ETV Bharat / entertainment

Tejas BO Collection: দ্বিতীয় দিনেও বক্সঅফিসে উড়ল না কঙ্গনার 'তেজস' - Tejas BO Collection

বলিউডে প্রতিযোগিতা করার মতো কোনও ছবি না থাকলেও বক্সঅফিসে কামাল দেখাতে পারছে না কঙ্গনা রানাওয়াতের 'তেজস' ৷ মুক্তির দ্বিতীয় দিনেও খুড়িয়ে খুড়িয়ে হাঁটছে এই ছবি৷

Etv Bharat
বক্সঅফিসে উড়ল না কঙ্গনার 'তেজস'
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 1:13 PM IST

Updated : Oct 28, 2023, 1:34 PM IST

হায়দরাবাদ, 28 অক্টোবর: মুক্তির পর একের পর এক ফ্লপ ছবির মুখ দেখছেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত ৷ আশা ছিল, তাঁর নতুন ছবি বক্সঅফিসের এই ফ্লপের খরা কাটাতে পারবে ৷ কিন্তু ছবি মুক্তির দ্বিতীয় দিনেও সেই রকম আশা জাগাচ্ছে না 'তেজস' ৷ সরবেশ মেওয়ারা পরিচালিত এই ছবিতে ফাইটার পাইলটের ভূমিকায় দেখা গিয়েছে কঙ্গনাকে ৷ দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি ৷ ইন্ডাষ্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, দ্বিতীয় দিনেও 'তেজস'-এর বক্সঅফিস কালেকশন খুব একটা সুখকর দেখাচ্ছে না ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এর আগে স্যাকনিল্ক জানিয়েছিল, দ্বিতীয় দিনে 'তেজস' ভারতে আয় করতে পারে মোটামুটি 1.50 কোটির মতো ৷ ছবির গল্প যেখানে ভালো এবং ট্রেলার ও টিজার যেভাবে সাড়া ফেলেছিল, তাতে ছবির সাফল্য আশা করা গেলেও ফল মিলিছে উলটোটা ৷ প্রথমদিন এই ছবির ঝুলিতে এসেছে 1.25 কোটি টাকা ৷ সেই দিক থেকে দ্বিতীয় দিনে ডোমেস্টিক ক্ষেত্রে এই ছবির মোট কালেকশন গিয়ে দাঁড়াচ্ছে 2.75 কোটি টাকায় ৷ শুধু তাই নয়, এই সপ্তাহে বিগ বাজেটের কোনও ছবি মুক্তি পায়নি ৷ শুধু মাত্র বিধু বিনোদ চোপড়ার 12th ফেইল ছবি মুক্তি পেয়েছে ৷ ফলে ছবির বাজারে এই ফলাফল বেশ আশাহত করার মতোই ৷

'তেজস'-কে ধরলে কঙ্গনার এটি পাঁচ নম্বর ছবি হতে চলেছে যা বক্সঅফিসে মুখ থুবড়ে পড়তে চলেছে ৷ এর আগে 2019 সালে 'জাজমেন্টাল হ্যায় ক্যায়া', 2020 সালে 'পাঙ্গা', 2021 সালে 'থালাইভি', 2022-এ 'ধক্কড়' বক্সঅফিসে কামাল দেখাতে পারেনি ৷ বক্সঅফিসে কঙ্গনার শেষ ছবি যা হিট করেছিল তা 2019 সালে মুক্তি পাওয়া 'মণিকর্নিকা' ৷ অন্যদিকে, তামিল ছবি চন্দ্রমুখী 2-তেও দেখা গিয়েছে কঙ্গনাকে ৷ হিন্দিতে না হলেও অন্য ভাষায় মোটামুটি ব্যবসা করেছে এই ছবি ৷

আরও পড়ুন: উইকএন্ড কা বার-এ সলমনের তোপের মুখে ভিকি-অভিষেক-অঙ্কিতা, সাপোর্ট পেলেন মান্নারা

এর আগে আরএসভিপি-র প্রযোজনায় মুক্তি পাওয়া 'উরি:দ্য সার্জিক্যাল স্ট্রাইক' মেজর হিট করে বক্সঅফিসে ৷ 2019 সালে ভিকি কৌশল অভিনীত এই ছবির প্রথম দিনের কালেকশন ছিল 8.20 কোটি টাকা ৷ সেই তুলনায় রণি স্ক্রিয়ওয়ালা প্রযোজিত এই ছবি বানাতে খরচ পড়েছে আন্দাজ 40 কোটি টাকার মতো ৷ সেই টাকা বক্সঅফিসে উঠবে কি না, তা সময়ই বলবে ৷

হায়দরাবাদ, 28 অক্টোবর: মুক্তির পর একের পর এক ফ্লপ ছবির মুখ দেখছেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত ৷ আশা ছিল, তাঁর নতুন ছবি বক্সঅফিসের এই ফ্লপের খরা কাটাতে পারবে ৷ কিন্তু ছবি মুক্তির দ্বিতীয় দিনেও সেই রকম আশা জাগাচ্ছে না 'তেজস' ৷ সরবেশ মেওয়ারা পরিচালিত এই ছবিতে ফাইটার পাইলটের ভূমিকায় দেখা গিয়েছে কঙ্গনাকে ৷ দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি ৷ ইন্ডাষ্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, দ্বিতীয় দিনেও 'তেজস'-এর বক্সঅফিস কালেকশন খুব একটা সুখকর দেখাচ্ছে না ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এর আগে স্যাকনিল্ক জানিয়েছিল, দ্বিতীয় দিনে 'তেজস' ভারতে আয় করতে পারে মোটামুটি 1.50 কোটির মতো ৷ ছবির গল্প যেখানে ভালো এবং ট্রেলার ও টিজার যেভাবে সাড়া ফেলেছিল, তাতে ছবির সাফল্য আশা করা গেলেও ফল মিলিছে উলটোটা ৷ প্রথমদিন এই ছবির ঝুলিতে এসেছে 1.25 কোটি টাকা ৷ সেই দিক থেকে দ্বিতীয় দিনে ডোমেস্টিক ক্ষেত্রে এই ছবির মোট কালেকশন গিয়ে দাঁড়াচ্ছে 2.75 কোটি টাকায় ৷ শুধু তাই নয়, এই সপ্তাহে বিগ বাজেটের কোনও ছবি মুক্তি পায়নি ৷ শুধু মাত্র বিধু বিনোদ চোপড়ার 12th ফেইল ছবি মুক্তি পেয়েছে ৷ ফলে ছবির বাজারে এই ফলাফল বেশ আশাহত করার মতোই ৷

'তেজস'-কে ধরলে কঙ্গনার এটি পাঁচ নম্বর ছবি হতে চলেছে যা বক্সঅফিসে মুখ থুবড়ে পড়তে চলেছে ৷ এর আগে 2019 সালে 'জাজমেন্টাল হ্যায় ক্যায়া', 2020 সালে 'পাঙ্গা', 2021 সালে 'থালাইভি', 2022-এ 'ধক্কড়' বক্সঅফিসে কামাল দেখাতে পারেনি ৷ বক্সঅফিসে কঙ্গনার শেষ ছবি যা হিট করেছিল তা 2019 সালে মুক্তি পাওয়া 'মণিকর্নিকা' ৷ অন্যদিকে, তামিল ছবি চন্দ্রমুখী 2-তেও দেখা গিয়েছে কঙ্গনাকে ৷ হিন্দিতে না হলেও অন্য ভাষায় মোটামুটি ব্যবসা করেছে এই ছবি ৷

আরও পড়ুন: উইকএন্ড কা বার-এ সলমনের তোপের মুখে ভিকি-অভিষেক-অঙ্কিতা, সাপোর্ট পেলেন মান্নারা

এর আগে আরএসভিপি-র প্রযোজনায় মুক্তি পাওয়া 'উরি:দ্য সার্জিক্যাল স্ট্রাইক' মেজর হিট করে বক্সঅফিসে ৷ 2019 সালে ভিকি কৌশল অভিনীত এই ছবির প্রথম দিনের কালেকশন ছিল 8.20 কোটি টাকা ৷ সেই তুলনায় রণি স্ক্রিয়ওয়ালা প্রযোজিত এই ছবি বানাতে খরচ পড়েছে আন্দাজ 40 কোটি টাকার মতো ৷ সেই টাকা বক্সঅফিসে উঠবে কি না, তা সময়ই বলবে ৷

Last Updated : Oct 28, 2023, 1:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.