হায়দরাবাদ, 4 সেপ্টেম্বর: মা হওয়া মুখের কথা নয় ৷ মাত্র 24 বছর বয়সে অনেক ঝড়-ঝাপটা, বাধা-বিপত্তি পেরিয়ে মাতৃত্বের সেই স্বাদ পেয়েছিলেন মিস ইউনিভার্স সুস্মিতা সেন ৷ ঘরে আনেন প্রথম সন্তান রেনেকে ৷ দেখতে দেখতে কেটে গিয়েছে 24টা বছর ৷ রেনে সেনের আজ জন্মদিন ৷ মেয়ের জন্মদিনে আবেগঘন মা সুস্মিতা ৷ সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট করে 24 বছর আগের অনুভূতি শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে ৷
তিনি লেখেন, "শুভ জন্মদিন আমার প্রথম ভালোবাসা ৷ আজ আমার সন্তান সেই বয়সে পৌঁছেছে, যেই বয়সে আমি ওকে কাছে পেয়েছিলাম ৷ আমি যখন ওর দিকে তাকাই সত্যি অবাক হয়ে যাই ৷ আমার গর্ব হয় তাঁকে নিয়ে ৷ আমি এই একটা কথা এখনও শুনতে পাই, তুমি আমার ডেস্টিনি ৷" তিনি আরও বলেন, "আমরা তোমাকে ভালোবাসি সোনা ৷ তুমি সবসময় খুশিতে থাকো ৷ দুগ্গা-দুগ্গা ৷"
মায়ের এই পোস্টের উত্তর দিয়েছেন রেনে সেনও ৷ তিনি সামাজিক মাধ্যমে লেখেন, সময় যত এগিয়েছে, আমি বুঝতে পেরেছি, জীবনে কত কিছুর জন্য আমি কৃতজ্ঞ ৷ আজ আমি 24 বছর বয়সে পা রাখলাম ৷ আমি আরও সাহস চাই, দয়াবান হতে চাই ৷ এই জীবন ভগবানের দেওয়া সেরা উপহার ৷ আর আমার আশেপাশে যাঁরা আমাকে ভালোবাসেন, আর্শীবাদ করেন, আমাকে শেখান, তাঁদের সকলকে ধন্যবাদ ৷
আরও পড়ুন: বাবার জন্মদিনে স্মৃতির অ্যালবামে ডুব দিলেন ঋষি কন্যা ঋদ্ধিমা
তিনি মা সুস্মিতার সঙ্গে ছোটবেলার একটি ছবি শেয়ার করে আরও বলেন, "এই ছবিতে আমার মা যে বয়সের, আমি এখন সেই বয়সে পৌঁছেছি ৷ জীবন পরিপূর্ণ ৷ তোমার মেয়ে হওয়াটা ভগবানের আশীর্বাদ ৷ নিজেকে উদযাপন করুন প্রতিদিন ৷" 2000 সালে অভিনেত্রী সুস্মিতা সিঙ্গল মাদার হিসাবে রেনে-কে অ্যাডপ্ট করেন ৷ এর 10 বছর পর অর্থাৎ 2010 সালে তিনি দ্বিতীয় কন্যা সন্তান আলিশাকে দত্তক নেন ৷