ETV Bharat / entertainment

SRK Reacts to Jawan Promo: নিউইয়র্কের টাইমস স্কোয়ারে 'জওয়ান' প্রোমো, কী বললেন শাহরুখ ? - নিউইয়র্কের টাইম স্কোয়ারে জওয়ান

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে 'জওয়ান' জ্বর ৷ দর্শকদের ভালোবাসা কুড়িয়ে নিয়েছে এই ছবি ৷ সেই ভিডিয়ো সামনে আসতেই ভাইরাল ৷ শাহরুখ অনুরাগীদের জানালেন ধন্যবাদ ৷

SRK Reacts to Jawan Promo
নিউইয়র্কের টাইমস স্কোয়ারে 'জওয়ান' প্রোমো
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 8:42 PM IST

হায়দরাবাদ, 22 সেপ্টেম্বর: 'পাঠান'কে ছাপিয়ে গিয়েছে 'জওয়ান'-এর বক্সঅফিস কালেকশন ৷ ভারতীয় সিনেমার ইতিহাসে নজির গড়েছে অ্যাটলি ও শাহরুখ খানের মেগা হিট এই ছবি ৷ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও জওয়ান ঝড় অব্যাহত ৷ নিউইয়র্কের টাইমস স্কোয়ারেও জওয়ানের ঝলক দেখতে ভিড় জমিয়েছিলেন অগণিত সিনেমাপ্রেমীরা ৷

সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে নানা সেশনে কথা বলেন বলিউড বাদশা শাহরুখ ৷ শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি ৷ আস্ক এসআরকে সেশনে অনুরাগীদের নানা প্রশ্নের যেমন বাদশা উত্তর দিয়েছেন তেমনি জওয়ান-এর সাফল্যের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন দর্শকদের ৷ এদিন, এক অনুরাগী বাদশাকে নিউইয়র্কে জওয়ান ছবির ক্রেজ কীরকম তা তুলে ধরেন ৷ তারপরেই সেই ভিডিয়োতে দেখা যায়, টাইমস স্কোয়ার বোর্ডে চলছে জওয়ান-এর নানা ঝলক ৷

  • Thank u!!! This is awesome. Hope Times Square enjoyed what they saw…. Ha ha! Love to everyone that made this happen. https://t.co/qrFFg7ERIZ

    — Shah Rukh Khan (@iamsrk) September 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ভিডিয়ো সামনে আসতেই তা নিমেষে ভাইরাল ৷ ভিডিয়ো দেখে কিং খান বলেন, "ধন্যবাদ ৷ এটা ফ্যানটাস্টিক ৷ আমি আশা করব টাইমস স্কোয়ারের দর্শকদের এই ছবি ভালোলেগেছে ৷ সবাইকে ধন্যবাদ যাঁরা এটা সফল করতে সাহায্য করেছে ৷" এরপর আবার এক অনুরাগী মজার একটি ভিডিয়ো শেয়ার করেন শাহরুখ খানের সঙ্গে ৷ যেখানে সিনেমার বিখ্যাত সংলাপ, ‘‘বেটে কো হাথ লগানে সে পহলে বাপ সে বাত কর’’-কে অন্যরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে ৷ এই ভিডিয়োর জবাবে বাদশা বলেন, "এটা সত্যিই খুব মজার ৷ এটা বানানোর জন্য ধন্যবাদ ৷ লাভ ইউ ৷"

আরও পড়ুন: 950 কোটি ছুঁতে চলেছে 'জওয়ান'! বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে শাহরুখের অশ্বমেধের ঘোড়া

উল্লেখ্য, গ্লোবাল বক্সঅফিসে 'জওয়ান' 900 কোটি টাকা পার করে ফেলেছে ৷ ছবিটি প্রযোজনা করেছে গৌরি খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট ৷ শাহরুখ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে, বিজয় সেতুপতি, নয়নতারা, সানয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনিল গ্রোভার ও ক্যামিও চরিত্রে দীপিকা পাড়ুকোন ৷ হিন্দির পাশাপাশি ছবি মুক্তি পেয়েছে তামিল ও তেলুগু ভাষায় ৷ এরপর শাহরুখকে দেখা যাবে রাজকুমার হিরানীর 'ডাঙ্কি' ছবিতে ৷ তাপসী পান্নু ও ভিকি কৌশল অভিনীত এই ছবি মুক্তি পাবে চলতি বছর ডিসেম্বরে ৷

হায়দরাবাদ, 22 সেপ্টেম্বর: 'পাঠান'কে ছাপিয়ে গিয়েছে 'জওয়ান'-এর বক্সঅফিস কালেকশন ৷ ভারতীয় সিনেমার ইতিহাসে নজির গড়েছে অ্যাটলি ও শাহরুখ খানের মেগা হিট এই ছবি ৷ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও জওয়ান ঝড় অব্যাহত ৷ নিউইয়র্কের টাইমস স্কোয়ারেও জওয়ানের ঝলক দেখতে ভিড় জমিয়েছিলেন অগণিত সিনেমাপ্রেমীরা ৷

সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে নানা সেশনে কথা বলেন বলিউড বাদশা শাহরুখ ৷ শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি ৷ আস্ক এসআরকে সেশনে অনুরাগীদের নানা প্রশ্নের যেমন বাদশা উত্তর দিয়েছেন তেমনি জওয়ান-এর সাফল্যের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন দর্শকদের ৷ এদিন, এক অনুরাগী বাদশাকে নিউইয়র্কে জওয়ান ছবির ক্রেজ কীরকম তা তুলে ধরেন ৷ তারপরেই সেই ভিডিয়োতে দেখা যায়, টাইমস স্কোয়ার বোর্ডে চলছে জওয়ান-এর নানা ঝলক ৷

  • Thank u!!! This is awesome. Hope Times Square enjoyed what they saw…. Ha ha! Love to everyone that made this happen. https://t.co/qrFFg7ERIZ

    — Shah Rukh Khan (@iamsrk) September 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ভিডিয়ো সামনে আসতেই তা নিমেষে ভাইরাল ৷ ভিডিয়ো দেখে কিং খান বলেন, "ধন্যবাদ ৷ এটা ফ্যানটাস্টিক ৷ আমি আশা করব টাইমস স্কোয়ারের দর্শকদের এই ছবি ভালোলেগেছে ৷ সবাইকে ধন্যবাদ যাঁরা এটা সফল করতে সাহায্য করেছে ৷" এরপর আবার এক অনুরাগী মজার একটি ভিডিয়ো শেয়ার করেন শাহরুখ খানের সঙ্গে ৷ যেখানে সিনেমার বিখ্যাত সংলাপ, ‘‘বেটে কো হাথ লগানে সে পহলে বাপ সে বাত কর’’-কে অন্যরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে ৷ এই ভিডিয়োর জবাবে বাদশা বলেন, "এটা সত্যিই খুব মজার ৷ এটা বানানোর জন্য ধন্যবাদ ৷ লাভ ইউ ৷"

আরও পড়ুন: 950 কোটি ছুঁতে চলেছে 'জওয়ান'! বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে শাহরুখের অশ্বমেধের ঘোড়া

উল্লেখ্য, গ্লোবাল বক্সঅফিসে 'জওয়ান' 900 কোটি টাকা পার করে ফেলেছে ৷ ছবিটি প্রযোজনা করেছে গৌরি খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট ৷ শাহরুখ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে, বিজয় সেতুপতি, নয়নতারা, সানয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনিল গ্রোভার ও ক্যামিও চরিত্রে দীপিকা পাড়ুকোন ৷ হিন্দির পাশাপাশি ছবি মুক্তি পেয়েছে তামিল ও তেলুগু ভাষায় ৷ এরপর শাহরুখকে দেখা যাবে রাজকুমার হিরানীর 'ডাঙ্কি' ছবিতে ৷ তাপসী পান্নু ও ভিকি কৌশল অভিনীত এই ছবি মুক্তি পাবে চলতি বছর ডিসেম্বরে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.