ETV Bharat / entertainment

Sunny on Shah Rukh: 'শাহরুখের সঙ্গে ঝগড়া ছেলেমানুষি ছাড়া আর কিছু নয়', সাক্ষাৎকারে অকপট সানি - গদর

নতুন করে বন্ধুত্ব তৈরি হয়েছে সানি দেওল ও শাহরুখ খানের ৷ 16 বছরের তিক্ততা কাটিয়ে এই দুই বলি তারকা আবার এসেছেন কাছাকাছি ৷ 'ডর' ছবির শুটিং চলাকালীন শাহরুখের সঙ্গে ঝামেলাকে 'ছেলেমানুষি' বলে ব্যাখ্যা করলেন সানি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 4:23 PM IST

হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: সম্পর্কের শীতলতা কমেছে বয়স ও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ৷ 16 বছরের দূরত্ব তৈরি করার পর আজ তাঁরা একে অপরের সাফল্যে শুভেচ্ছা জানাচ্ছেন ৷ সানি দেওল ও শাহরুখ খান ৷ 1993 সালের পর থেকে এই দুই বলি তারকাকে দেখা যায়নি একসঙ্গে ৷ সম্প্রতি বদলেছে সেই ছবিটা ৷ এক সাক্ষাৎকারে সম্পর্কের সেই তিক্ততাকে এত বছর পর 'ছেলেমানুষি' বলে ব্যাখ্যা করলেন 'গদর' অভিনেতা ৷

'গদর 2' সাফল্যের পর এক টক শোয়ে উপস্থিত হয়েছিলেন সানি ৷ সেখানেই উঠে আসে তাঁর ও কিং খানের অতীত সম্পর্ক প্রসঙ্গ ৷ তিনি খোলাখুলি কথা বলেছেন তাঁর ও শাহরুখের মতবিরোধ নিয়ে ৷ তিনি জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা বুঝেছেন সেই সময় কী ছেলেমানুষি করেছেন তাঁরা ৷ এখন সম্পর্কের সমীকরণ বদলেছে ৷ বর্তমানে তাঁরা বিভিন্ন অনুষ্ঠানে একে অপরের সঙ্গে দেখা করেন ৷ এমনকী, ফোনেও বন্ধুত্বপূর্ণ কথাবার্তা হয়ে থাকে ৷

তিনি বলেন, "একটা সময় আসে যখন আপনি ভুলে যান অতীতে কী হয়েছিল ৷ আপনার বোঝার ক্ষমতা হয়, কী করা উচিত আর কী করা উচিত নয় ৷ এই ধরনের ছেলেমানুষি সেই সময় করা উচিত হয়নি ৷ এখন অবশ্যই শাহরুখের সঙ্গে বিভিন্ন সময়ে সাক্ষাৎ হয় ৷ আমরা ছবি নিয়ে কথা বলি ৷ ও নিজের পরিবারের সঙ্গে আমার ছবি দেখেছে ৷ এমনকী, ছবি দেখার পর ফোনও করেছিলেন ৷"

যশ চোপড়া পরিচালিত 'ডর' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল সানি দেওল ও শাহরুখ খানকে ৷ বাদশাকে এই ছবিতে দেখা গিয়েছিল নেগেটিভ চরিত্রে ৷ আর সানির চরিত্র ছিল একজন নেভি অফিসারের ৷ সানির মনে হয়েছিল, শাহরুখের রাহুল মেহরার চরিত্র অনেক বেশি শক্তিশালী ৷ সেই তুলনায় সানির চরিত্র অনেকটা দুর্বল ধরনের ৷ এই নিয়েই ছিল সমস্যার সূত্রপাত ৷ এই বিষয়ে যশ চোপড়ার সঙ্গে বচসাতেও জড়িয়ে পরেন সানি ৷ তিনি বোঝানোর চেষ্টা করেন, ছবিতে একজন নেভি অফিসার হিসাবে খলনায়কের বিপরীতে দাঁড়ানোর জন্য তাঁকেও সমান শক্তিশালী দেখানো উচিত ৷ কিন্তু চিত্রনাট্যে কোনও বদল আনা হয়নি ৷ সেই হতাশা, দুঃখ ও রাগে চোখে জল এসে গিয়েছিল সানির ৷ 'গদর' অভিনেতা জানান সাক্ষাৎকারে ৷

'ডর' ছবির মুক্তির পর শাহরুখ খান সানি দেওল 16 বছর একে অপরের সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি ৷ দুই অভিনেতা, তাঁদের মতো করে নিজের ফ্যান ফলোয়ার বাড়িয়েছেন ৷ প্রেক্ষাপট বদলে যায়, যখন কিং খান, সানিকে গদর 2 সাফল্যের জন্য শুভেচ্ছা জানান ৷ এই ঘটনার পর সানিও শাহরুখ-সহ তাঁর স্ত্রী গৌরি খান ও ছেলে আরিয়ানের সঙ্গে কথা বলেন বলে জানান তিনি ৷

আরও পড়ুন: 300 কোটির ক্লাবে 'জওয়ান'! নেটপাড়ায় ছবির স্পয়লার নয়, অনুরোধ বাদশার

অন্যদিকে, হ্যাশট্যাগ আস্ক এসআরকে সেশনে-ও এক অনুরাগীকে শাহরুখকে প্রশ্ন করেছিলেন 'গদর 2' দেখেছেন কি না? জবাবে তিনি বলেন, " হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে ৷" এছাড়াও 'গদর 2'-এর সাকসেস পার্টিতে শাহরুখকে দেখা গিয়েছে সানির আমন্ত্রণে সাড়া দিতে ৷

হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: সম্পর্কের শীতলতা কমেছে বয়স ও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ৷ 16 বছরের দূরত্ব তৈরি করার পর আজ তাঁরা একে অপরের সাফল্যে শুভেচ্ছা জানাচ্ছেন ৷ সানি দেওল ও শাহরুখ খান ৷ 1993 সালের পর থেকে এই দুই বলি তারকাকে দেখা যায়নি একসঙ্গে ৷ সম্প্রতি বদলেছে সেই ছবিটা ৷ এক সাক্ষাৎকারে সম্পর্কের সেই তিক্ততাকে এত বছর পর 'ছেলেমানুষি' বলে ব্যাখ্যা করলেন 'গদর' অভিনেতা ৷

'গদর 2' সাফল্যের পর এক টক শোয়ে উপস্থিত হয়েছিলেন সানি ৷ সেখানেই উঠে আসে তাঁর ও কিং খানের অতীত সম্পর্ক প্রসঙ্গ ৷ তিনি খোলাখুলি কথা বলেছেন তাঁর ও শাহরুখের মতবিরোধ নিয়ে ৷ তিনি জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা বুঝেছেন সেই সময় কী ছেলেমানুষি করেছেন তাঁরা ৷ এখন সম্পর্কের সমীকরণ বদলেছে ৷ বর্তমানে তাঁরা বিভিন্ন অনুষ্ঠানে একে অপরের সঙ্গে দেখা করেন ৷ এমনকী, ফোনেও বন্ধুত্বপূর্ণ কথাবার্তা হয়ে থাকে ৷

তিনি বলেন, "একটা সময় আসে যখন আপনি ভুলে যান অতীতে কী হয়েছিল ৷ আপনার বোঝার ক্ষমতা হয়, কী করা উচিত আর কী করা উচিত নয় ৷ এই ধরনের ছেলেমানুষি সেই সময় করা উচিত হয়নি ৷ এখন অবশ্যই শাহরুখের সঙ্গে বিভিন্ন সময়ে সাক্ষাৎ হয় ৷ আমরা ছবি নিয়ে কথা বলি ৷ ও নিজের পরিবারের সঙ্গে আমার ছবি দেখেছে ৷ এমনকী, ছবি দেখার পর ফোনও করেছিলেন ৷"

যশ চোপড়া পরিচালিত 'ডর' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল সানি দেওল ও শাহরুখ খানকে ৷ বাদশাকে এই ছবিতে দেখা গিয়েছিল নেগেটিভ চরিত্রে ৷ আর সানির চরিত্র ছিল একজন নেভি অফিসারের ৷ সানির মনে হয়েছিল, শাহরুখের রাহুল মেহরার চরিত্র অনেক বেশি শক্তিশালী ৷ সেই তুলনায় সানির চরিত্র অনেকটা দুর্বল ধরনের ৷ এই নিয়েই ছিল সমস্যার সূত্রপাত ৷ এই বিষয়ে যশ চোপড়ার সঙ্গে বচসাতেও জড়িয়ে পরেন সানি ৷ তিনি বোঝানোর চেষ্টা করেন, ছবিতে একজন নেভি অফিসার হিসাবে খলনায়কের বিপরীতে দাঁড়ানোর জন্য তাঁকেও সমান শক্তিশালী দেখানো উচিত ৷ কিন্তু চিত্রনাট্যে কোনও বদল আনা হয়নি ৷ সেই হতাশা, দুঃখ ও রাগে চোখে জল এসে গিয়েছিল সানির ৷ 'গদর' অভিনেতা জানান সাক্ষাৎকারে ৷

'ডর' ছবির মুক্তির পর শাহরুখ খান সানি দেওল 16 বছর একে অপরের সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি ৷ দুই অভিনেতা, তাঁদের মতো করে নিজের ফ্যান ফলোয়ার বাড়িয়েছেন ৷ প্রেক্ষাপট বদলে যায়, যখন কিং খান, সানিকে গদর 2 সাফল্যের জন্য শুভেচ্ছা জানান ৷ এই ঘটনার পর সানিও শাহরুখ-সহ তাঁর স্ত্রী গৌরি খান ও ছেলে আরিয়ানের সঙ্গে কথা বলেন বলে জানান তিনি ৷

আরও পড়ুন: 300 কোটির ক্লাবে 'জওয়ান'! নেটপাড়ায় ছবির স্পয়লার নয়, অনুরোধ বাদশার

অন্যদিকে, হ্যাশট্যাগ আস্ক এসআরকে সেশনে-ও এক অনুরাগীকে শাহরুখকে প্রশ্ন করেছিলেন 'গদর 2' দেখেছেন কি না? জবাবে তিনি বলেন, " হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে ৷" এছাড়াও 'গদর 2'-এর সাকসেস পার্টিতে শাহরুখকে দেখা গিয়েছে সানির আমন্ত্রণে সাড়া দিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.