হায়দরাবাদ, 29 মে: সানি দেওল আগামীতে পর্দায় ফিরতে চলেছেন তাঁর আইকনিক হিট 'গদর: এক প্রেম কথা' ছবির দ্বিতীয় পর্ব 'গদর 2' নিয়ে ৷ তাঁর এই ছবির জন্য় এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা ৷ ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে ছবির একটি পোস্টারও ৷ আর সেখানে সানিকে দেখা গিয়েছে একেবারে 'অ্যাংরি পঞ্জাবি মুণ্ডা' রূপে ৷ মাথায় পাগড়ি, হাতে একটি বিশাল হাতুড়ি আর সঙ্গে দৃঢ় পদক্ষেপে তাঁর এগিয়ে যাওয়া-সব মিলিয়ে রীতিমতো আশা জাগিয়েছে ছবির ফার্স্ট লুক ৷ আর এবার এই ছবি নিয়ে আরও একটি বড় খবর সামনে এল ৷
ছবির শ্যুটিংয়ের শেষ মুহূর্তের কাজ চলছে এই মুহূর্তে ৷ অর্থাৎ, আর মাত্র কিছুদিনের মধ্যেই ব়্যাপ-আপ হবে গদর 2'এর শ্যুটিং ৷ আর সেই ছবির শ্য়ুটিংয়ের জন্য় আপাতত চণ্ডীগড়ে রয়েছেন ছবির তারা সিং এবং সাকিনা ৷ ছবির সেট থেকেই একটি ভিডিয়ো সোমবার ভাইরাল হয়েছে পাপারাৎজিদের কল্যাণে ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে আলাপচারিতায় ব্যস্ত সানি দেওল এবং আমিশা প্যাটেল ৷
দু'জনের কাউকেই তাঁদের চরিত্রের গেট আপে দেখা যায়নি ৷ বরং সানি, আমিশা দু'জনেই ক্যামেরা বন্দি হয়েছেন ক্যাজুয়াল লুকে ৷ সানির পরনে এদিন ছিল আসমানি রঙের জ্যাকেট এবং মানানসই ডেনিম ৷ আর সঙ্গে মাথায় ছিল একটি স্টাইলিস টুপি ৷ আর অন্য়দিকে আমিশাকে দেখা গিয়েছে গোলাপি টি-শার্ট আর নীল শর্টসে ৷ তাঁর পায়ে ছিল সাদা রঙের স্নিকার ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: মুক্তি পেল আদিপুরুষ ছবির নতুন গান 'রাম সিয়া রাম'
'গদর 2' ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিল শর্মা ৷ ছবিটির প্রযোজনা করছে জি স্টুডিয়ো, অনিল শর্মা প্রোডাকশন এবং এমএম মুভিজ ৷ আগামী 11 অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এছাড়াও সানি দেওলকে রূপোলি পর্দায় দেখা যাবে আরও একটি ছবিতে ৷ ছবিটির নাম হল 'বাপ' ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন মিঠুন চক্রবর্তী, জ্য়াকি শ্রফ এবং সঞ্জয় দত্তের সঙ্গে ৷