ETV Bharat / entertainment

Sajid Khan: বিগ বস থেকে সাজিদকে বের করুন ! মন্ত্রীকে চিঠি দিল্লি মহিলা কমিশনের প্রধানের - স্বাতী মালিওয়াল

চলচ্চিত্র নির্মাতা সাজিদ খানকে (Sajid Khan) 'বিগ বস' (Bigg Boss) থেকে বহিষ্কারের দাবি জানালেন দিল্লি মহিলা কমিশনের (Delhi Commission for Women) প্রধান স্বাতী মালিওয়াল (Swati Maliwal) ৷ এ নিয়ে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রী (Union Information and Broadcasting Minister) অনুরাগ ঠাকুরকে (Anurag Thakur) চিঠি পাঠালেন তিনি ৷

Swati Maliwal sends letter to Anurag Thakur demanding Sajid Khan Removal From Bigg Boss
Sajid Khan: বিগ বস থেকে সাজিদকে বের করুন ! মন্ত্রীকে চিঠি দিল্লি মহিলা কমিশনের প্রধানের
author img

By

Published : Oct 10, 2022, 5:15 PM IST

নয়াদিল্লি, 10 অক্টোবর: জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো 'বিগ বস' (Bigg Boss)-এর ঘর থেকে চলচ্চিত্র নির্মাতা সাজিদ খানকে (Sajid Khan) বহিষ্কার করার দাবি উঠল ৷ এই দাবি তুলেছেন দিল্লি মহিলা কমিশনের (Delhi Commission for Women) প্রধান স্বাতী মালিওয়াল (Swati Maliwal) ৷ এই মর্মে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রী (Union Information and Broadcasting Minister) অনুরাগ ঠাকুরকে (Anurag Thakur) একটি চিঠিও পাঠিয়েছেন তিনি ৷

স্বাতীর বক্তব্য হল, সাজিদের বিরুদ্ধে একাধিক মহিলা যৌন নিগ্রহ ও হেনস্থার অভিযোগ তুলেছেন ৷ যার জেরে সাম্প্রতিক অতীতে মিটু আন্দোলনেও (MeToo Movement) সাজিদের নাম জড়ায় ৷ এমন একজন ব্যক্তিকে কোনও জনপ্রিয় রিয়্যালিটি শো-এ জায়গা দেওয়া নিয়েই প্রশ্ন তুলেছেন স্বাতী ৷ গত 1 অক্টোবর বিগ বসের 16তম সিজনের প্রথম পর্ব টেলিভিশনে সম্প্রচার করা হয় ৷ অন্য়ান্যবারের মতো এছরও এই অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে হাজির ছিলেন বলিউড স্টার সলমন খান (Salman Khan) ৷

আরও পড়ুন: পরিচালক সাজিদ খান থেকে মিস ইন্ডিয়া মান্য সিং, 'বিগ বস'-এর ঘরে এবার থাকছে অনেক চমক

সোমবার হিন্দিতে একটি টুইট করেন স্বাতী ৷ সেখানে তিনি লেখেন, "মিটু আন্দোলন চলাকালীন 10 জন মহিলা সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন ৷ তাঁদের সকলের অভিযোগ থেকেই সাজিদের জঘন্য মানসিকতার প্রমাণ পাওয়া যায় ৷ আর এখন সেই ব্যক্তিকেই বিগ বসে জায়গা করে দেওয়া হয়েছে ৷ আমি অনুরাগ ঠাকুরকে চিঠি পাঠিয়ে সাজিদকে এই অনুষ্ঠানকে বহিষ্কার করার আবেদন জানিয়েছি ৷"

  • साजिद खान के ख़िलाफ़ 10 महिलाओं ने #MeToo मूव्मेंट के दौरान यौन शोषण के आरोप लगाए थे। ये सभी कम्प्लेंट साजिद की घिनौनी मानसिकता दिखाती है। अब ऐसे आदमी को Bigg Boss में जगह दी गयी है जो कि पूरी तरह ग़लत है। मैंने @ianuragthakur जी को पत्र लिखा है की साजिद खान को इस शो से हटवाएँ! pic.twitter.com/4ao9elyvkk

    — Swati Maliwal (@SwatiJaiHind) October 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, 2018 সালে সাজিদের বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্থার অভিযোগ প্রকাশ্যে আসার পরই এক বছরের জন্য তাঁকে ভারতীয় সিনেমা থেকে বহিষ্কার করা হয় ৷ শাস্তিমূলক এই পদক্ষেপ করে ভারতীয় পরিচালকদের সংগঠন (Indian Film and Television Directors Association) আইএফটিডিএ (IFTDA) ৷ এই সংক্রান্ত নির্দেশিকার ঠিক আগেই 2018 সালের প্রথম দিকে হাউসফুল-4 সিনেমাটি পরিচালনা করার দায়িত্ব থেকেও অব্যাহতি নেন সাজিদ ৷ তাঁর বদলে সেই কাজ সম্পূর্ণ করেন ফারহাদ সামজি ৷

নয়াদিল্লি, 10 অক্টোবর: জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো 'বিগ বস' (Bigg Boss)-এর ঘর থেকে চলচ্চিত্র নির্মাতা সাজিদ খানকে (Sajid Khan) বহিষ্কার করার দাবি উঠল ৷ এই দাবি তুলেছেন দিল্লি মহিলা কমিশনের (Delhi Commission for Women) প্রধান স্বাতী মালিওয়াল (Swati Maliwal) ৷ এই মর্মে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রী (Union Information and Broadcasting Minister) অনুরাগ ঠাকুরকে (Anurag Thakur) একটি চিঠিও পাঠিয়েছেন তিনি ৷

স্বাতীর বক্তব্য হল, সাজিদের বিরুদ্ধে একাধিক মহিলা যৌন নিগ্রহ ও হেনস্থার অভিযোগ তুলেছেন ৷ যার জেরে সাম্প্রতিক অতীতে মিটু আন্দোলনেও (MeToo Movement) সাজিদের নাম জড়ায় ৷ এমন একজন ব্যক্তিকে কোনও জনপ্রিয় রিয়্যালিটি শো-এ জায়গা দেওয়া নিয়েই প্রশ্ন তুলেছেন স্বাতী ৷ গত 1 অক্টোবর বিগ বসের 16তম সিজনের প্রথম পর্ব টেলিভিশনে সম্প্রচার করা হয় ৷ অন্য়ান্যবারের মতো এছরও এই অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে হাজির ছিলেন বলিউড স্টার সলমন খান (Salman Khan) ৷

আরও পড়ুন: পরিচালক সাজিদ খান থেকে মিস ইন্ডিয়া মান্য সিং, 'বিগ বস'-এর ঘরে এবার থাকছে অনেক চমক

সোমবার হিন্দিতে একটি টুইট করেন স্বাতী ৷ সেখানে তিনি লেখেন, "মিটু আন্দোলন চলাকালীন 10 জন মহিলা সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন ৷ তাঁদের সকলের অভিযোগ থেকেই সাজিদের জঘন্য মানসিকতার প্রমাণ পাওয়া যায় ৷ আর এখন সেই ব্যক্তিকেই বিগ বসে জায়গা করে দেওয়া হয়েছে ৷ আমি অনুরাগ ঠাকুরকে চিঠি পাঠিয়ে সাজিদকে এই অনুষ্ঠানকে বহিষ্কার করার আবেদন জানিয়েছি ৷"

  • साजिद खान के ख़िलाफ़ 10 महिलाओं ने #MeToo मूव्मेंट के दौरान यौन शोषण के आरोप लगाए थे। ये सभी कम्प्लेंट साजिद की घिनौनी मानसिकता दिखाती है। अब ऐसे आदमी को Bigg Boss में जगह दी गयी है जो कि पूरी तरह ग़लत है। मैंने @ianuragthakur जी को पत्र लिखा है की साजिद खान को इस शो से हटवाएँ! pic.twitter.com/4ao9elyvkk

    — Swati Maliwal (@SwatiJaiHind) October 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, 2018 সালে সাজিদের বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্থার অভিযোগ প্রকাশ্যে আসার পরই এক বছরের জন্য তাঁকে ভারতীয় সিনেমা থেকে বহিষ্কার করা হয় ৷ শাস্তিমূলক এই পদক্ষেপ করে ভারতীয় পরিচালকদের সংগঠন (Indian Film and Television Directors Association) আইএফটিডিএ (IFTDA) ৷ এই সংক্রান্ত নির্দেশিকার ঠিক আগেই 2018 সালের প্রথম দিকে হাউসফুল-4 সিনেমাটি পরিচালনা করার দায়িত্ব থেকেও অব্যাহতি নেন সাজিদ ৷ তাঁর বদলে সেই কাজ সম্পূর্ণ করেন ফারহাদ সামজি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.