ETV Bharat / entertainment

SSR Pet Fudge Dies: চোখে জল ভক্তদের, চলে গেল সুশান্তের প্রিয় পোষ্য ফাজও - SSR Pet Fudge Dies

অকালেই ভক্তদের কাঁদিয়ে চলে গিয়েছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত । এবার মৃত্যু হল তাঁর প্রিয় কুকুর ফাজেরও । আজ সকালে এই খবর জানিয়েছেন অভিনেতার বোন (Sushant Singh Rajput pet death )।

SSR Pet Fudge Dies
চোখে জল ভক্তদের, মৃত্যু হল সুশান্তের প্রিয় পোষ্য় ফাজেরও
author img

By

Published : Jan 17, 2023, 5:45 PM IST

Updated : Jan 17, 2023, 6:52 PM IST

মুম্বই, 17 জানুয়ারি: অকালেই সিনে অনুরাগীদের কাঁদিয়ে বিদায় নিয়েছেন পর্দার মহেন্দ্র সিং ধোনি সুশান্ত রাজপুত ৷ অভিনেতার মৃত্যুর আড়াই বছর পর চলে গেল তাঁর প্রিয় পোষ্য ফাজ ৷ মঙ্গলবার ভোররাতে মৃত্যু হয় সুশান্তের পোষ্য সারমেয়টির ৷ সুশান্তের বোন প্রিয়াঙ্কা টুইটারে প্রয়াত অভিনেতার সঙ্গে তাঁর প্রিয় ফাজের বেশ কিছু ছবি শেয়ার করে এই খবরটি দিয়েছেন । ফের একবার শোকাহত ফ্যানেরা, কারণ তাঁদের মনে পড়ে গেল তাঁদের প্রিয় অভিনেতার কথা (Sushant Singh Rajput pet death)।

এইদিন টুইটে প্রিয়াঙ্কা লিখেছেন, "দীর্ঘদিন কাটল ফাজ! তুমিও এবার তোমার বন্ধুর সঙ্গে স্বর্গীয় সাম্রাজ্যের অংশ হলে । দ্রুত আসছি । ততদিনের জন্য শুধু বুকভাঙা যন্ত্রণা ।" সুশান্তের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তাঁর অনুরাগীরা । কেউ লিখছেন, "চিরশান্তিতে ঘুমাও ফাজ । আমাদের জন্য সত্যিই এটা যন্ত্রণার খবর । তবে ও তো সুশান্তের সত্যিকারের বন্ধু ছিল । তাই ও আবার ওঁর কাছেই ফিরে গিয়েছে।" কেউ বা আবার লিখেছেন, "ভীষণই যন্ত্রণার খবর । প্রার্থনা করি ওঁরা দু'জনেই সেই অজানা রাজ্যে চিরকাল একসঙ্গে থাকবে (Sushant Singh Rajput pet Fudge dies )।"

  • So long Fudge! You joined your friend’s Heavenly territory… will follow soon! Till then… so heart broken 💔 pic.twitter.com/gtwqLoELYV

    — Priyanka Singh (@withoutthemind) January 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফ্যানেদের কারও কারও মতে, এসএসআরেরই জীবনের আরেকটি অংশ ছিল ফাজ। আর সেও আজ সকলকে ছেড়ে চলে গেল । সুশান্তের জন্মদিন 21 জানুয়ারি । আর কয়েকদিন বাদেই এই দিনে তাঁর কাজের মাঝে তাঁকে ফিরে পাওয়ার চেষ্টা করবেন তাঁর ফ্যানেরা । তবে তার ঠিক আগেই চলে গেল সুশান্তের আরেক প্রিয় সঙ্গী । যা সত্যিই ফ্যানেদের জন্য় যন্ত্রণার কারণ হয়ে উঠেছে ।

আরও পড়ুন: দেননি 22 হাজার টাকা কর, নোটিশ পেলেন ঐশ্বর্য

2020 সালের 14 জুন এসএসআরকে তাঁর বান্দ্রার ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 34 বছর । বলা হয়, আত্মঘাতী হয়েছিলেন সুশান্ত ৷ বিপুল চর্চা শুরু হয় সংবাদমাধ্য়মে । আড়াই বছর পেরিয়ে গেলেও সুশান্তের অনুরাগীদের বিশ্বাস, আত্মঘাতী হননি অভিনেতা, বরং বৃহত্তর ষড়যন্ত্রের শিকার তিনি (Sushant Singh Rajput death case )।

মুম্বই, 17 জানুয়ারি: অকালেই সিনে অনুরাগীদের কাঁদিয়ে বিদায় নিয়েছেন পর্দার মহেন্দ্র সিং ধোনি সুশান্ত রাজপুত ৷ অভিনেতার মৃত্যুর আড়াই বছর পর চলে গেল তাঁর প্রিয় পোষ্য ফাজ ৷ মঙ্গলবার ভোররাতে মৃত্যু হয় সুশান্তের পোষ্য সারমেয়টির ৷ সুশান্তের বোন প্রিয়াঙ্কা টুইটারে প্রয়াত অভিনেতার সঙ্গে তাঁর প্রিয় ফাজের বেশ কিছু ছবি শেয়ার করে এই খবরটি দিয়েছেন । ফের একবার শোকাহত ফ্যানেরা, কারণ তাঁদের মনে পড়ে গেল তাঁদের প্রিয় অভিনেতার কথা (Sushant Singh Rajput pet death)।

এইদিন টুইটে প্রিয়াঙ্কা লিখেছেন, "দীর্ঘদিন কাটল ফাজ! তুমিও এবার তোমার বন্ধুর সঙ্গে স্বর্গীয় সাম্রাজ্যের অংশ হলে । দ্রুত আসছি । ততদিনের জন্য শুধু বুকভাঙা যন্ত্রণা ।" সুশান্তের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তাঁর অনুরাগীরা । কেউ লিখছেন, "চিরশান্তিতে ঘুমাও ফাজ । আমাদের জন্য সত্যিই এটা যন্ত্রণার খবর । তবে ও তো সুশান্তের সত্যিকারের বন্ধু ছিল । তাই ও আবার ওঁর কাছেই ফিরে গিয়েছে।" কেউ বা আবার লিখেছেন, "ভীষণই যন্ত্রণার খবর । প্রার্থনা করি ওঁরা দু'জনেই সেই অজানা রাজ্যে চিরকাল একসঙ্গে থাকবে (Sushant Singh Rajput pet Fudge dies )।"

  • So long Fudge! You joined your friend’s Heavenly territory… will follow soon! Till then… so heart broken 💔 pic.twitter.com/gtwqLoELYV

    — Priyanka Singh (@withoutthemind) January 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফ্যানেদের কারও কারও মতে, এসএসআরেরই জীবনের আরেকটি অংশ ছিল ফাজ। আর সেও আজ সকলকে ছেড়ে চলে গেল । সুশান্তের জন্মদিন 21 জানুয়ারি । আর কয়েকদিন বাদেই এই দিনে তাঁর কাজের মাঝে তাঁকে ফিরে পাওয়ার চেষ্টা করবেন তাঁর ফ্যানেরা । তবে তার ঠিক আগেই চলে গেল সুশান্তের আরেক প্রিয় সঙ্গী । যা সত্যিই ফ্যানেদের জন্য় যন্ত্রণার কারণ হয়ে উঠেছে ।

আরও পড়ুন: দেননি 22 হাজার টাকা কর, নোটিশ পেলেন ঐশ্বর্য

2020 সালের 14 জুন এসএসআরকে তাঁর বান্দ্রার ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 34 বছর । বলা হয়, আত্মঘাতী হয়েছিলেন সুশান্ত ৷ বিপুল চর্চা শুরু হয় সংবাদমাধ্য়মে । আড়াই বছর পেরিয়ে গেলেও সুশান্তের অনুরাগীদের বিশ্বাস, আত্মঘাতী হননি অভিনেতা, বরং বৃহত্তর ষড়যন্ত্রের শিকার তিনি (Sushant Singh Rajput death case )।

Last Updated : Jan 17, 2023, 6:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.