কলকাতা, 20 নভেম্বর: আজ থেকে ঠিক এক বছর আগের একটা দুপুর ৷ নিঃশব্দে সকলকে কাঁদিয়ে নিজের স্থায়ী ঠিকানায় পাড়ি দিয়েছিলেন বছর পঁচিশের মিষ্টি, প্রাণবন্ত, সদা হাস্যময়ী মেয়েটা । নাম ঐন্দ্রিলা শর্মা । মাত্র পঁচিশ বছরের এই জার্নিতেও তাঁকে নিয়ে এক লম্বা ইতিহাস রচনা করা যায় । টলিউডকে ঐন্দ্রিলা দিয়েছেন একাধিক জনপ্রিয় ধারাবাহিক, যা মানুষ আজও ভুলতে পারে না । 'ঝুমুর', 'জিয়ন কাঠি', 'জীবন জ্যোতি', 'মহাপীঠ তারাপীঠ'। টেলিভিশনের মহালয়ার অনুষ্ঠানেও অভিনয় করেছেন ঐন্দ্রিলা । তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবার নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ।
ঐন্দ্রিলার মা শিখা শর্মার কাছ থেকেই ইটিভি ভারত জানতে পারে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ, বন দফতর মিলিয়ে পঁচিশটি বকুল এবং ছাতিমের চারাগাছ লাগিয়েছে ঐন্দ্রিলার পরিবার । এরপর দুপুরে দরিদ্র শিশুদের খাওয়ানো এবং তাদের শীতবস্ত্র প্রদান, বিকেলে পথ সারমেয়দের খাওয়ানোর মতো মানবিক কর্মসূচি নিয়েছে ঐন্দ্রিলার পরিবার । এভাবেই ঐন্দ্রিলাকে ফিরে পেতে চেয়েছে শর্মা পরিবার । পাশাপাশি ঐন্দ্রিলার মা আর্জি জানিয়েছেন, এ দিন যেন সকলে একটি করে অন্তত চারাগাছ লাগান ঐন্দ্রিলাকে বাঁচিয়ে রাখতে ।
বেদনার এই দিনে ঐন্দ্রিলার মা ইটিভি ভারতকে বলেন, "সবই চলছে শুধু আমার মাণিক আমার কাছে নেই । সব্যসাচীরও একই কথা । কালও আমার সঙ্গে রাতে কথা হয়েছে । আমাকে বলছে, সবই চলছে কাকিমা । শুধু আমার ঐন্দ্রিটাই নেই ৷ সব্যসাচী এমনিতেই চুপচাপ । প্রচারবিমুখ মানুষ । কোনও কিছু নিয়েই সেভাবে কথা বলে না । আজ আসতে পারেনি বহরমপুরে । শুটিংয়েই আছে । নিজের মধ্যে নিজের কাজ নিয়েই থাকে ।"
সব্যসাচী চৌধুরীর কাছে ইটিভি ভারত জানতে চায়, ঐন্দ্রিলার স্মৃতির উদ্দেশ্যে তিনি কি কোনও মানবিক কর্মসূচি নিয়েছেন ? সব্যসাচী শান্ত, ভারী কণ্ঠে বলে ওঠেন, "আমার কিছুই বলার নেই এই ব্যাপারে ।"
1997 সালের 5 ফেব্রুয়ারি জন্ম ঐন্দ্রিলার । 2015 সালে নিজের 17তম জন্মদিনে তিনি জানতে পারেন যে, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার ৷ ক্লাস ইলেভেনের ছাত্রীর জীবনযুদ্ধের লড়াই শুরু সেই তখন থেকেই ৷ দিল্লিতে শুরু হয় চিকিৎসা ৷ একের পর এক কেমোথেরাপি চলতে থাকে ৷ চলতে থাকে কঠিন লড়াই । টানা দেড় বছরের যুদ্ধ শেষে 2016 সালে রোগমুক্ত হন ঐন্দ্রিলা ৷ সাধ ছিল অভিনেত্রী হবেন । আয়নার সামনে দাঁড়িয়ে একা একাই অভিনয় করতেন । সেই মেয়ে 2017 সালে বাংলা ধারাবাহিক 'ঝুমুর' দিয়ে শুরু করেন টেলিজার্নি ৷ পা রেখেছিলেন ওয়েব দুনিয়াতেও । একটি প্রথম সারির বিনোদন চ্যানেলের অরিজিনাল ছবিতেও অভিনয় করেছেন তিনি । ঐন্দ্রিলার নৃত্যশৈলীও ছিল অসামান্য ।
এরপর 2021 সালে ফুসফুসের টিউমার ধরা পড়ে ঐন্দ্রিলার ৷ আবার শুরু হয় লড়াই ৷ তবে জয়ী হন তিনি । বন্ধু সব্যসাচী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে তুলে ধরেন ঐন্দ্রিলার জীবনযুদ্ধজয়ের কাহিনি ৷ তবে, সেই কাহিনিতে ইতি টানেন ঐন্দ্রিলা । এরপর 1 নভেম্বর স্ট্রোক ৷ রক্ত জমাট বাঁধে মাথায় ৷ ভেন্টিলেশনে যমে-মানুষে টানাটানি ৷ পরপর কার্ডিয়াক অ্যারেস্ট ৷ এরপর 20 নভেম্বর না ফেরার দেশে হারিয়ে যান ঐন্দ্রিলা ।
আরও পড়ুন:
1. ফ্রান্সের ফেস্টিভ্যালে অমিতাভের রেট্রোস্পেকটিভ, জায়গা পেল শাহেনশার 9 ছবি
2. বিশ্বকাপ হারায় মন ভাঙার দাওয়াই খুঁজতে জিমে কঠোর পরিশ্রম ভিকির
3. 'হারকর জিতনে ওয়ালোকো বাজিগর কহেতে হ্যায়...!' টিম ইন্ডিয়াকে কুর্নিশ, পাশে অমিতাভ-বাদশা-সহ বলিউড