মুম্বই, 18 এপ্রিল: নিজের নতুন ছবি 'দ্য আর্চিস'-এর শ্যুটিং শুরু করলেন পরিচালক জোয়া আখতার (The Archies Shooting Starts) ৷ এই ছবির হাত ধরেই প্রথমবার বলি দুনিয়ায় পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা খান, মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতি অগস্ত নন্দ এবং শ্রীদেবী কন্যা খুশি কাপুর ৷
সোমবার ইনস্টাগ্রামে এই শ্যুটিংয়ের খবরটি শেয়ার করেছেন ছবির-সহ প্রযোজক রিমা কাগটি ৷ তাঁর সঙ্গে এই ছবিটি প্রযোজনা করছেন পরিচালক জোয়া নিজেও ৷ এদিন ইনস্টায় রিমা লেখেন, "আর্চিসের শ্যুটিং শুরু হল ৷ টাইগার বেবির এটিই প্রথম প্রযোজনা ৷ " আগামি দিনে নেটফ্লিক্সে আসতে চলেছে এই ছবি ৷
এই ছবিকে ইনস্টায় শুভেচ্ছা জানিয়েছেন ফারহান আখতারও ৷ তিনি লেখেন, "গুড লাক টাইগার বেবিস ৷" যদিও ছবিতে কারা কারা অভিনয় করছেন তা নিয়ে সঠিকভাবে এখনও মুখ খোলেননি কেউই ৷ তবে কয়েক সপ্তাহ আগেই ছবির সেটে একসঙ্গে দেখা গিয়েছিল সুহানা, খুশি এবং অগস্তকে ৷ জানা গিয়েছে, এই ছবির জন্যই লুক টেস্ট দিচ্ছিলেন তাঁরা ৷
আরও পড়ুন : প্রাণ খুলে বলুন মনের কথা, আপনি কী বলেন-এ শুনবেন দেবশঙ্কর
ছবি নিয়ে কথা বলতে গিয়ে জোয়া বলেন, "দ্য আর্চিস-কে বাস্তব রূপদান করার সুযোগ পেয়ে আমি ভীষণ উত্তেজিত ৷ এটা আমার শৈশব এবং কৈশোরের একটি বড় অংশ ছিল ৷ আমি একইসঙ্গে একটু নার্ভাস, কারণ এই চরিত্রগুলি আইকনিক এবং একইসঙ্গে বিশ্বের ভালবাসা পেয়েছে ৷ "