ETV Bharat / entertainment

Subhasish on Sandip Ray : "যতই ব্যস্ত থাকি না কেন আপনার জন্য ফাঁকা আছি", সন্দীপ-প্রসঙ্গে মন্তব্য শুভাশিসের - Subhasish on Sandip Ray

"যতই ব্যস্ত থাকি না কেন, আপনার জন্য ফাঁকা আছি", সন্দীপ রায় যতবারই ফোন করেন এটাই বলেন শুভাশিস মুখোপাধ্যায় ৷ এবার তাঁকে 'হত্যাপুরী' ছবিতে দেখা যাবে আইকনিক লক্ষণ ভট্টাচার্যের চরিত্রে (Subhasish Mukhopadhyay New Film) ৷

Subhasish on Sandip
যে কোনও কাজ ছেড়ে সন্দীপ রায়ের সঙ্গে কাজ করতে রাজি শুভাশিস মুখোপাধ্যায়
author img

By

Published : Jun 16, 2022, 12:43 PM IST

কলকাতা, 16 জুন : 'হত্যাপুরী'-তে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন শুভাশিস মুখোপাধ্যায় । ছবির আনুষ্ঠানিক ফার্স্ট লুক প্রকাশের দিন হাজির ছিলেন তিনি । ফেলুদার গল্প নিয়ে তৈরি সন্দীপ রায়ের একাধিক ছবিতে অভিনয় করেছেন শুভাশিস (Subhasish Mukhopadhyay New Film)। 'গোঁসাইপুর সরগরম', 'জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা', 'গোরস্থানে সাবধান'-এর মতো ছবিগুলিতে যেমন তাঁকে বিশেষ বিশেষ চরিত্রে আবিষ্কার করেছেন দর্শকরা, তেমনই আবার 'প্রোফেসর শঙ্কু ও এল ডোরাডো'-তেও নকুড়বাবুর মতো গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য তাঁকে বেছে নিয়েছেন সন্দীপ রায় ।

অভিনেতা এদিন বলেন, "বাবুদা আমাকে প্রতিবারই আলাদা আলাদা চরিত্রে অভিনয় করান । আমি বাবুদার সঙ্গে কাজ করতে বরাবরই উৎসাহী ৷ আলাদা আলাদাভাবে নিজেকে খুঁজে পাই । 'গোঁসাইপুর সরগরম', 'জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা', 'গোরস্থানে সাবধান', 'প্রোফেসর শঙ্কু ও এল ডোরাডো'- প্রত্যেকটা চরিত্রই একে অপরের থেকে আলাদা । এবারও যে চরিত্রটা করছি, সেটাও আলাদা । ভিলেনের চরিত্র ৷ তবে, মারকুটে ভিলেন নয় । লক্ষ্মণ ভট্টাচার্য আমার চরিত্রের নাম । সে কী কী করে, তা জানার জন্য দেখতে হবে ছবিটা ।"

যে কোনও কাজ ছেড়ে সন্দীপ রায়ের সঙ্গে কাজ করতে রাজি শুভাশিস মুখোপাধ্যায়

অভিনেতার কথায়, "বাবুদা প্রতিবারই ফোন করে বলেন, 'কী কেমন ব্যস্ত ?' আর আমি প্রতিবারই বলি, যতই ব্যস্ত থাকি না কেন আপনার জন্য ফাঁকা আছি । আসলে সন্দীপদার সঙ্গে কাজ করার জন্য আমি যে কোনও কাজ ছেড়ে দিতে প্রস্তুত থাকি বরাবর ।"

আরও পড়ুন : ভিটামিন M থেকে বেলাশুরুর সাফল্য, ইটিভি ভারতে আড্ডায় মনামী

সন্দীপ রায়ের নতুন ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত বললেন, "শ্যুটিংয়ের মাঝে পরিচালক জিজ্ঞেস করছেন আমার খুব ক্লান্ত লাগছে কি না, খেয়েছি কি না । এটা তো আমাদের প্রজন্মের অভিনেতারা আর পায় না, আমি হয়তো এদিক থেকে ভাগ্যবান । আজকালকার অভিনেতারা এরকম যত্ন পান না ।" গণৎকার লক্ষ্মণ ভট্টাচার্য থুড়ি শুভাশিস মুখোপাধ্যায় এবার 'হত্যাপুরী'-তে কী কামাল দেখাবেন ? অপেক্ষায় ফেলুদা-ভক্তরা ৷

কলকাতা, 16 জুন : 'হত্যাপুরী'-তে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন শুভাশিস মুখোপাধ্যায় । ছবির আনুষ্ঠানিক ফার্স্ট লুক প্রকাশের দিন হাজির ছিলেন তিনি । ফেলুদার গল্প নিয়ে তৈরি সন্দীপ রায়ের একাধিক ছবিতে অভিনয় করেছেন শুভাশিস (Subhasish Mukhopadhyay New Film)। 'গোঁসাইপুর সরগরম', 'জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা', 'গোরস্থানে সাবধান'-এর মতো ছবিগুলিতে যেমন তাঁকে বিশেষ বিশেষ চরিত্রে আবিষ্কার করেছেন দর্শকরা, তেমনই আবার 'প্রোফেসর শঙ্কু ও এল ডোরাডো'-তেও নকুড়বাবুর মতো গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য তাঁকে বেছে নিয়েছেন সন্দীপ রায় ।

অভিনেতা এদিন বলেন, "বাবুদা আমাকে প্রতিবারই আলাদা আলাদা চরিত্রে অভিনয় করান । আমি বাবুদার সঙ্গে কাজ করতে বরাবরই উৎসাহী ৷ আলাদা আলাদাভাবে নিজেকে খুঁজে পাই । 'গোঁসাইপুর সরগরম', 'জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা', 'গোরস্থানে সাবধান', 'প্রোফেসর শঙ্কু ও এল ডোরাডো'- প্রত্যেকটা চরিত্রই একে অপরের থেকে আলাদা । এবারও যে চরিত্রটা করছি, সেটাও আলাদা । ভিলেনের চরিত্র ৷ তবে, মারকুটে ভিলেন নয় । লক্ষ্মণ ভট্টাচার্য আমার চরিত্রের নাম । সে কী কী করে, তা জানার জন্য দেখতে হবে ছবিটা ।"

যে কোনও কাজ ছেড়ে সন্দীপ রায়ের সঙ্গে কাজ করতে রাজি শুভাশিস মুখোপাধ্যায়

অভিনেতার কথায়, "বাবুদা প্রতিবারই ফোন করে বলেন, 'কী কেমন ব্যস্ত ?' আর আমি প্রতিবারই বলি, যতই ব্যস্ত থাকি না কেন আপনার জন্য ফাঁকা আছি । আসলে সন্দীপদার সঙ্গে কাজ করার জন্য আমি যে কোনও কাজ ছেড়ে দিতে প্রস্তুত থাকি বরাবর ।"

আরও পড়ুন : ভিটামিন M থেকে বেলাশুরুর সাফল্য, ইটিভি ভারতে আড্ডায় মনামী

সন্দীপ রায়ের নতুন ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত বললেন, "শ্যুটিংয়ের মাঝে পরিচালক জিজ্ঞেস করছেন আমার খুব ক্লান্ত লাগছে কি না, খেয়েছি কি না । এটা তো আমাদের প্রজন্মের অভিনেতারা আর পায় না, আমি হয়তো এদিক থেকে ভাগ্যবান । আজকালকার অভিনেতারা এরকম যত্ন পান না ।" গণৎকার লক্ষ্মণ ভট্টাচার্য থুড়ি শুভাশিস মুখোপাধ্যায় এবার 'হত্যাপুরী'-তে কী কামাল দেখাবেন ? অপেক্ষায় ফেলুদা-ভক্তরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.