ETV Bharat / entertainment

Aparna Sen on Money recovery: 'পার্থকে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল', তীব্র আক্রমণ অপর্ণা সেনের

পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে পাহাড়-প্রমাণ টাকা উদ্ধার নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অপর্ণা সেন (Aparna Sen on Money recovery)৷ তিনি তীব্র আক্রমণ শানালেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ৷

TMC trying to save face by throwing Partha Chatterjee out of cabinet, says Aparna Sen
'পার্থকে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল', তীব্র আক্রমণ অপর্ণা সেনের
author img

By

Published : Jul 29, 2022, 11:23 AM IST

Updated : Jul 29, 2022, 2:20 PM IST

কলকাতা, 29 জুলাই: এ বার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে পাহাড়-প্রমাণ টাকা উদ্ধার নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অপর্ণা সেন (Aparna Sen on Money recovery)৷ তিনি তীব্র আক্রমণ শানালেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ৷ টুইটে অপর্ণা সেন (Aparna Sen) লিখেছেন, পার্থকে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল ৷

শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) গ্রেফতারি, কোটি কোটি টাকা, গয়না উদ্ধার - এ সব নিয়ে সপ্তাহখানেক ধরেই তোলপাড় রাজ্য রাজনীতি ৷ তবে এই নিয়ে বুদ্ধিজীবী মহলকে খুব বেশি প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি ৷ তবে এ বার নীরবতা ভাঙলেন প্রবীণ অভিনেত্রী অপর্ণা সেন ৷

আরও পড়ুন: পার্থ-কাণ্ডে বুদ্ধিজীবীদের নীরবতাকে ব্যঙ্গ করে নয়া কবিতা রুদ্রনীলের

বৃহস্পতিবার রাতে শাসক দলকে নিশানা করে টুইট করলেন তিনি ৷ অপর্ণা লিখেছেন, "রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের থেকে যে 50 কোটি টাকা উদ্ধার হয়েছে তা পশ্চিমবঙ্গের দরিদ্রদের শোষণ করেই অর্জিত, এটা ভুলে গেলে চলবে না ৷ মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করেছে তৃণমূল । তবে এ ভাবে সব ধোয়া যাবে না । যাঁদের লুঠ করে এই টাকা জমানো হয়েছে তাঁদের উপকারের জন্যই তা ব্যয় করা উচিত ।"

  • Let's not forget that 50 cr recovered from erstwhile state minister Partha Chatterjee was acquired by exploiting the poor of WB. TMC have tried to save face by throwing PC out of the cabinet. That doesn't wash! The money should be used for the benefit those that have been robbed!

    — Aparna Sen (@senaparna) July 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ বিষয়ে অপর্ণা সেনের এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ বুদ্ধিজীবী মহল অধিকাংশ ক্ষেত্রে রাজ্য সরকারের বিরোধিতা থেকে নিজেদের বিরত রাখে, এই অভিযোগ তুলে বারবার সরব হতে দেখা গিয়েছে বিরোধীদের ৷ পার্থ প্রসঙ্গেও বিদ্বজনেদের নীরবতাকে বিঁধে নতুন কবিতা পোস্ট করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ ৷ এই অবস্থায় কোনও রাখঢাক না করে সরকারকে বিঁধে অপর্ণা সেনের মন্তব্যের পর অন্যান্য বুদ্ধিজীবীরা কী অবস্থান নেন, সে দিকেই তাকিয়ে বঙ্গবাসী ৷

যদিও এ নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করছে না । বরং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দুর্নীতিতে যাঁরা যুক্ত বা যাঁরা কোনও অনৈতিক কাজ করছেন, তাঁদের দায় নেবে না দল । তৃণমূল কংগ্রেস মানুষের দল, সে কারণেই পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে । তিনি এই বিশিষ্ট অভিনেত্রীর বক্তব্যের কোনও বিরোধিতা না করলেও, তাঁর সাফ কথা, মানুষ সব দেখছে । গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে ।

কলকাতা, 29 জুলাই: এ বার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে পাহাড়-প্রমাণ টাকা উদ্ধার নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অপর্ণা সেন (Aparna Sen on Money recovery)৷ তিনি তীব্র আক্রমণ শানালেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ৷ টুইটে অপর্ণা সেন (Aparna Sen) লিখেছেন, পার্থকে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল ৷

শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) গ্রেফতারি, কোটি কোটি টাকা, গয়না উদ্ধার - এ সব নিয়ে সপ্তাহখানেক ধরেই তোলপাড় রাজ্য রাজনীতি ৷ তবে এই নিয়ে বুদ্ধিজীবী মহলকে খুব বেশি প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি ৷ তবে এ বার নীরবতা ভাঙলেন প্রবীণ অভিনেত্রী অপর্ণা সেন ৷

আরও পড়ুন: পার্থ-কাণ্ডে বুদ্ধিজীবীদের নীরবতাকে ব্যঙ্গ করে নয়া কবিতা রুদ্রনীলের

বৃহস্পতিবার রাতে শাসক দলকে নিশানা করে টুইট করলেন তিনি ৷ অপর্ণা লিখেছেন, "রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের থেকে যে 50 কোটি টাকা উদ্ধার হয়েছে তা পশ্চিমবঙ্গের দরিদ্রদের শোষণ করেই অর্জিত, এটা ভুলে গেলে চলবে না ৷ মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করেছে তৃণমূল । তবে এ ভাবে সব ধোয়া যাবে না । যাঁদের লুঠ করে এই টাকা জমানো হয়েছে তাঁদের উপকারের জন্যই তা ব্যয় করা উচিত ।"

  • Let's not forget that 50 cr recovered from erstwhile state minister Partha Chatterjee was acquired by exploiting the poor of WB. TMC have tried to save face by throwing PC out of the cabinet. That doesn't wash! The money should be used for the benefit those that have been robbed!

    — Aparna Sen (@senaparna) July 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ বিষয়ে অপর্ণা সেনের এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ বুদ্ধিজীবী মহল অধিকাংশ ক্ষেত্রে রাজ্য সরকারের বিরোধিতা থেকে নিজেদের বিরত রাখে, এই অভিযোগ তুলে বারবার সরব হতে দেখা গিয়েছে বিরোধীদের ৷ পার্থ প্রসঙ্গেও বিদ্বজনেদের নীরবতাকে বিঁধে নতুন কবিতা পোস্ট করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ ৷ এই অবস্থায় কোনও রাখঢাক না করে সরকারকে বিঁধে অপর্ণা সেনের মন্তব্যের পর অন্যান্য বুদ্ধিজীবীরা কী অবস্থান নেন, সে দিকেই তাকিয়ে বঙ্গবাসী ৷

যদিও এ নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করছে না । বরং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দুর্নীতিতে যাঁরা যুক্ত বা যাঁরা কোনও অনৈতিক কাজ করছেন, তাঁদের দায় নেবে না দল । তৃণমূল কংগ্রেস মানুষের দল, সে কারণেই পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে । তিনি এই বিশিষ্ট অভিনেত্রীর বক্তব্যের কোনও বিরোধিতা না করলেও, তাঁর সাফ কথা, মানুষ সব দেখছে । গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে ।

Last Updated : Jul 29, 2022, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.