মুম্বই, 29 অগস্ট: 'দ্য় আর্চিস' ছবি নিয়ে এই মুহূর্তে নেটিজেনদের উৎসাহের অন্ত নেই ৷ বেশ কয়েকজন স্টারকিডের আত্মপ্রকাশ হতে চলেছে জোয়া আখতারের এই প্রজেক্টের হাত ধরে ৷ তাঁদের মধ্যে যেমন রয়েছেন শাহরুখ-কন্যা সুহানা খান, তেমনই রয়েছেন শ্রীদেবী-কন্যা খুশি কাপুর ৷ আবার রয়েছেন বিগ বি'র নাতি অগস্ত্য নন্দও ৷ তাই এই ছবি নিয়ে আগ্রহের শেষ নেই ৷ আর এরই মাঝে নির্মাতারা মঙ্গলবার ঘোষণা করলেন ছবিটির মুক্তির তারিখ ৷ যার জেরে উৎসাহের পারদ যে আরও কয়েক গুণ চড়ে গেল তা বলাই বাহুল্য ৷
মুম্বইয়ের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের একটি লাইভ বিলবোর্ডের মাধ্যমে ঘোষণা করা হয় এই ছবির মুক্তির তারিখ ৷ ইতিমধ্য়েই সামনে এসেছে ছবির টিজার ৷ বিখ্যাত কমিকস 'দ্য আর্চিস'-এর এই ভারতীয়করণ অনেকেরই মন ছুঁয়ে যাবে বলে দাবি নির্মাতাদের ৷ রিভারডেলের কাহিনি নিয়ে তৈরি এই সিরিজটিতে ফুটে উঠবে 1964 সালের প্রেক্ষাপট ৷ বন্ধুত্ব, প্রেম, বিচ্ছেদ সমস্তটা নিয়েই তৈরি হয়েছে এই কাহিনি ৷ অভিনেতার সাজ পোশাক সমস্তটাই তৈরি হয়েছে পুরোনো দিনের কথা মাথায় রেখে ৷
আগেই জানা গিয়েছিল প্রেক্ষাগৃহে নয়, এই ছবি মুক্তি পাবে নেটফ্লিক্সে ৷ কবে আসছে এই কাহিনি? নির্মাতারা মঙ্গলবার একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, "দ্য আর্চিস" নেটফ্লিক্সে হাজির হবে আগামী 7 ডিসেম্বর ৷ আর মাত্র 100 দিন বাকি ৷" আর্চি অ্যান্ড্রুসের চরিত্রে ছবিতে দেখা যাবে অগস্ত্যকে ৷ বেটি কুপারের চরিত্রে রয়েছেন খুশি আর সুহানা ফুটিয়ে তুলবেন ভেরনিকা লজের চরিত্রটি ৷
আরও পড়ুন: 'আবার দেখব', করণের 'রকি অউর রানি'কে প্রশংসায় ভাসালেন হৃতিক
সুহানার বাবা অর্থাৎ শাহরুখের নতুন ছবি 'জওয়ান'ও মুক্তি পেতে চলেছে আগামী সেপ্টেম্বরের 7 তারিখে ৷ কাকতালীয় ঠিক তার তিন মাস পর ওই 7 তারিখেই স্ক্রিনে পা রাখছেন তাঁর কন্যাও ৷ ছবিতে কীভাবে নিজেকে তুলে ধরেন সুহানা, তা দেখতে মুখিয়ে রয়েছেন সকলেই ৷ অনেকেরই নস্টালজিয়া জড়িয়ে রয়েছে এই কমিকসটির সঙ্গে ৷