মহাউসে প্রবেশের চেষ্টা, মুম্বই পুলিশের জালে দুই - Arpita Farm House

Salman Khan: সলমন খানের অর্পিতা ফার্ম হাউসে দুই ব্যক্তির অনুপ্রবেশ ঘটায় চিন্তায় খান পরিবার ৷ একের পর এক হুমকি চিঠি ও মেলের পর বাড়িতে ঢোকার চেষ্টা ৷ ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত ৷

Salman Khan
সলমনের বাড়িতে দুই যুবকের প্রবেশের চেষ্টা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 5:04 PM IST

মুম্বই, 8 জানুয়ারি: সলমন খানের ফার্ম হাউসে দুই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির প্রবেশের চেষ্টা ৷ মুম্বই পুলিশের জালে দুই অভিযুক্ত ৷ পানভেলের ওয়াজে গ্রামে অর্পিতা ফার্ম হাউসে বৃহস্পতিবার দুই ব্যক্তি অনুপ্রবেশের চেষ্টা করে ৷ ঘটনাটি নজরে আসে নিরাপত্তারক্ষীদের ৷ এরপরেই খবর দেওয়া হয় পানভেল পুলিশকে ৷ অভিযুক্ত দুই ব্যক্তিকেই গ্রেফতার করেছে পুলিশ ৷ দুই অভিযুক্ত পঞ্জাবের ফাজিলকার জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর এদিন বিকেলে ফার্মহাউসে দুই ব্যক্তি মূল গেটের সামনের পাঁচিল টপকে ঝোঁপঝাড়ের মধ্যদিয়ে কম্পাউন্ডের ভিতরে ঢোকার চেষ্টা করেন ৷ তাঁদের পরিচয় জানতে চাইলে নিজেদের উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাসিন্দা বলে পরিচয় দেন ৷ নিজেদের নাম বলেন মহেশ কুমার রামনিবাস এবং বিনোদ কুমার রাধেশ্যাম ৷ তারপর ফার্মহাউসের ম্যানেজার শশিকান্ত ওমপ্রকাশ ভার্গব আরও কিছু প্রশ্ন করেন ৷ তার সদুত্তর দিতে না-পারায় খবর দেওয়া হয় পুলিশে ৷

পুলিশি জেরায় দুই অভিযুক্ত জানান, তাঁদের একজনের নাম আজেশ কুমার ওমপ্রকাশ গিলা (23), যিনি পেশায় একজন আসবাবপত্র ব্যবসায়ী এবং গুরুসেবক সিং তেজ সিং শেখ (23), একজন কাঠমিস্ত্রি। তাঁদের কাছ থেকে নকল আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ ৷ দুজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা প্রতারণা, অবাঞ্ছিত প্রবেশ, জালিয়াতি-সহ বেশ কিছু মামলা দায়ের করা হয়েছে ৷ পুলিশ অফিসার অনিল পাতিল জানিয়েছেন, ফার্মহাউসে দুই অভিযুক্ত ঢোকার চেষ্টা করেন ৷ অনুপ্রবেশ এবং জালিয়াতির জন্য তাঁদের গ্রেফতার করা হয়েছে ৷ কেন তাঁরা এই ধরনের কাজ করেছেন, তা জানতে তদন্ত চলছে ৷

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই সলমন খানকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল ৷ পেয়েছেন হুমকি মেলও ৷ যে কারণে তাঁর বাড়িতে বাডা়নো হয়েছে সুরক্ষা ব্যবস্থা ৷ পাশাপাশি মুম্বই পুলিশের তরফে সলমনকে দেওয়া হয়েছে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থাও ৷ অন্যদিকে 2022 সালে নিজের নিরাপত্তার জন্য ভাইজান বন্দুকের লাইসেন্স নিয়েছেন ৷ এমনকী, তিনি যাতায়াত করেন বুলেটপ্রুফ গাড়িতে ৷ তারপর আচমকাই দুই ব্যক্তির অনুপ্রবেশের চেষ্টা নতুন করে চিন্তা বাড়িয়েছে ৷

আরও পড়ুন:

1. দক্ষিণী তারকা যশের জন্মদিনে প্রাণ গেল 3 অনুরাগীর

2. বিয়ের পিঁড়িতে বিজয়-রশ্মিকা! ফেব্রুয়ারিতেই বাগদান? জোর জল্পনা

3. 'ঘুরে দেখো নিজের দেশ', মোদির পর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে নেট পাড়ায় সরব তারকারা

মুম্বই, 8 জানুয়ারি: সলমন খানের ফার্ম হাউসে দুই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির প্রবেশের চেষ্টা ৷ মুম্বই পুলিশের জালে দুই অভিযুক্ত ৷ পানভেলের ওয়াজে গ্রামে অর্পিতা ফার্ম হাউসে বৃহস্পতিবার দুই ব্যক্তি অনুপ্রবেশের চেষ্টা করে ৷ ঘটনাটি নজরে আসে নিরাপত্তারক্ষীদের ৷ এরপরেই খবর দেওয়া হয় পানভেল পুলিশকে ৷ অভিযুক্ত দুই ব্যক্তিকেই গ্রেফতার করেছে পুলিশ ৷ দুই অভিযুক্ত পঞ্জাবের ফাজিলকার জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর এদিন বিকেলে ফার্মহাউসে দুই ব্যক্তি মূল গেটের সামনের পাঁচিল টপকে ঝোঁপঝাড়ের মধ্যদিয়ে কম্পাউন্ডের ভিতরে ঢোকার চেষ্টা করেন ৷ তাঁদের পরিচয় জানতে চাইলে নিজেদের উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাসিন্দা বলে পরিচয় দেন ৷ নিজেদের নাম বলেন মহেশ কুমার রামনিবাস এবং বিনোদ কুমার রাধেশ্যাম ৷ তারপর ফার্মহাউসের ম্যানেজার শশিকান্ত ওমপ্রকাশ ভার্গব আরও কিছু প্রশ্ন করেন ৷ তার সদুত্তর দিতে না-পারায় খবর দেওয়া হয় পুলিশে ৷

পুলিশি জেরায় দুই অভিযুক্ত জানান, তাঁদের একজনের নাম আজেশ কুমার ওমপ্রকাশ গিলা (23), যিনি পেশায় একজন আসবাবপত্র ব্যবসায়ী এবং গুরুসেবক সিং তেজ সিং শেখ (23), একজন কাঠমিস্ত্রি। তাঁদের কাছ থেকে নকল আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ ৷ দুজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা প্রতারণা, অবাঞ্ছিত প্রবেশ, জালিয়াতি-সহ বেশ কিছু মামলা দায়ের করা হয়েছে ৷ পুলিশ অফিসার অনিল পাতিল জানিয়েছেন, ফার্মহাউসে দুই অভিযুক্ত ঢোকার চেষ্টা করেন ৷ অনুপ্রবেশ এবং জালিয়াতির জন্য তাঁদের গ্রেফতার করা হয়েছে ৷ কেন তাঁরা এই ধরনের কাজ করেছেন, তা জানতে তদন্ত চলছে ৷

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই সলমন খানকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল ৷ পেয়েছেন হুমকি মেলও ৷ যে কারণে তাঁর বাড়িতে বাডা়নো হয়েছে সুরক্ষা ব্যবস্থা ৷ পাশাপাশি মুম্বই পুলিশের তরফে সলমনকে দেওয়া হয়েছে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থাও ৷ অন্যদিকে 2022 সালে নিজের নিরাপত্তার জন্য ভাইজান বন্দুকের লাইসেন্স নিয়েছেন ৷ এমনকী, তিনি যাতায়াত করেন বুলেটপ্রুফ গাড়িতে ৷ তারপর আচমকাই দুই ব্যক্তির অনুপ্রবেশের চেষ্টা নতুন করে চিন্তা বাড়িয়েছে ৷

আরও পড়ুন:

1. দক্ষিণী তারকা যশের জন্মদিনে প্রাণ গেল 3 অনুরাগীর

2. বিয়ের পিঁড়িতে বিজয়-রশ্মিকা! ফেব্রুয়ারিতেই বাগদান? জোর জল্পনা

3. 'ঘুরে দেখো নিজের দেশ', মোদির পর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে নেট পাড়ায় সরব তারকারা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.