ETV Bharat / entertainment

The Archies teaser out: টাইম মেশিনে চেপে সুহানা-খুশি-অগস্ত্যদের পাড়ি ছয়ের দশকে, প্রকাশ্যে 'দ্য আর্চিস'-এর টিজার - দ্য আর্চিস ছবির টিজার

শনিবার সামনে এসেছে জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিস' ছবির টিজার ৷ শাহরুখ কন্যা সুহানা খান সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন টিজার ৷ মুগ্ধ নেটদুনিয়া ৷

Etv Bharat
প্রকাশ্যে 'দ্য আর্চিস' টিজার
author img

By

Published : Jun 18, 2023, 10:32 PM IST

মুম্বই, 18 জুন: অবশেষে সামনে এল জোয়া আখতার পরিচালিত বহু প্রতীক্ষিত 'দ্য আর্চিস' ছবির টিজার ৷ ছয়ের দশকের রোমান্স, স্কুল লাইফ ও বন্ধুত্বকে এক ফ্রেমে বেঁধেছেন পরিচালক ৷ শনিবার নেটফ্লিক্সের টুডুম ফ্যান ইভেন্টে এই ছবির টিজার প্রকাশ্যে এসেছে ৷ এই ছবির হাত ধরে বলিউডের তিন স্টারকিডকে রূপোলি পর্দায় পেতে চলেছে দর্শক ৷ শাহরুখ-কন্যা সুহানা খান, বনি কাপুর ও শ্রীদেবীর কন্যা খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা প্রথমবার সেলুলয়েডের পর্দায় ৷

এক মিনিটের টিজারে দেখা গিয়েছে, ছবির সেট তৈরি হয়েছে রিভারডেলে ছয়ের দশককে কেন্দ্র করে ৷ যে জায়গাটাকে মূলত সিনেমায় একটি হিল স্টেশন বলে পরিচিতি দেওয়া হয়েছে ৷ এই টিজার যেন একটা টাইম মেশিন ৷ যে মেশনি চেপে চলে যাওয়া সেই সময়ে, যখন বন্ধুদের সঙ্গে ফোনহীন গল্প ছিল, আড্ডা ছিল, কৈশোরের প্রেম ছিল, ছিল রক অ্যান্ড রোল মিউজিক আর ডান্স ৷ সময়কে পিছনে নিয়ে গিয়ে কয়েকজন কিশোর-কিশোরীর জার্নির গল্প বলে 'দ্য আর্চিস' ৷

এক মিনিটের টিজারে ফুটে ওঠে সুহানা খান, অগস্ত্য নন্দা ও খুশি কাপুরের ত্রিকোণ প্রেম ৷ ফুটে ওঠে মন ভাঙার ছবিও ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় মিহির আহুজা, যুবরাজ মেন্ডা ও ভেদঙ্গ রায়নাকে ৷ টুডুম 2023 ইভেন্টে 'দ্য আর্চিস' কলাকুশলীদের টাইটেল ট্রাকে লাইভ পারফর্ম করতেও দেখা গিয়েছে ৷

আরও পড়ুন: বিয়ে করতে চান কঙ্গনা, কবে সেটাও জানালেন অভিনেত্রী

টিজারের লিঙ্ক সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন বাদশার মেয়ে সুহানা খান ৷ তিনি ক্যাপশনে লিখেছেন, "তোমরা তৈরি তো পুরনো সময়ে ফিরে যেতে? দ্য আর্চিস-এ স্বাগত ৷" পোস্টে পরিচালক করণ জোহর, অগস্ত্যর বোন নভ্যা নন্দা নিজেদের ভালোবাসা জানিয়েছেন ৷ অবশ্য শাহরুখ খান, কিংবা বিগ বি অমিতাভ বচ্চনের কোনও প্রতিক্রিয়া সোশাল মিডিয়ায় পাওয়া যায়নি ৷ ওটিটি প্ল্যাটফর্মে 'দ্য আর্চিস' কবে আসছে, তা এখনও সামনে আসেনি ৷

আরও পড়ুন: 'আদিপুরুষ' নিয়ে কড়া সমালোচনা, হলের সামনেই মারধর ব্যক্তিকে

মুম্বই, 18 জুন: অবশেষে সামনে এল জোয়া আখতার পরিচালিত বহু প্রতীক্ষিত 'দ্য আর্চিস' ছবির টিজার ৷ ছয়ের দশকের রোমান্স, স্কুল লাইফ ও বন্ধুত্বকে এক ফ্রেমে বেঁধেছেন পরিচালক ৷ শনিবার নেটফ্লিক্সের টুডুম ফ্যান ইভেন্টে এই ছবির টিজার প্রকাশ্যে এসেছে ৷ এই ছবির হাত ধরে বলিউডের তিন স্টারকিডকে রূপোলি পর্দায় পেতে চলেছে দর্শক ৷ শাহরুখ-কন্যা সুহানা খান, বনি কাপুর ও শ্রীদেবীর কন্যা খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা প্রথমবার সেলুলয়েডের পর্দায় ৷

এক মিনিটের টিজারে দেখা গিয়েছে, ছবির সেট তৈরি হয়েছে রিভারডেলে ছয়ের দশককে কেন্দ্র করে ৷ যে জায়গাটাকে মূলত সিনেমায় একটি হিল স্টেশন বলে পরিচিতি দেওয়া হয়েছে ৷ এই টিজার যেন একটা টাইম মেশিন ৷ যে মেশনি চেপে চলে যাওয়া সেই সময়ে, যখন বন্ধুদের সঙ্গে ফোনহীন গল্প ছিল, আড্ডা ছিল, কৈশোরের প্রেম ছিল, ছিল রক অ্যান্ড রোল মিউজিক আর ডান্স ৷ সময়কে পিছনে নিয়ে গিয়ে কয়েকজন কিশোর-কিশোরীর জার্নির গল্প বলে 'দ্য আর্চিস' ৷

এক মিনিটের টিজারে ফুটে ওঠে সুহানা খান, অগস্ত্য নন্দা ও খুশি কাপুরের ত্রিকোণ প্রেম ৷ ফুটে ওঠে মন ভাঙার ছবিও ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় মিহির আহুজা, যুবরাজ মেন্ডা ও ভেদঙ্গ রায়নাকে ৷ টুডুম 2023 ইভেন্টে 'দ্য আর্চিস' কলাকুশলীদের টাইটেল ট্রাকে লাইভ পারফর্ম করতেও দেখা গিয়েছে ৷

আরও পড়ুন: বিয়ে করতে চান কঙ্গনা, কবে সেটাও জানালেন অভিনেত্রী

টিজারের লিঙ্ক সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন বাদশার মেয়ে সুহানা খান ৷ তিনি ক্যাপশনে লিখেছেন, "তোমরা তৈরি তো পুরনো সময়ে ফিরে যেতে? দ্য আর্চিস-এ স্বাগত ৷" পোস্টে পরিচালক করণ জোহর, অগস্ত্যর বোন নভ্যা নন্দা নিজেদের ভালোবাসা জানিয়েছেন ৷ অবশ্য শাহরুখ খান, কিংবা বিগ বি অমিতাভ বচ্চনের কোনও প্রতিক্রিয়া সোশাল মিডিয়ায় পাওয়া যায়নি ৷ ওটিটি প্ল্যাটফর্মে 'দ্য আর্চিস' কবে আসছে, তা এখনও সামনে আসেনি ৷

আরও পড়ুন: 'আদিপুরুষ' নিয়ে কড়া সমালোচনা, হলের সামনেই মারধর ব্যক্তিকে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.