ETV Bharat / entertainment

Gayatri Joshi Car Accident: বিদেশে গাড়ি দুর্ঘটনার কবলে শাহরুখের নায়িকা, অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী - গাড়ি দুর্ঘটনার শিকার শাহরুখের স্বদেশ ছবির নায়িকা

ইতালির সারদিনিয়ায় সুপারকার প্যারেডে অংশ নিতে গিয়ে গাড়ি দুর্ঘটনার শিকার শাহরুখ খানের 'স্বদেশ' ছবির নায়িকা ৷ অভিনেত্রী গায়েত্রী যোশি অবশ্য় এখন সুস্থই রয়েছেন ৷

Gayatri Joshi Car Accident
গাড়ি দুর্ঘটনার শিকার শাহরুখের নায়িকা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 12:34 PM IST

হায়দরাবাদ, 4 অক্টোবর: ইতালিতে গাড়ি দুর্ঘটনার শিকার শাহরুখ খানের 'স্বদেশ' ছবির অভিনেত্রী গায়ত্রী যোশি ৷ খবর অনুযায়ী, এই ভয়ংকর দুর্ঘটনায় মৃত্য়ুও হয়েছে এক দম্পতির ৷ তবে অভিনত্রীর স্বামী বিবেক ওবেরয় জানিয়েছেন, গায়ত্রী এবং তিনি দু'জনেই সুস্থ রয়েছেন ৷ তাঁদের তেমন কোনও চোট লাগেনি ৷

বিভিন্ন সংবাদবাদমাধ্যমের রিপোর্ট বলছে, দুর্ঘটনাটি ঘটেছে ইতালির সারদিনিয়ায় ৷ বৃদ্ধ ওই দম্পতি যাচ্ছিলেন একটি বিলাসবহুল ফেরারি গাড়িতে ৷ অন্যদিকে গায়ত্রীরা ছিলেন একটি ল্যাম্বরগিনিতে ৷ একটি ক্যাম্পার ভ্যানকে অতিক্রম করতে গিয়ে ফেরারি গাড়িটি গিয়ে সোজা ধাক্কা মারে ভ্যানটিকে ৷ যার জেরে ভ্যানটি উলটে যায় আর অন্যদিকে ফেরারিটিও দিগভ্রষ্ট হয়ে ঢুকে পড়ে রাস্তার পাশের জঙ্গলে ৷ এর ঠিক পরেই আগুন লেগে যায় গাড়িটিতে ৷ কোনওভাবে বেঁচে যায় অভিনেত্রীর ল্যাম্বারগিনি গাড়িটি ৷

সারদিনিয়ায় একটি সুপারকার প্য়ারেড চলকালীন এই দুর্ঘটনাটি ঘটে ৷ এই প্যারেডটি হওয়ার কথা ছিল টেউলেডা থেকে ওলবিয়া পর্যন্ত ৷ কিন্তু মাঝপথেই দুর্ঘটনার শিকার হন ওই বৃদ্ধ দম্পতি ৷ দুর্ঘটনার একটি ভিডিয়োও সামনে এসেছে ৷ সোশাল মিডিয়ায় ভিডিয়োটি শেয়ার করেছেন অন্য় একজন যাত্রী ৷

আরও পড়ুন: 'কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে...', জন্মদিনে ফিরে দেখা গীতশ্রীর কিছু কালজয়ী গান

প্রসঙ্গত, গায়ত্রী যোশি খ্যাতির শীর্ষে উঠে আসেন 2000 সালে ৷ তিনি জিতে নিয়েছিলেন 'ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশানাল' খেতাব ৷ এরপর 2004 সালে 'স্বদেশ' ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখেন তিনি ৷ ছবিতে শাহরুখের বিপরীতে গীতার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ৷ তাঁর এই অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছিল সমালোচকদের কাছেও ৷ এমনকী বেশ কয়েকটি পুরস্কারও তিনি পেয়েছিলেন এই ছবির জন্য ৷ কিন্তু এই একটি ছবির পরেই অভিনয় জগত থেকে সরে দাঁড়ান তিনি ৷ 2005 সালে ব্যবসায়ী বিবেক ওবেরয়ের সঙ্গে বিয়ে হয় তাঁর ৷

হায়দরাবাদ, 4 অক্টোবর: ইতালিতে গাড়ি দুর্ঘটনার শিকার শাহরুখ খানের 'স্বদেশ' ছবির অভিনেত্রী গায়ত্রী যোশি ৷ খবর অনুযায়ী, এই ভয়ংকর দুর্ঘটনায় মৃত্য়ুও হয়েছে এক দম্পতির ৷ তবে অভিনত্রীর স্বামী বিবেক ওবেরয় জানিয়েছেন, গায়ত্রী এবং তিনি দু'জনেই সুস্থ রয়েছেন ৷ তাঁদের তেমন কোনও চোট লাগেনি ৷

বিভিন্ন সংবাদবাদমাধ্যমের রিপোর্ট বলছে, দুর্ঘটনাটি ঘটেছে ইতালির সারদিনিয়ায় ৷ বৃদ্ধ ওই দম্পতি যাচ্ছিলেন একটি বিলাসবহুল ফেরারি গাড়িতে ৷ অন্যদিকে গায়ত্রীরা ছিলেন একটি ল্যাম্বরগিনিতে ৷ একটি ক্যাম্পার ভ্যানকে অতিক্রম করতে গিয়ে ফেরারি গাড়িটি গিয়ে সোজা ধাক্কা মারে ভ্যানটিকে ৷ যার জেরে ভ্যানটি উলটে যায় আর অন্যদিকে ফেরারিটিও দিগভ্রষ্ট হয়ে ঢুকে পড়ে রাস্তার পাশের জঙ্গলে ৷ এর ঠিক পরেই আগুন লেগে যায় গাড়িটিতে ৷ কোনওভাবে বেঁচে যায় অভিনেত্রীর ল্যাম্বারগিনি গাড়িটি ৷

সারদিনিয়ায় একটি সুপারকার প্য়ারেড চলকালীন এই দুর্ঘটনাটি ঘটে ৷ এই প্যারেডটি হওয়ার কথা ছিল টেউলেডা থেকে ওলবিয়া পর্যন্ত ৷ কিন্তু মাঝপথেই দুর্ঘটনার শিকার হন ওই বৃদ্ধ দম্পতি ৷ দুর্ঘটনার একটি ভিডিয়োও সামনে এসেছে ৷ সোশাল মিডিয়ায় ভিডিয়োটি শেয়ার করেছেন অন্য় একজন যাত্রী ৷

আরও পড়ুন: 'কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে...', জন্মদিনে ফিরে দেখা গীতশ্রীর কিছু কালজয়ী গান

প্রসঙ্গত, গায়ত্রী যোশি খ্যাতির শীর্ষে উঠে আসেন 2000 সালে ৷ তিনি জিতে নিয়েছিলেন 'ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশানাল' খেতাব ৷ এরপর 2004 সালে 'স্বদেশ' ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখেন তিনি ৷ ছবিতে শাহরুখের বিপরীতে গীতার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ৷ তাঁর এই অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছিল সমালোচকদের কাছেও ৷ এমনকী বেশ কয়েকটি পুরস্কারও তিনি পেয়েছিলেন এই ছবির জন্য ৷ কিন্তু এই একটি ছবির পরেই অভিনয় জগত থেকে সরে দাঁড়ান তিনি ৷ 2005 সালে ব্যবসায়ী বিবেক ওবেরয়ের সঙ্গে বিয়ে হয় তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.