ETV Bharat / entertainment

Subhashree Ganguly: তাঁর ফিটনেস ফান্ডা 'দৌড়ানো আর দৌড়ানো', বললেন শুভশ্রী - Subhashree Ganguly on Kolkata Marathon

শুরু হতে চলেছে 'কলকাতা ম্যারাথন'। এই ইভেন্টের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর 'কুইন অফ ইন্ডিয়ান ক্রিকেট' ঝুলন গোস্বামী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় । ঝুলনের সঙ্গে এত বড় একটা ইভেন্টের মঞ্চ ভাগ করে নিতে পেরে খুশি শুভশ্রীও । তিনি এদিন নিজের সুস্থ থাকার গোপনরহস্য তুলে ধরেন সাংবাদিকদের কাছে (Subhashree Shares Her Thoughts on Kolkata Marathon)।

Subhashree Ganguly
তাঁর ফিটনেস ফান্ডা হল দৌড়ানো এবং আরও দৌড়ানো, বললেন শুভশ্রী
author img

By

Published : Nov 30, 2022, 5:19 PM IST

Updated : Nov 30, 2022, 8:34 PM IST

কলকাতা, 30 নভেম্বর: চলছে ওয়ার্ল্ড কাপ । এরই মাঝে শুরু হতে চলেছে 'কলকাতা ম্যারাথন'। এই ইভেন্টের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর 'কুইন অফ ইন্ডিয়ান ক্রিকেট' ঝুলন গোস্বামী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় । ঝুলনের সঙ্গে এত বড় একটা ইভেন্টের মঞ্চ ভাগ করে নিতে পেরে খুশি শুভশ্রীও । তিনি এদিন নিজের সুস্থ থাকার গোপনরহস্য তুলে ধরেন সাংবাদিকদের কাছে । তাঁর কাছে ফিটনেসের শুরু এবং শেষ কথা হল 'দৌড়'। মা হওয়ার পর নিজের ওজন ঝরাতে এই পন্থাই নাকি বেছে নিয়েছিলেন অভিনেত্রী (Subhashree Shares Her Thoughts on Kolkata Marathon) ।

আর এবার ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতার মুখ তিনি । তাই আপ্লুত রাজ ঘরণী । শুভশ্রী এদিন বলেন, "মা হওয়ার পর আমি এক জায়গায় বসলে উঠে দাঁড়াতে পারতাম না । এরপর ডাক্তারের পরামর্শে আমি দৌড় শুরু করি । ওজন কমে । আর আজ আমি সুস্থ । কোনও অসুবিধাই নেই (Subhashree Ganguly on Kolkata Marathon)।" অভিনেত্রী সর্বোপরি একজন মা আর সেই হিসেবেই তিনি বলেন, "মা হওয়ার পর অনেকেই বলেন সময় হয় না নিজের দিকে তাকানোর । কথাটা মিথ্যে নয় । তবু নিজেকে সুস্থ রাখাটাও জরুরি । তাই সময় বের করতেই হবে নিজের জন্য (Subhashree Ganguly on Her Fitness Secret) ।"

ঝুলনের সঙ্গে এত বড় একটা ইভেন্টের মঞ্চ ভাগ করে নিতে পেরে খুশি শুভশ্রী

18 ডিসেম্বর সকালে একদিকে যখন বিশ্বকাপের ফাইনাল দেখার জন্য় প্রস্তুতি নেবে বাঙালি ৷ তখনই অন্যদিকে সকাল সকাল শুরু হবে 'কলকাতা ম্যারাথন'। আর পায়ে বলে লড়াই দেখার আগে তাই নিজেদের তৈরি করে নিতে কলকাতাবাসীকে ম্যারাথনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শুভশ্রী-ঝুলনরা ৷ ঝুলন তো ক্রিকেটের পাশাপাশি এখন মেতে রয়েছেন ফুটবল নিয়েও ৷

আরও পড়ুন: 'এটা পেয়ারও নয়, পিআরও নয়', প্রভাসের সঙ্গে ডেটিং নিয়ে মুখ খুললেন কৃতি

প্রসঙ্গত, 2023-এর জানুয়ারিতেই সাড়ম্বরে মুক্তি পাচ্ছে শুভশ্রী অভিনীত সপ্তাশ্ব বসু পরিচালিত বাংলা ছবি 'ডঃ বক্সী' । অন্যদিকে 'ইন্দুবালা ভাতের হোটেল' সিরিজে তাঁর চরিত্রটি রীতিমতো আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এখন ।

কলকাতা, 30 নভেম্বর: চলছে ওয়ার্ল্ড কাপ । এরই মাঝে শুরু হতে চলেছে 'কলকাতা ম্যারাথন'। এই ইভেন্টের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর 'কুইন অফ ইন্ডিয়ান ক্রিকেট' ঝুলন গোস্বামী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় । ঝুলনের সঙ্গে এত বড় একটা ইভেন্টের মঞ্চ ভাগ করে নিতে পেরে খুশি শুভশ্রীও । তিনি এদিন নিজের সুস্থ থাকার গোপনরহস্য তুলে ধরেন সাংবাদিকদের কাছে । তাঁর কাছে ফিটনেসের শুরু এবং শেষ কথা হল 'দৌড়'। মা হওয়ার পর নিজের ওজন ঝরাতে এই পন্থাই নাকি বেছে নিয়েছিলেন অভিনেত্রী (Subhashree Shares Her Thoughts on Kolkata Marathon) ।

আর এবার ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতার মুখ তিনি । তাই আপ্লুত রাজ ঘরণী । শুভশ্রী এদিন বলেন, "মা হওয়ার পর আমি এক জায়গায় বসলে উঠে দাঁড়াতে পারতাম না । এরপর ডাক্তারের পরামর্শে আমি দৌড় শুরু করি । ওজন কমে । আর আজ আমি সুস্থ । কোনও অসুবিধাই নেই (Subhashree Ganguly on Kolkata Marathon)।" অভিনেত্রী সর্বোপরি একজন মা আর সেই হিসেবেই তিনি বলেন, "মা হওয়ার পর অনেকেই বলেন সময় হয় না নিজের দিকে তাকানোর । কথাটা মিথ্যে নয় । তবু নিজেকে সুস্থ রাখাটাও জরুরি । তাই সময় বের করতেই হবে নিজের জন্য (Subhashree Ganguly on Her Fitness Secret) ।"

ঝুলনের সঙ্গে এত বড় একটা ইভেন্টের মঞ্চ ভাগ করে নিতে পেরে খুশি শুভশ্রী

18 ডিসেম্বর সকালে একদিকে যখন বিশ্বকাপের ফাইনাল দেখার জন্য় প্রস্তুতি নেবে বাঙালি ৷ তখনই অন্যদিকে সকাল সকাল শুরু হবে 'কলকাতা ম্যারাথন'। আর পায়ে বলে লড়াই দেখার আগে তাই নিজেদের তৈরি করে নিতে কলকাতাবাসীকে ম্যারাথনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শুভশ্রী-ঝুলনরা ৷ ঝুলন তো ক্রিকেটের পাশাপাশি এখন মেতে রয়েছেন ফুটবল নিয়েও ৷

আরও পড়ুন: 'এটা পেয়ারও নয়, পিআরও নয়', প্রভাসের সঙ্গে ডেটিং নিয়ে মুখ খুললেন কৃতি

প্রসঙ্গত, 2023-এর জানুয়ারিতেই সাড়ম্বরে মুক্তি পাচ্ছে শুভশ্রী অভিনীত সপ্তাশ্ব বসু পরিচালিত বাংলা ছবি 'ডঃ বক্সী' । অন্যদিকে 'ইন্দুবালা ভাতের হোটেল' সিরিজে তাঁর চরিত্রটি রীতিমতো আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এখন ।

Last Updated : Nov 30, 2022, 8:34 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.