ETV Bharat / entertainment

Sukesh on Jacqueline-Nora: প্রেমদিবসে জ্যাকলিনকে শুভেচ্ছা সুকেশের, জবাব মিলল নোরার বিষয়েও - Sukesh on Jacqueline Nora

জ্যকলিন ফার্নান্দেজকে 'ভ্যালেন্টাইনস ডে'র শুভেচ্ছা জানাল সুকেশ (Sukesh Chandrasekhar on Jacqueline Fernandez) ৷ এনআইএ-র কোর্টরুম থেকে ফেরার পথে জ্যাকলিনের পাশাপাশি নোরাকে নিয়েও মুখ খোলে সে (Sukesh Chandrasekhar on Nora Fatehi) ৷

Etv Bharat
জ্যকলিন ফার্নান্দেজকে ভ্যালেন্টাইনস ডের শুভেচ্ছা জানাল জালিয়াত সুকেশ
author img

By

Published : Feb 15, 2023, 9:04 PM IST

নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি: 200 কোটির জালিয়াতি মামলায় কনম্যান সুকেশ চন্দ্রশেখর এখন দিল্লির তিহার জেলে বন্দি ৷ সুকেশের মামলায় জ্যাকলিন ফার্নান্দেজ, নোরা ফতেহি এবং চাহত খান্না-সহ আরও অভিনেতা রূপোলি পর্দার নায়িকার নামই যুক্ত হয়েছে ৷ সুকেশের সঙ্গে এদের অনেকেরই ঘনিষ্ট যোগাযোগ ছিল ৷ জ্যাকলিন এবং নোরার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, তাঁরা সুকেশের কাছ থেকে দামি দামি উপহার নিয়েছেন ৷ এবার ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে জ্যাকলিনকে শুভেচ্ছা জানাল সুকেশ ৷ একইসঙ্গে নোরাকে নিয়েও মুখ খুলল এই কনম্যান ৷ নোরাকে এদিন 'গোল্ড ডিগার' বলে উল্লেখ করেছে সুকেশ ৷

এনআইএ-র কোর্টরুমে হাজির করা হয় তাকে ৷ সেই জন্য়ই সুকেশকে দিল্লি আনা হয় ৷ আর সেই কোর্টরুম থেকে বের হওয়ার পথেই সাংবাদিকদের সামনে মুখ খোলে সে ৷ তার অনুরোধ, তার ভ্যালেন্টাইন ডে-র শুভেচ্ছা যেন জ্যাকলিনের কাছে পৌঁছে দেওয়া হয় (Sukesh Chandrasekhar on Jacqueline Fernandez) ৷ সোশাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল এই ভিডিয়ো ৷ কনম্য়ান সুকেশ এদিন মুখ খুলেছে নোরাকে নিয়েও ৷ তার মতে, নোরা একজন 'গোল্ড ডিগার', আর তাই তাঁকে নিয়ে সে মুখ খুলতে রাজি নয় ৷

কিছুদিন আগেই পাটিয়ালা হাউস কোর্টে সুকেশ বিষয়ে মুখ খুলেছিলেন জ্যাকলিন ৷ তাঁর দাবি সুকেশ তাঁর জীবনকে নরক বানিয়ে দিয়েছিল । শুধু তাই নয় তিনি এ দাবিও করেন, তাঁর সঙ্গে প্রথম যখন সুকেশের পরিচয় হয় তিনি সুকেশের আসল পরিচয় জানতেনই না ৷ তাঁকে বলা হয় সুকেশ সান টিভির মালিক আর সেখান থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত ৷

আরও পড়ুন: 'নিকের সঙ্গে কাটানো প্রতিটা দিনই প্রেমের দিন', লিখলেন প্রিয়াঙ্কা

সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে অবশ্য় এই নিয়ে মুখ তেমন কিছুই বলেনি সুকেশ ৷ সুকেশের কাছ থেকে রূপোলি পর্দার অনেকেই বড় বড় উপহার নিয়েছেন বলে অভিযোগ রয়েছে ৷ এই মামলাতেই সাক্ষী হয়েছেন জ্য়াকলিন এবং নোরা ৷

নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি: 200 কোটির জালিয়াতি মামলায় কনম্যান সুকেশ চন্দ্রশেখর এখন দিল্লির তিহার জেলে বন্দি ৷ সুকেশের মামলায় জ্যাকলিন ফার্নান্দেজ, নোরা ফতেহি এবং চাহত খান্না-সহ আরও অভিনেতা রূপোলি পর্দার নায়িকার নামই যুক্ত হয়েছে ৷ সুকেশের সঙ্গে এদের অনেকেরই ঘনিষ্ট যোগাযোগ ছিল ৷ জ্যাকলিন এবং নোরার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, তাঁরা সুকেশের কাছ থেকে দামি দামি উপহার নিয়েছেন ৷ এবার ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে জ্যাকলিনকে শুভেচ্ছা জানাল সুকেশ ৷ একইসঙ্গে নোরাকে নিয়েও মুখ খুলল এই কনম্যান ৷ নোরাকে এদিন 'গোল্ড ডিগার' বলে উল্লেখ করেছে সুকেশ ৷

এনআইএ-র কোর্টরুমে হাজির করা হয় তাকে ৷ সেই জন্য়ই সুকেশকে দিল্লি আনা হয় ৷ আর সেই কোর্টরুম থেকে বের হওয়ার পথেই সাংবাদিকদের সামনে মুখ খোলে সে ৷ তার অনুরোধ, তার ভ্যালেন্টাইন ডে-র শুভেচ্ছা যেন জ্যাকলিনের কাছে পৌঁছে দেওয়া হয় (Sukesh Chandrasekhar on Jacqueline Fernandez) ৷ সোশাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল এই ভিডিয়ো ৷ কনম্য়ান সুকেশ এদিন মুখ খুলেছে নোরাকে নিয়েও ৷ তার মতে, নোরা একজন 'গোল্ড ডিগার', আর তাই তাঁকে নিয়ে সে মুখ খুলতে রাজি নয় ৷

কিছুদিন আগেই পাটিয়ালা হাউস কোর্টে সুকেশ বিষয়ে মুখ খুলেছিলেন জ্যাকলিন ৷ তাঁর দাবি সুকেশ তাঁর জীবনকে নরক বানিয়ে দিয়েছিল । শুধু তাই নয় তিনি এ দাবিও করেন, তাঁর সঙ্গে প্রথম যখন সুকেশের পরিচয় হয় তিনি সুকেশের আসল পরিচয় জানতেনই না ৷ তাঁকে বলা হয় সুকেশ সান টিভির মালিক আর সেখান থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত ৷

আরও পড়ুন: 'নিকের সঙ্গে কাটানো প্রতিটা দিনই প্রেমের দিন', লিখলেন প্রিয়াঙ্কা

সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে অবশ্য় এই নিয়ে মুখ তেমন কিছুই বলেনি সুকেশ ৷ সুকেশের কাছ থেকে রূপোলি পর্দার অনেকেই বড় বড় উপহার নিয়েছেন বলে অভিযোগ রয়েছে ৷ এই মামলাতেই সাক্ষী হয়েছেন জ্য়াকলিন এবং নোরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.