মুম্বই, 18 জুলাই: ঘোষণার পর থেকেই চর্চায় রয়েছে নাগ অশ্বিন পরিচালিত 'প্রোজেক্ট কে' ৷ সাইন্স ফিকশন এই ছবিতে প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান ছাড়াও মুখ্যচরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন ৷ কেমন হবে বিগ বাজেটের এই ছবিতে চরিত্রদের লুক, তা নিয়ে জল্পনা চলছিলই ৷ অবশেষে সোমবার রাতে প্রকাশ্যে এল 'প্রোজেক্ট-কে' ছবিতে দীপিকার লুক ৷
লুক শেয়ার করে পোস্টে লেখা হয়েছে, "সুন্দর ভবিষ্যতের জন্য যেন এক আশার কিরণ ৷ প্রজেক্ট-কে'তে দীপিকা পাড়ুকোন ৷ প্রযোজনা সংস্থার তরফ থেকে শেয়ার করা হল অভিনেত্রীর প্রথম ঝলক ৷" দীপিকার এই লুক দেখে মজেছে নেটপাড়া ৷ কুড়িয়ে নিয়েছে অনুরাগীদের প্রশংসা ৷ ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী দীপিকার চুল এলোমোলো ৷ দু'চোখে তীক্ষ্ণ দৃষ্টি। পোশাক সাধারণ। ছবি সামনে আসতেই মুহূর্তে ভাইরাল ৷
মহা শিবরাত্রির দিনে প্রকাশ্যে এসেছিল প্রজেক্ট-কে ছবির পোস্টার। 2024 এর 12 জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। নাগ অশ্বিন পরিচালিত এই ছবির প্রযোজক 'বৈজয়ন্তী মুভিজ'। এর আগে নাগ অশ্বিন একটি বিবৃতিতে জানিয়েছিলেন বিশ্বব্যাপি এই গল্প তুলে ধরার জন্য কমিক-কন নিখুঁত মঞ্চ।" অর্থাৎ এই ছবি সান দিয়েগো কমিক-কন 2023-এ আত্মপ্রকাশের কথা ছিল ৷ ছবির অফিসিয়াল টাইটেল, ট্রেলার এবং মুক্তির তারিখ প্রকাশিত হবে এই দিন ৷ সান দিয়েগো কমিক-কন-এ প্রথম ভারতীয় ছবি হিসাবে প্রচারের মঞ্চ পেতে পারে 'প্রজেক্ট কে' ৷
আরও পড়ুন: চোখে চোখ ! পর্তুগালের রেস্তোঁরায় আদিত্য-অনন্যার প্রেম জমে ক্ষীর
তবে হলিউডে বিগত কয়েকদিন ধরে চিত্রনাট্যকার, লেখক ও অভিনেতাদের সম্মিলিত ধর্মঘটের জেরে ভেস্তে যেতে পারে সেই পরিকল্পনা। ন্যায্য পারিশ্রমিকের দাবি ও কৃত্রিম মেধা অর্থাৎ এআই ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। সম্প্রতি সেই আন্দোলনে যোগ দিয়েছেন হলিউডের অভিনেতারাও। মে মাস থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন 'রাইটার্স গিল্ড অফ আমেরিকা' তথা 'ডব্লিউজিএ'র প্রায় 11 হাজার 500 জন সদস্য। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন 'স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড— আমেরিকান ফেডারেশন অফ টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস' তথা 'এসএজি – আফট্রা'র প্রায় 1 লক্ষ 60 হাজার সদস্য। ফলে প্রজেক্ট কে এই বাধা পেরোতে কতটা সফল হবে, আদৌ সফল হবে কি না, তা সময়ই বলবে ৷