ETV Bharat / entertainment

Box Office Battle: তৃতীয় দিনেও বক্স অফিস ব্যাটেলে এগিয়ে 'ফুকরে 3', পিছিয়ে পড়ল কঙ্গনা-বিবেকের ছবি - সেপ্টেম্বরের বিগ ব্যাটেল

সেপ্টেম্বরের বিগ ব্যাটেল ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে ৷ 'দ্য ভ্যাকসিন ওয়ার', 'ফুকরে 3' এবং 'চন্দ্রমুখী 2' এখন সম্মুখ সমরে ৷ দেখে নেওয়া যাক তৃতীয় কেমন আয় করতে পারে কোন ছবি?

Box Office Battle
বক্স অফিসে পিছিয়ে বিবেক কঙ্গনার ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 6:25 PM IST

হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: সেপ্টেম্বরের শেষে বক্স অফিসে ফের একবার শুরু হয়েছে বিগ ব্য়াটেল ৷ কঙ্গনা রানওয়াতের 'চন্দ্রমুখী 2' ছবির সঙ্গে সম্মুখ সমরে নেমেছে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য ভ্যাকসিন ওয়ার' এবং মৃগদীপ লাম্বার নতুন ছবি 'ফুকরে 3' ৷ প্রথম দিনে লড়াইয়ে পিছিয়ে পড়েছে বিবেকের এই নতুন ছবি ৷ এখন স্যাকনিল্ক বলছে তৃতীয় দিনেও যথেষ্ট পিছিয়ে থাকবে এই ছবির আয় ৷ অন্য়দিকে কঙ্গনার 'চন্দ্রমুখী 2' আর পুলকিত সম্রাট, পঙ্কজ ত্রিপাঠির 'ফুকরে 3'-এর মধ্যে লড়াইটা বেশ টানটান হতে চলেছে শনিবারও ৷

শনিবার স্যাকনিল্ক যে রিপোর্ট দিয়েছে তাতে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য ভ্যাকসিন ওয়ার' শনিবার আয় করতে পারে 1.05 কোটি টাকা ৷ যদিও পুরো হিসাবটাই তৈরি হয়েছে প্রাথমিক অনুমানের ভিত্তিতে ৷ তবে এই রিপোর্ট ঠিক হলে ছবিটির মোট আয় দাঁড়াবে 2.76 কোটি টাকা ৷ অন্যদিকে পি বসুর পরিচালনায় বৃহস্পতিবার মুক্তি পেয়েছে 'চন্দ্রমুখী 2' ছবিটি ৷ প্রথম দিন থেকেই কঙ্গনার অন্য ছবিগুলির তুলনায় ভালো আয় করছে এই ছবি ৷ বক্স অফিসে তৃতীয় দিনেও 6.6 কোটি টাকা আয় করতে চলেছে এই ছবি ৷ এমনটাই বলছে স্যাকনিল্ক ৷ যার জেরে ছবির মোট আয় দাঁড়িয়েছে 19.83 কোটি টাকা ৷

অন্য়দিকে, 'ফুকরে 3' ছবিটি তৃতীয় দিনেও বক্স অফিসে পিছনে ফেলে দিয়েছে 'দ্য ভ্যাকসিন ওয়ার' এবং 'চন্দ্রমুখী 2' ছবিকে ৷ শনিবার এই ছবি ডাবল ডিজিটেও পৌঁছে যেতে পারে ৷ জানা গিয়েছে এই ছবিটি ব্য়বসা করতে পারে প্রায় 10.52 কোটি টাকা ৷ যার জেরে 'ফুকরে 3' ছবিটির মোট আয়ের পরিমান দাঁড়াবে 27.2 কোটি টাকা ৷

আরও পড়ুন: নায়িকাদের 'মনের মানুষ', জন্মদিনে বুম্বাদাকে শুভেচ্ছায় ভরালেন মিমি ঋতুপর্ণারা

ছবিগুলির বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা শুরু হলে উঠে আসে বাজেটের কথাও ৷ বিভিন্ন সংবাদমাধ্য়মের রিপোর্ট বলছে 'চন্দ্রমুখী 2' ছবিটির বাজেটই সবচেয়ে বেশি ৷ এই ছবিটি তৈরি হয়েছে 50-60 কোটি টাকা ৷ অন্য়দিকে পুলকিত সম্রাট, পঙ্কজ ত্রিপাঠির 'ফুকরে 3'-এর বাজেট প্রায় 40 কোটি টাকা ৷ যদিও বক্স অফিসে তেমন আয় করতে পারছে না বিবেক অগ্নিহোত্রীর 'দ্য ভ্যাকসিন ওয়ার' ৷ তবে এই ছবির বাজেটও বেশ কম ৷ ছবির বাজেট মাত্র 10 কোটি টাকা ৷

হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: সেপ্টেম্বরের শেষে বক্স অফিসে ফের একবার শুরু হয়েছে বিগ ব্য়াটেল ৷ কঙ্গনা রানওয়াতের 'চন্দ্রমুখী 2' ছবির সঙ্গে সম্মুখ সমরে নেমেছে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য ভ্যাকসিন ওয়ার' এবং মৃগদীপ লাম্বার নতুন ছবি 'ফুকরে 3' ৷ প্রথম দিনে লড়াইয়ে পিছিয়ে পড়েছে বিবেকের এই নতুন ছবি ৷ এখন স্যাকনিল্ক বলছে তৃতীয় দিনেও যথেষ্ট পিছিয়ে থাকবে এই ছবির আয় ৷ অন্য়দিকে কঙ্গনার 'চন্দ্রমুখী 2' আর পুলকিত সম্রাট, পঙ্কজ ত্রিপাঠির 'ফুকরে 3'-এর মধ্যে লড়াইটা বেশ টানটান হতে চলেছে শনিবারও ৷

শনিবার স্যাকনিল্ক যে রিপোর্ট দিয়েছে তাতে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য ভ্যাকসিন ওয়ার' শনিবার আয় করতে পারে 1.05 কোটি টাকা ৷ যদিও পুরো হিসাবটাই তৈরি হয়েছে প্রাথমিক অনুমানের ভিত্তিতে ৷ তবে এই রিপোর্ট ঠিক হলে ছবিটির মোট আয় দাঁড়াবে 2.76 কোটি টাকা ৷ অন্যদিকে পি বসুর পরিচালনায় বৃহস্পতিবার মুক্তি পেয়েছে 'চন্দ্রমুখী 2' ছবিটি ৷ প্রথম দিন থেকেই কঙ্গনার অন্য ছবিগুলির তুলনায় ভালো আয় করছে এই ছবি ৷ বক্স অফিসে তৃতীয় দিনেও 6.6 কোটি টাকা আয় করতে চলেছে এই ছবি ৷ এমনটাই বলছে স্যাকনিল্ক ৷ যার জেরে ছবির মোট আয় দাঁড়িয়েছে 19.83 কোটি টাকা ৷

অন্য়দিকে, 'ফুকরে 3' ছবিটি তৃতীয় দিনেও বক্স অফিসে পিছনে ফেলে দিয়েছে 'দ্য ভ্যাকসিন ওয়ার' এবং 'চন্দ্রমুখী 2' ছবিকে ৷ শনিবার এই ছবি ডাবল ডিজিটেও পৌঁছে যেতে পারে ৷ জানা গিয়েছে এই ছবিটি ব্য়বসা করতে পারে প্রায় 10.52 কোটি টাকা ৷ যার জেরে 'ফুকরে 3' ছবিটির মোট আয়ের পরিমান দাঁড়াবে 27.2 কোটি টাকা ৷

আরও পড়ুন: নায়িকাদের 'মনের মানুষ', জন্মদিনে বুম্বাদাকে শুভেচ্ছায় ভরালেন মিমি ঋতুপর্ণারা

ছবিগুলির বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা শুরু হলে উঠে আসে বাজেটের কথাও ৷ বিভিন্ন সংবাদমাধ্য়মের রিপোর্ট বলছে 'চন্দ্রমুখী 2' ছবিটির বাজেটই সবচেয়ে বেশি ৷ এই ছবিটি তৈরি হয়েছে 50-60 কোটি টাকা ৷ অন্য়দিকে পুলকিত সম্রাট, পঙ্কজ ত্রিপাঠির 'ফুকরে 3'-এর বাজেট প্রায় 40 কোটি টাকা ৷ যদিও বক্স অফিসে তেমন আয় করতে পারছে না বিবেক অগ্নিহোত্রীর 'দ্য ভ্যাকসিন ওয়ার' ৷ তবে এই ছবির বাজেটও বেশ কম ৷ ছবির বাজেট মাত্র 10 কোটি টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.