হায়দরাবাদ, 31 অগস্ট: দেশজুড়ে যখন মৈত্রীর বন্ধন রাখি উৎসব পালিত হচ্ছে, সেই সময় ভাই-বোনের মিষ্টি সম্পর্ক নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ আগামী সপ্তাহে অভিনেত্রীর একটি অপারেশন রয়েছে ৷ বৃহস্পতিবার ওনার রক্তপরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টার থেকে এসেছিলেন অভিনেত্রীর পরিবারের পূর্ব পরিচিত ফাল্গুনী’দা ৷ রক্তের সম্পর্ক না-হলেও সেই ব্যক্তি কতটা জুড়ে রয়েছেন তাঁদের পরিবারের সঙ্গে, তাঁদের জীবনের সঙ্গে, শেয়ার করেছেন অভিনেত্রী ৷
বুধবার ও বৃহস্পতিবার পালিত হয়েছে রাখি উৎসব ৷ ভাই-বোনের অটুট সম্পর্ক যেন আরও দৃঢ় হয় নানা রঙের বন্ধনে ৷ এই দিনে ফাল্গুনী’দার কথা অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন স্বস্তিকা ৷ তিনি পোস্টে লিখেছেন, "ফাল্গুনী’দা, ওনার পুরো নামটা জানি না । কোনওদিন জিজ্ঞেস করার কথাও মনে আসেনি । বাবা সব সময়, ‘ওহে ফাল্গুনী’, বলে ডাকত ৷ মা আর আমরা দুই বোন নামের সঙ্গে 'দা' । রক্ত পরীক্ষা করতে হলেই ওনার ডাক পরে । এক ডায়াগনস্টিক' সেন্টারে কাজ করেন উনি, সারাজীবন এই সাদা পোশাক পরে আসেন, মুখে স্মিত হাসি, এসেই বলেন এক ফোঁটাও ব্যথা লাগবে না । সত্যি তাই ।"
অভিনেত্রী লেখেন, "আমার সামনের সপ্তাহে একটা অপারেশন হবে, তাই আজকে রক্ত নেওয়ার জন্য এসেছিলেন বাড়িতে। ঢুকেই বললেন, আগে হাতটা দাও তো দিদিমনি ৷ আমি বললাম তুমি যে কীসব বাঁধো রক্ত নেওয়ার আগে ৷ ওটা বাঁধবে না ? বললেন, আগে রাখিটা পরাই, এমন দিনে তোমার কাছে এলাম, তুমি একা একা থাক, সামনে একটা পরীক্ষা, কত সাহস তোমার, বাবা আছেন কিন্তু, সব ভালো হবে । তুমি হাসপাতাল থেকে ফিরলে জানিয়ো আমি এসে দেখে যাব ।"
আরও পড়ুন: 15 সেপ্টেম্বর ওটিটি-তে আসছে 'দত্তা', প্রথম ছবির সাফল্যে খুশি পরিচালক নির্মল চক্রবর্তী
অভিনেত্রী লেখেন, "রক্ত পরীক্ষার জন্য রক্ত নিতে আসা একজন মানুষের সঙ্গে কেমন রক্তের সম্পর্ক হয়ে যায় আমাদের । কত স্নেহ, মায়া, ভালোবাসা মিশে থাকে সেখানে। কোনওদিন বলি না, আজকে বললাম, দাঁড়াও, তোমার সঙ্গে একটা ছবি তুলি।"