হায়দরাবাদ, 12 জুন: শাহরুখ-কন্য়া সুহানা খান খুব তাড়াতাড়ি অভিষেক করতে চলেছেন বলিউডে ৷ জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিস'-এর হাত ধরে বলিউডে হাতেখড়ি হতে চলেছে এক ঝাঁক স্টার কিডের ৷ তালিকায় সুহানার পাশাপাশি রয়েছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য় নন্দা, শ্রীদেবী-কন্য়া খুশি কাপুরও ৷ সোমবার তাঁর এই নতুন প্রজেক্টের আরও একটি পোস্টার শেয়ার করলেন সুহানা ৷
পোস্টারটি শেয়ার করে সুহানা লেখেন, "রিভারডেলের এই যাত্রার সাক্ষী থাকার জন্য আসুন ৷ আপনাদের জন্য আসন সংরক্ষণ করে রাখছি ৷ দেখা করুন আর্চিস গ্য়াংয়ের সঙ্গে ৷" প্রসঙ্গত, রিভারডেল এবং রিভারডেল স্কুল হল সেই জায়গা যেখান থেকে শুরু হয় আর্চি অ্যান্ড্রু এবং তাঁর বন্ধুদের রোমাঞ্চকর সব অভিজ্ঞতার কাহিনি ৷
এই মিউজিক্য়াল ছবিটি তৈরি হয়েছে 'দ্য় আর্চিস' কমিকসের উপর ভিত্তি করে ৷ ছ'য়ের দশকে এই কমিকস দারুণভাবে সাড়া জাগিয়েছিল ৷ বন্ধুত্ব, রোমাঞ্চকর অভিযানের বিভিন্ন গল্প ফুটে উঠবেে এই ছবি ৷ আর্চিস কমিকস এবং গ্রাফিক ইন্ডিয়ার সঙ্গে জোট বেঁধে এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রিমা কাগাতি এবং জোয়া আখতারের টাইগার বেবি ফিল্মস ৷ ওটিটিতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই ছবিটি ৷ যদিও মুক্তির তারিখ এখনও সামনে আসেনি ৷ এখন অগস্ত্য, সুহানা, খুশিরা কীভাবে নিজেদের মেলে ধরেন সেটাই দেখার ৷
আরও পড়ুন: মুক্তি পেল 'গদর 2' ছবির টিজার, অ্যাকশন মুডে সানি ; দেখা নেই আমিশার
জোয়ার সঙ্গে এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন রিমাও ৷ এই ছবি অনেকের জন্য়ই হতে চলেছে টাইম মেশিনের মতো ৷ কারণ ছ'য়ের দশকের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই পিরিয়ড ড্রামাটি ৷ ফলত ছবিতে ফুটে উঠবে আজ থেকে 60 বছর আগের রিভারডেল ৷ অন্যদিকে জোয়ার হাতে রয়েছে আরও গুরুত্বপূর্ণ ছবির কাজ ৷ ছবির নাম 'জি লে জারা' ৷ এই ছবিতে তিনি কাজ করবেন ক্য়াটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটের মতো অভিনেত্রীদের সঙ্গে ৷