Michael Jackson: নিজের গানে গলা দেননি জ্যাকসন ? বন্ধ তিনটি গানের স্ট্রিমিং ! - Michael Jackson Songs Controversy
2014 সালে অভিযোগ উঠেছিল 'ব্রেকিং নিউজ', 'মনস্টার' এবং 'কিপ ইওর হেড আপ' নামক এই তিনটি গানে আদৌ গলা দেননি জ্যাকসন (Michael Jackson Songs Controversy) ৷ এবার এই শোরগোলের মধ্যে গানগুলির স্ট্রিমিং বন্ধ করার সিদ্ধান্ত নিল জ্যাকসন এস্টেস্ট এবং সোনি মিউজিক ৷
ওয়াশিংটন, 7 জুলাই: 2010 সালে প্রয়াত পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনের বেশ কিছু গান নিয়ে একটি মরনোত্তর সংকলন তৈরি হয়েছিল । যার নাম ছিল 'মাইকেল' ৷ সেই সংকলনের তিনটি গানকে কেন্দ্র করে আগেই সামনে এসেছিল গুরুতর অভিযোগ ৷ অভিযোগ উঠেছিল 'ব্রেকিং নিউজ,' 'মনস্টার' এবং 'কিপ ইওর হেড আপ' শিরোনামের এই তিনটি গানে আদৌ গলা দেননি জ্যাকসন (Michael Jackson Songs Controversy) ৷ এবার এই শোরগোলের মধ্যে গানগুলির স্ট্রিমিং বন্ধ করার সিদ্ধান্ত নিল জ্যাকসন এস্টেস্ট এবং সনি মিউজিক ৷
মঙ্গলবার অর্থাৎ গত 5 জুলাই জ্যাকসন এস্টেস্ট এবং সোনি মিউজিকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে , “দ্য এস্টেট অফ মাইকেল জ্যাকসন এবং সোনি মিউজিক 2010 সালের অ্যালবাম মাইকেল থেকে 'ব্রেকিং নিউজ,' 'মনস্টার' এবং 'কিপ ইওর হেড আপ' ট্র্যাকগুলি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ৷ এই ট্র্যাকগুলি নিয়ে যে শোরগোল তৈরি হয়েছে তা এড়াতে এটাই সবচেয়ে ভাল উপায় ৷"
আরও পড়ুন : স্বপ্ন এবার সিরিজে বন্দি, শ্যুটিং চলছে শর্ট ফিল্ম 'ড্রিম ক্যাচার' এর
তবে এই বিবৃতি গানগুলির স্ট্রিমিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলেও কোনওভাবেই একথা উল্লেখ করা হয়নি যে বিতর্কিত গানগুলি জ্যাকসনের কণ্ঠে গাওয়া নয় ৷ বরং তারা জোর দিয়েই বলেছে, "অ্যালবামের বাকি গানগুলি একইভাবে উপলব্ধ ৷ এই গানগুলি যে অথেন্টিক নয় সে সম্পর্কেও এখানে কোনও কথা বলা হচ্ছে না ৷ শুধু গানগুলিকে ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তার জন্যই এই সিদ্ধান্ত ৷" 2014 সালে ক্যালিফর্নিয়ায় এক জ্যাকসন অনুরাগীই প্রথমবার এই গানগুলি নিয়ে অভিযোগ দায়ের করেন ৷