ETV Bharat / entertainment

The Archies first song Sunoh: মুক্তি পেল শাহরুখ কন্যার ছবির প্রথম গান, দেখুন ভিডিয়ো - কথা লিখেছেন জাভেদ আখতার এবং ডট

নতুন ছবি 'দ্য আর্চিস'-এর প্রথম গান 'শুনো' নিয়ে হাজির নির্মাতারা ৷ শাহরুখ কন্যার ছবির এই গানে সুর দিয়েছেন অঙ্কুর তিওয়ারি ৷ কথা লিখেছেন জাভেদ আখতার এবং অদিতি ডট ৷ আর কণ্ঠ দিয়েছেন তেজস ৷

The Archies first song Sunoh out
শাহরুখ কন্যার ছবির প্রথম গান
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 8:48 PM IST

হায়দরাবাদ, 19 অক্টোবর: শাহরুখ কন্যার নতুন ছবি 'দ্য আর্চিস'-এর প্রথম গান নিয়ে হাজির নির্মাতারা ৷ নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ বৃহস্পতিবার মুক্তি পেল ছবির প্রথম গান 'শুনো' ৷ গানটিতে কণ্ঠ দিয়েছেন তেজস ৷ গানটিতে ফুটে উঠেছে রিভারডেলের একটি সুন্দর ছবি ৷ পরিচালক জোয়া আখতারের হাত ধরে কমিকসের পাতা থেকে 'দ্য় আর্চিস' আসতে চলেছে রূপোলি পর্দায় ৷ রিভালডেল শহরের বেশ কয়েকজন তরুণ-তরুণীকে কেন্দ্র কর গড়ে উঠেছে এই কাহিনি ৷

'শুনো' গানটির কথা লিখেছেন জাভেদ আখতার এবং অদিতি ডট ৷ আর সুর দিয়েছেন অঙ্কুর তিওয়ারি ৷ ছবিতে অভিনয় করবেন শাহরুখ কন্য়া সুহানা খান, শ্রীদেবী কন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ৷ এছাড়াও দেখা যাবে মিহির আহুজা, বেদাং রায়না, ডট, এবং যুবরাজ মেন্ডাকে ৷ বক্সঅফিসে পরপর দু'টি সুপারহিট ছবি উপহার দিয়ে এই বছরটা নিজের নামে করে নিয়েছেন শাহরুখ খান ৷ এবার শাহরুখ কন্য়াও কি পারবেন বাবার উত্তরাধিকার ধরে রাখতে ? সেটাই এখন দেখার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কয়েকদিন আগেই ছবি নিয়ে বলতে গিয়ে সুহানা বলেছিলেন, "সেটে লোকের সংখ্যা থেকে শুরু করে এত সংখ্যক আলো ৷ চুল সামলানো এবং মেকআপ ৷ এই সমস্তকিছুর ভিতর দিয়ে যাওয়াটা দিনের শেষে খুব তাৎপর্যপূর্ণ একটা অভিজ্ঞতা ৷" একঝাঁক স্টারকিড বলিউডে পা রাখবেন তাঁর ছবির হাত ধরে ৷ এই প্রসঙ্গে জোয়া বলেন, "সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল ওরা একেবারেই নতুন ৷ তাই আমাকে বিভিন্ন ক্ষেত্রের জন্য ওদের প্রস্তুত করতে হয়েছে ৷"

আরও পড়ুন: 'বিগ বসে'র ঘরে একলা অঙ্কিতা, ইশা খানজাদির 'আগলি' ড্রামা

'দ্য আর্চিস' ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 7 ডিসেম্বর ৷ শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারেই মুক্তি পাবে এই ছবিটিও ৷ এখন এই এক ঝাঁক স্টারকিড দর্শকের মন কাড়তে পারবেন কি না সেটাই দেখার ৷

হায়দরাবাদ, 19 অক্টোবর: শাহরুখ কন্যার নতুন ছবি 'দ্য আর্চিস'-এর প্রথম গান নিয়ে হাজির নির্মাতারা ৷ নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ বৃহস্পতিবার মুক্তি পেল ছবির প্রথম গান 'শুনো' ৷ গানটিতে কণ্ঠ দিয়েছেন তেজস ৷ গানটিতে ফুটে উঠেছে রিভারডেলের একটি সুন্দর ছবি ৷ পরিচালক জোয়া আখতারের হাত ধরে কমিকসের পাতা থেকে 'দ্য় আর্চিস' আসতে চলেছে রূপোলি পর্দায় ৷ রিভালডেল শহরের বেশ কয়েকজন তরুণ-তরুণীকে কেন্দ্র কর গড়ে উঠেছে এই কাহিনি ৷

'শুনো' গানটির কথা লিখেছেন জাভেদ আখতার এবং অদিতি ডট ৷ আর সুর দিয়েছেন অঙ্কুর তিওয়ারি ৷ ছবিতে অভিনয় করবেন শাহরুখ কন্য়া সুহানা খান, শ্রীদেবী কন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ৷ এছাড়াও দেখা যাবে মিহির আহুজা, বেদাং রায়না, ডট, এবং যুবরাজ মেন্ডাকে ৷ বক্সঅফিসে পরপর দু'টি সুপারহিট ছবি উপহার দিয়ে এই বছরটা নিজের নামে করে নিয়েছেন শাহরুখ খান ৷ এবার শাহরুখ কন্য়াও কি পারবেন বাবার উত্তরাধিকার ধরে রাখতে ? সেটাই এখন দেখার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কয়েকদিন আগেই ছবি নিয়ে বলতে গিয়ে সুহানা বলেছিলেন, "সেটে লোকের সংখ্যা থেকে শুরু করে এত সংখ্যক আলো ৷ চুল সামলানো এবং মেকআপ ৷ এই সমস্তকিছুর ভিতর দিয়ে যাওয়াটা দিনের শেষে খুব তাৎপর্যপূর্ণ একটা অভিজ্ঞতা ৷" একঝাঁক স্টারকিড বলিউডে পা রাখবেন তাঁর ছবির হাত ধরে ৷ এই প্রসঙ্গে জোয়া বলেন, "সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল ওরা একেবারেই নতুন ৷ তাই আমাকে বিভিন্ন ক্ষেত্রের জন্য ওদের প্রস্তুত করতে হয়েছে ৷"

আরও পড়ুন: 'বিগ বসে'র ঘরে একলা অঙ্কিতা, ইশা খানজাদির 'আগলি' ড্রামা

'দ্য আর্চিস' ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 7 ডিসেম্বর ৷ শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারেই মুক্তি পাবে এই ছবিটিও ৷ এখন এই এক ঝাঁক স্টারকিড দর্শকের মন কাড়তে পারবেন কি না সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.