ETV Bharat / entertainment

Tele Academy Awards 2023: টেলি আকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কারা পেলেন সেরার স্বীকৃতি, দেখে নিন

বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছে টেলি আকাডেমি অ্যাওয়ার্ড 2023 অনুষ্ঠান ৷ এই দিন ছোটপর্দার তারকাদের হাতে তুলে দেওয়া হয় সেরা সম্মানের পুরস্কার ৷ সেরা অভিনেতা হয়েছেন দিব্যজ্যোতি দত্ত (অনুরাগের ছোঁয়া) ও সেরা অভিনেত্রী হয়েছেন অঙ্কিতা মল্লিক (জগদ্ধাত্রী) ৷ আর কারা রয়েছেন তালিকায়, দেখে নিন ৷

Tele Academy Awards 2023
টেলি আকাদেমি অ্যাওয়ার্ড
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 10:39 PM IST

Updated : Aug 25, 2023, 6:18 AM IST

কলকাতা, 24 অগস্ট: ধনধান্য প্রেক্ষাগৃহে টেলি আকাডেমি অ্যাওয়ার্ড 2023-এর অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট ৷ ছোট পর্দা থেকে বড় পর্দার তারকাদের ঝলমলে উপস্থিতি ছিল নজরকাড়া ৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেলিভিশন জগতে সেরার সেরা কারা, তাঁদের নাম ঘোষণা করেন ৷ হাতে তুলে দেন পুরস্কার ৷ কারা কারা পেলেন সেই সম্মান, দেখে নিন এক নজরে ৷

টেলি আকাদেমি অ্যাওয়ার্ড-2023-এর প্রাপকের তালিকা

সেরা পরিচালক - স্বপন নন্দী ও সিদ্ধান্ত দাস (ভিক্টো) ৷

সেরা চিত্রগ্রাহক - সংকল্প দাশগুপ্ত (লক্ষ্মী কাকীমা সুপারস্টার, খোকাবাবু)

সেরা সম্পাদক- বাপন প্রামাণিক (জগদ্ধাত্রী)

সেরা শিল্প-নির্দেশক- বাবলু সিংহ রায় (গাঁটছড়া, তুমি যে আমার মা)

সেরা রূপসজ্জা শিল্পী- অঞ্জিন দে (বাংলা মিডিয়াম)

সেরা নন-ফিকশন - দিদি নং 1

সেরা সঞ্চালক (নন-ফিকশন) - অঙ্কুশ হাজরা

সেরা কাহিনীকার ও চিত্রনাট্যকার - লীনা গঙ্গোপাধ্যায় ও স্নেহাশীষ চক্রবর্তী

সেরা সংলাপ- শৌভিক চক্রবর্তী (গৌরি এল)

বিশেষ সম্মান- প্রসূন বন্দ্যোপাধ্যায় (গুড্ডি, দেশের মাটি)

মরণোত্তর বিশেষ কৃতি সম্মান - ঐন্দ্রিলা শর্মা

অনুপ্রেরণামূলক চরিত্র- তিয়াশা লেপচা (বাংলা মিডিয়াম), সব্যসাচী চৌধুরী (রামপ্রসাদ)

সেরা অভিনয় - কৌশিক সেন (গোধূলি আলাপ)

সেরা নবাগত- সুশ্মিলি আচার্য (রামপ্রসাদ), সুকৃৎ সাহা (কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ), সুস্মিতা দে (পঞ্চমী), শুভস্মিতা মুখোপাধ্যায় (হরগৌরী পাইস হোটেল)

আজীবন অবদানের স্বীকৃতি- সুমন্ত মুখোপাধ্যায় (রামপ্রসাদ)

সেরা অভিনেত্রী- খল চরিত্র- চান্দ্রেয়ী ঘোষ (গৌরী এল), রশ্মি ভট্টাচার্য (গোধূলি আলাপ), প্রিয়া পাল (জগদ্ধাত্রী), অহনা দত্ত (অনুরাগের ছোঁয়া)

সেরা সহ-অভিনেতা- অরিন্দম গঙ্গোপাধ্যায় (ফেরারি মন)

সেরা সহ-অভিনেত্রী- অরিজিতা মুখোপাধ্যায় (নিম ফুলের মধু)

সেরা কৌতুক অভিনেতা- জয় প্রকাশ (সোহাগ চাঁদ)

সেরা সামাজিক সিরিয়ালের জুটি- শ্যামৌপ্তি মুদলি ও রণজয় বিষ্ণু (গুড্ডি)

বিশেষ পুরস্কার- তৃণা সাহা (বালিঝড়)

সেরা পার্শ্বচরিত্র- সৌরভ বন্দ্যোপাধ্যায়

সেরা মা- জুন মালিয়া

সেরা শাশুড়ি- রূপাঞ্জনা মিত্র

প্রিয় ছেলে - রাহুল মজুমদার (হরগৌরী পাইস হোটেল), গৌরব চট্টোপাধ্যায় (গাঁটছড়া)

সেরা বউমা - স্বস্তিকা ঘোষ (অনুরাগের ছোঁয়া)

সেরা পরিবার- অনুরাগের ছোঁয়া (শিল্পীবৃন্দ), গাঁটছড়া (শিল্পীবৃন্দ), নিম ফুলের মধু (শিল্পীবৃন্দ)

সর্বাধিক জনপ্রিয় ধারাবাহিক- অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী

সেরা অভিনেতা- দিব্যজ্যোতি দত্ত (অনুরাগের ছোঁয়া)

সেরা অভিনেত্রী- অঙ্কিতা মল্লিক (জগদ্ধাত্রী)

আরও পড়ুন: চলচ্চিত্র জগতে জাতীয় পুরস্কার কাদের মুকুটে উঠল, রইল তালিকা

কলকাতা, 24 অগস্ট: ধনধান্য প্রেক্ষাগৃহে টেলি আকাডেমি অ্যাওয়ার্ড 2023-এর অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট ৷ ছোট পর্দা থেকে বড় পর্দার তারকাদের ঝলমলে উপস্থিতি ছিল নজরকাড়া ৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেলিভিশন জগতে সেরার সেরা কারা, তাঁদের নাম ঘোষণা করেন ৷ হাতে তুলে দেন পুরস্কার ৷ কারা কারা পেলেন সেই সম্মান, দেখে নিন এক নজরে ৷

টেলি আকাদেমি অ্যাওয়ার্ড-2023-এর প্রাপকের তালিকা

সেরা পরিচালক - স্বপন নন্দী ও সিদ্ধান্ত দাস (ভিক্টো) ৷

সেরা চিত্রগ্রাহক - সংকল্প দাশগুপ্ত (লক্ষ্মী কাকীমা সুপারস্টার, খোকাবাবু)

সেরা সম্পাদক- বাপন প্রামাণিক (জগদ্ধাত্রী)

সেরা শিল্প-নির্দেশক- বাবলু সিংহ রায় (গাঁটছড়া, তুমি যে আমার মা)

সেরা রূপসজ্জা শিল্পী- অঞ্জিন দে (বাংলা মিডিয়াম)

সেরা নন-ফিকশন - দিদি নং 1

সেরা সঞ্চালক (নন-ফিকশন) - অঙ্কুশ হাজরা

সেরা কাহিনীকার ও চিত্রনাট্যকার - লীনা গঙ্গোপাধ্যায় ও স্নেহাশীষ চক্রবর্তী

সেরা সংলাপ- শৌভিক চক্রবর্তী (গৌরি এল)

বিশেষ সম্মান- প্রসূন বন্দ্যোপাধ্যায় (গুড্ডি, দেশের মাটি)

মরণোত্তর বিশেষ কৃতি সম্মান - ঐন্দ্রিলা শর্মা

অনুপ্রেরণামূলক চরিত্র- তিয়াশা লেপচা (বাংলা মিডিয়াম), সব্যসাচী চৌধুরী (রামপ্রসাদ)

সেরা অভিনয় - কৌশিক সেন (গোধূলি আলাপ)

সেরা নবাগত- সুশ্মিলি আচার্য (রামপ্রসাদ), সুকৃৎ সাহা (কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ), সুস্মিতা দে (পঞ্চমী), শুভস্মিতা মুখোপাধ্যায় (হরগৌরী পাইস হোটেল)

আজীবন অবদানের স্বীকৃতি- সুমন্ত মুখোপাধ্যায় (রামপ্রসাদ)

সেরা অভিনেত্রী- খল চরিত্র- চান্দ্রেয়ী ঘোষ (গৌরী এল), রশ্মি ভট্টাচার্য (গোধূলি আলাপ), প্রিয়া পাল (জগদ্ধাত্রী), অহনা দত্ত (অনুরাগের ছোঁয়া)

সেরা সহ-অভিনেতা- অরিন্দম গঙ্গোপাধ্যায় (ফেরারি মন)

সেরা সহ-অভিনেত্রী- অরিজিতা মুখোপাধ্যায় (নিম ফুলের মধু)

সেরা কৌতুক অভিনেতা- জয় প্রকাশ (সোহাগ চাঁদ)

সেরা সামাজিক সিরিয়ালের জুটি- শ্যামৌপ্তি মুদলি ও রণজয় বিষ্ণু (গুড্ডি)

বিশেষ পুরস্কার- তৃণা সাহা (বালিঝড়)

সেরা পার্শ্বচরিত্র- সৌরভ বন্দ্যোপাধ্যায়

সেরা মা- জুন মালিয়া

সেরা শাশুড়ি- রূপাঞ্জনা মিত্র

প্রিয় ছেলে - রাহুল মজুমদার (হরগৌরী পাইস হোটেল), গৌরব চট্টোপাধ্যায় (গাঁটছড়া)

সেরা বউমা - স্বস্তিকা ঘোষ (অনুরাগের ছোঁয়া)

সেরা পরিবার- অনুরাগের ছোঁয়া (শিল্পীবৃন্দ), গাঁটছড়া (শিল্পীবৃন্দ), নিম ফুলের মধু (শিল্পীবৃন্দ)

সর্বাধিক জনপ্রিয় ধারাবাহিক- অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী

সেরা অভিনেতা- দিব্যজ্যোতি দত্ত (অনুরাগের ছোঁয়া)

সেরা অভিনেত্রী- অঙ্কিতা মল্লিক (জগদ্ধাত্রী)

আরও পড়ুন: চলচ্চিত্র জগতে জাতীয় পুরস্কার কাদের মুকুটে উঠল, রইল তালিকা

Last Updated : Aug 25, 2023, 6:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.