কলকাতা, 16 জুন : 'হত্যাপুরী'-তে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন শুভাশিস মুখোপাধ্যায় । ছবির আনুষ্ঠানিক ফার্স্ট লুক প্রকাশের দিন হাজির ছিলেন তিনি । ফেলুদার গল্প নিয়ে তৈরি সন্দীপ রায়ের একাধিক ছবিতে অভিনয় করেছেন শুভাশিস (Subhasish Mukhopadhyay New Film)। 'গোঁসাইপুর সরগরম', 'জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা', 'গোরস্থানে সাবধান'-এর মতো ছবিগুলিতে যেমন তাঁকে বিশেষ বিশেষ চরিত্রে আবিষ্কার করেছেন দর্শকরা, তেমনই আবার 'প্রোফেসর শঙ্কু ও এল ডোরাডো'-তেও নকুড়বাবুর মতো গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য তাঁকে বেছে নিয়েছেন সন্দীপ রায় ।
অভিনেতা এদিন বলেন, "বাবুদা আমাকে প্রতিবারই আলাদা আলাদা চরিত্রে অভিনয় করান । আমি বাবুদার সঙ্গে কাজ করতে বরাবরই উৎসাহী ৷ আলাদা আলাদাভাবে নিজেকে খুঁজে পাই । 'গোঁসাইপুর সরগরম', 'জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা', 'গোরস্থানে সাবধান', 'প্রোফেসর শঙ্কু ও এল ডোরাডো'- প্রত্যেকটা চরিত্রই একে অপরের থেকে আলাদা । এবারও যে চরিত্রটা করছি, সেটাও আলাদা । ভিলেনের চরিত্র ৷ তবে, মারকুটে ভিলেন নয় । লক্ষ্মণ ভট্টাচার্য আমার চরিত্রের নাম । সে কী কী করে, তা জানার জন্য দেখতে হবে ছবিটা ।"
অভিনেতার কথায়, "বাবুদা প্রতিবারই ফোন করে বলেন, 'কী কেমন ব্যস্ত ?' আর আমি প্রতিবারই বলি, যতই ব্যস্ত থাকি না কেন আপনার জন্য ফাঁকা আছি । আসলে সন্দীপদার সঙ্গে কাজ করার জন্য আমি যে কোনও কাজ ছেড়ে দিতে প্রস্তুত থাকি বরাবর ।"
আরও পড়ুন : ভিটামিন M থেকে বেলাশুরুর সাফল্য, ইটিভি ভারতে আড্ডায় মনামী
সন্দীপ রায়ের নতুন ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত বললেন, "শ্যুটিংয়ের মাঝে পরিচালক জিজ্ঞেস করছেন আমার খুব ক্লান্ত লাগছে কি না, খেয়েছি কি না । এটা তো আমাদের প্রজন্মের অভিনেতারা আর পায় না, আমি হয়তো এদিক থেকে ভাগ্যবান । আজকালকার অভিনেতারা এরকম যত্ন পান না ।" গণৎকার লক্ষ্মণ ভট্টাচার্য থুড়ি শুভাশিস মুখোপাধ্যায় এবার 'হত্যাপুরী'-তে কী কামাল দেখাবেন ? অপেক্ষায় ফেলুদা-ভক্তরা ৷