ETV Bharat / entertainment

Swastika on Gender Bias: লিঙ্গ বৈষম্যের শিকার বলেই মেয়েদের দ্বিগুণ খাটতে হয়, দাবি স্বস্তিকার - swastika

মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয় শুধুমাত্র লিঙ্গ বৈষম্যের জেরে ৷ স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনিত নতুন ওয়েব সিরিজ 'নিখোঁজ' নিয়ে বলতে গিয়ে লিঙ্গ বৈষম্য নিয়ে সরব হলেন অভিনেত্রী ।

Swastika on Gender Bias
বৈষম্যের জেরে মেয়েদের বেশি পরিশ্রম করতে হয়
author img

By

Published : Aug 11, 2023, 1:59 PM IST

কলকাতা, 11 অগস্ট: মুক্তি পেল স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ 'নিখোঁজ' ৷ এই সিরিজে একজন সিঙ্গেল মাদার-এর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছ তাঁকে ৷ সেই চরিত্র সম্পর্কে বলতে গিয়েই স্বস্তিকা সরব হলেন লিঙ্গ বৈষম্য নিয়ে। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "মেয়ের 200 শতাংশ বেশি পরিশ্রম করতে হয় শুধুমাত্র লিঙ্গ বৈষম্যের কারণে ৷" শুধু তাই নয় তাঁর কথায়, "একটা অদ্ভুত ধরনের লিঙ্গ বৈষম্য এই সমাজে বর্তমান ৷ এটা ধরেই নেওয়া হয় যেহেতু মেয়েদের ঘর সংসার এবং ছেলেপুলে সামলাতে হবে তাই তাঁরা কোনও কাজ সঠিকভাবে করতে পারবে না ৷ নিখোঁজ ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলে ৷"

তাঁর চরিত্রটির নাম বৃন্দা বসুর ৷ তিনি ডেপুটি কমিশনার অফ কলকাতা পুলিশ । বৃন্দার মেয়ে দিতি একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায় ৷ সেই মেয়েকে কি খুঁজে বের করতে পারবেন বৃন্দা সেটাই বলবে এই ওয়েব সিরিজ ৷ স্বস্তিকা এখানে যে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে । যেখানে, একইসঙ্গে বাইরে কাজও করেন আবার পরিবারও সামলান ৷ এমন মেয়ের সংখ্যা কিন্তু সমাজে কম নয় ৷ এবার তাঁদের নিয়েই সরব স্বস্তিকা ৷ জানালেন এক অদ্ভুত ধরনের লিঙ্গবৈষম্য এক্ষেত্রে কাজ করে ৷

সম্প্রতি 'শিবপুর' ছবিতে তাঁকে দেখা গিয়েছিল একজন মহিলা মাফিয়ার চরিত্রে ৷ এবার তিনি অভিনয় করছেন তদন্তকারী অফিসারের ভূমিকায় ৷ দু'টি চরিত্র নিয়ে বলতে গিয়ে তিনি আরও বলেন,"এই দু'টি চরিত্রের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মিল রয়েছে ৷ দু'টি চরিত্রই যে কর্মক্ষেত্রে লড়াই করে সেখানে সাধারণত পুরুষের আধিপত্য দেখা যায় ৷"

আরও পড়ুন: 'পুরানো সেই দিনের কথা...', বাবার জন্মদিনে স্মৃতিমেদুর আথিয়া

বলিউড টলিউড মিলিয়ে এখন বেশ পরিচিত নাম স্বস্তিকা ৷ তাঁর ঝুলিতে রয়েছে 'কলা', 'ক্রিমিনাল জাস্টিস'-এর মতো কাজ ৷ আগামীতেও তাঁকে মুম্বইয়ের একটি বলিউডি প্রজেক্টে দেখা যাবে ৷ ছবির নাম 'লাভ অল' ৷ আগামী 25 অগস্ট মুক্তি পাবে কে কে মেনন এবং স্বস্তিকা জুটির এই ছবি ৷ পাশাপাশি বাংলায় পরিচালক অরিন্দম ভট্টাচার্যের 'দূর্গাপুর জংশন'-এও কাজ করবেন নায়িকা ৷

কলকাতা, 11 অগস্ট: মুক্তি পেল স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ 'নিখোঁজ' ৷ এই সিরিজে একজন সিঙ্গেল মাদার-এর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছ তাঁকে ৷ সেই চরিত্র সম্পর্কে বলতে গিয়েই স্বস্তিকা সরব হলেন লিঙ্গ বৈষম্য নিয়ে। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "মেয়ের 200 শতাংশ বেশি পরিশ্রম করতে হয় শুধুমাত্র লিঙ্গ বৈষম্যের কারণে ৷" শুধু তাই নয় তাঁর কথায়, "একটা অদ্ভুত ধরনের লিঙ্গ বৈষম্য এই সমাজে বর্তমান ৷ এটা ধরেই নেওয়া হয় যেহেতু মেয়েদের ঘর সংসার এবং ছেলেপুলে সামলাতে হবে তাই তাঁরা কোনও কাজ সঠিকভাবে করতে পারবে না ৷ নিখোঁজ ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলে ৷"

তাঁর চরিত্রটির নাম বৃন্দা বসুর ৷ তিনি ডেপুটি কমিশনার অফ কলকাতা পুলিশ । বৃন্দার মেয়ে দিতি একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায় ৷ সেই মেয়েকে কি খুঁজে বের করতে পারবেন বৃন্দা সেটাই বলবে এই ওয়েব সিরিজ ৷ স্বস্তিকা এখানে যে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে । যেখানে, একইসঙ্গে বাইরে কাজও করেন আবার পরিবারও সামলান ৷ এমন মেয়ের সংখ্যা কিন্তু সমাজে কম নয় ৷ এবার তাঁদের নিয়েই সরব স্বস্তিকা ৷ জানালেন এক অদ্ভুত ধরনের লিঙ্গবৈষম্য এক্ষেত্রে কাজ করে ৷

সম্প্রতি 'শিবপুর' ছবিতে তাঁকে দেখা গিয়েছিল একজন মহিলা মাফিয়ার চরিত্রে ৷ এবার তিনি অভিনয় করছেন তদন্তকারী অফিসারের ভূমিকায় ৷ দু'টি চরিত্র নিয়ে বলতে গিয়ে তিনি আরও বলেন,"এই দু'টি চরিত্রের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মিল রয়েছে ৷ দু'টি চরিত্রই যে কর্মক্ষেত্রে লড়াই করে সেখানে সাধারণত পুরুষের আধিপত্য দেখা যায় ৷"

আরও পড়ুন: 'পুরানো সেই দিনের কথা...', বাবার জন্মদিনে স্মৃতিমেদুর আথিয়া

বলিউড টলিউড মিলিয়ে এখন বেশ পরিচিত নাম স্বস্তিকা ৷ তাঁর ঝুলিতে রয়েছে 'কলা', 'ক্রিমিনাল জাস্টিস'-এর মতো কাজ ৷ আগামীতেও তাঁকে মুম্বইয়ের একটি বলিউডি প্রজেক্টে দেখা যাবে ৷ ছবির নাম 'লাভ অল' ৷ আগামী 25 অগস্ট মুক্তি পাবে কে কে মেনন এবং স্বস্তিকা জুটির এই ছবি ৷ পাশাপাশি বাংলায় পরিচালক অরিন্দম ভট্টাচার্যের 'দূর্গাপুর জংশন'-এও কাজ করবেন নায়িকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.