মুম্বই, 12 মে: বক্সঅফিসে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের 'দ্য কেরালা স্টোরি'র জয়যাত্রা অব্যাহত ৷ 7 দিনে 81 কোটি টাকা ঘরে তুলে ফেলল এই ছবি ৷ কেরলের মেয়েদের মগজধোলাই করে তাঁদের ধর্ম পরিবর্তন করানো এবং একসময় তাঁদের আইএসআইএস যোগ দিতে বাধ্য করার এক নির্মম কাহিনির উপর গড়ে উঠেছে এই ছবি ৷ আদা শর্মা অভিনীত এই ছবি নিয়ে বিতর্কও কম হয়নি ৷
'শান্তি বিঘ্নিত' হওয়ার ভয়ে পশ্চিমবঙ্গে ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এভাবে ছবি দেখানো বন্ধ করার প্রতিবাদে সরব হয়েছেন অনুরাগ কাশ্য়প থেকে শুরু করে শুভাপ্রসন্নের মতো বুদ্ধিজীবীরা ৷ পাশাপাশি আইনি পথে বিষয়টির মোকাবিলা করার কথা ভাবছেন নির্মাতা থেকে শুরু করে প্রযোজকরা। এসবের মধ্যেই দর্শকদের মধ্য়ে এই ছবি যে প্রভাব ফেলেছে তা স্পষ্ট ছবির রোজগার থেকেই ৷
-
#TheKeralaStory puts up a PHENOMENAL TOTAL in Week 1… Day-wise biz - especially on weekdays - is an EYE-OPENER… Fri 8.03 cr, Sat 11.22 cr, Sun 16.40 cr, Mon 10.07 cr, Tue 11.14 cr, Wed 12 cr, Thu 12.50 cr. Total: ₹ 81.36 cr. #India biz. Nett BOC. BLOCKBUSTER. #Boxoffice… pic.twitter.com/xLGwso0XCO
— taran adarsh (@taran_adarsh) May 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#TheKeralaStory puts up a PHENOMENAL TOTAL in Week 1… Day-wise biz - especially on weekdays - is an EYE-OPENER… Fri 8.03 cr, Sat 11.22 cr, Sun 16.40 cr, Mon 10.07 cr, Tue 11.14 cr, Wed 12 cr, Thu 12.50 cr. Total: ₹ 81.36 cr. #India biz. Nett BOC. BLOCKBUSTER. #Boxoffice… pic.twitter.com/xLGwso0XCO
— taran adarsh (@taran_adarsh) May 12, 2023#TheKeralaStory puts up a PHENOMENAL TOTAL in Week 1… Day-wise biz - especially on weekdays - is an EYE-OPENER… Fri 8.03 cr, Sat 11.22 cr, Sun 16.40 cr, Mon 10.07 cr, Tue 11.14 cr, Wed 12 cr, Thu 12.50 cr. Total: ₹ 81.36 cr. #India biz. Nett BOC. BLOCKBUSTER. #Boxoffice… pic.twitter.com/xLGwso0XCO
— taran adarsh (@taran_adarsh) May 12, 2023
এর আগে 'দ্য় কাশ্মীর ফাইলস'ও মিশ্র প্রতিক্রিয়া কুড়িয়েছিল সমালোচকদের কাছে অথচ বক্সঅফিসে দুরন্ত সাফল্য় পেয়েছিল সেই ছবি ৷ একইভাবে এই ছবিকে কেউ কেউ প্রচার সর্বস্ব বলে উল্লেখ করলেও তা দর্শকের মন ছুঁয়েছে ৷ এই ছবির দাবি প্রায় 32000 কেরলের মহিলার এই নির্মমতার শিকার হয়েছেন ৷ কেরলকে আগামীতে এভাবেই ইসলামিক রাজ্য় বানানোর চক্রান্ত চলেছে ৷ এই দাবি নিয়ে ইতিমধ্য়েই সমালোচনায় সরব হয়েছেন অনেকে৷ এমনকী এই ছবিতে যে 32000 সংখ্য়ার কথা বলা হয়েছে তা নিয়েও রয়েছে বিতর্ক ৷ তবে বক্সঅফিস কালকেশান নিয়ে কোনও বিতর্ক নেই ৷
সপ্তম দিনে এই ছবি ফের 12.5 কোটি টাকা ঘরে তুলেছে বলে জানিয়েছে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ৷ ফলে দেশ জুড়ে ইতিমধ্যেই 81.86 কোটি টাকা আয় করে ফেলল 'দ্য় কেরালা স্টোরি' ৷ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই ছবিটি তৈরি হয়েছে 40 কোটির বাজেটে ৷ আদা শর্মা থেকে শুরু করে সিদ্ধি ইদনানি অভিনীত এই ছবি ইতিমধ্য়েই দ্বিগুন টাকা ঘরে তুলে ফেলেছে ৷ সমালোচকদের আশা আগামী সপ্তাহে এই ছবি 100 কোটির ক্লাবেও ঢুকে পড়বে ৷
আরও পড়ুন: 'কোনও ব্যাখ্যা দেব না' নাগার সঙ্গে সম্পর্ক নিয়ে শোভিতা ধুলিপালা