ETV Bharat / entertainment

Ghalibnama 2: মির্জা গালিবের রচনার পুনর্নির্মাণে হাজির 'গালিবনামা'র দ্বিতীয় সফর - Asha audio released Ghalibnama 2

হাজির 'গালিবনামা 2'। গানগুলির পুনর্নির্মাণ এবং সুর করেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আর কণ্ঠে রয়েছেন শুভমিতা ৷ ডিজিটালি মুক্তি পেল মোট চারটি গান ( Subhamita Srijato and Prattyush New Album Ghalibnama 2) ৷

Subhamita Srijato and Prattyush New Album Ghalibnama 2
মির্জা গালিব সাহেবের রচনার পুনর্নির্মাণে হাজির 'গালিবনামা'র দ্বিতীয় সফর
author img

By

Published : Jul 22, 2022, 12:09 PM IST

Updated : Jul 22, 2022, 12:33 PM IST

কলকাতা, 22 জুলাই: কবি শ্রীজাতর গান লেখার হাত যে ঠিক কতটা সুন্দর তার প্রমাণ বাংলা আগেই পেয়েছে ৷ 'চল রাস্তায় সাজি ট্রাম লাইন'-ই হোক বা 'এক যে ছিল রাজামশাই রায়চৌধুরী নাম, সেলাম সেলাম..'৷ আর তার সঙ্গে যদি যুক্ত হয় শুভমিতার কণ্ঠ তাহলে তো সোনায় সোহাগা ৷ কবি মির্জা গালিব সাহেবের রচনার পুনর্নির্মাণ করে 'গালিবনামা' নিয়ে আগেই হাজির হয়েছে আশা অডিয়ো (Asha audio released Ghalibnama 2) । সেখানে গানগুলির পুনর্নির্মাণ করেছিলেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ৷ বেশ সাড়া ফেলেছিল সেই অডিয়ো ৷ এবার হাজির 'গালিবনামা 2'।

শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে প্রকাশ্যে এসেছে চারটি গানের একটি অ্যালবাম ৷ নাম 'গালিবনামা টু'। গানগুলির পুনর্নির্মাণ এবং সুর করেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আর সঙ্গীতায়োজনে রয়েছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায় । 'চাওয়ার না', 'তোমার চৌকাঠে কায়েম', 'কান্না আমায়', 'উচিত ছিল' গানগুলি শুভমিতার কণ্ঠে অত্যন্ত সাবলীল শুনিয়েছে । প্রসঙ্গত, বর্তমানে কোভিডে আক্রান্ত শিল্পী শুভমিতা । এর মাঝেই হাজির হল তাঁর এই নতুন গানগুলি ।

আরও পড়ুন: ফের ছক ভাঙলেন 'সাহসী' রণবীর, নগ্ন হয়ে ধরা দিলেন জনপ্রিয় ম্যাগাজিন প্রচ্ছদে

আশা অডিয়োর তরফে অপেক্ষা লাহিড়ী বলেন, "এই প্রজেক্টটি আমাদের সবার খুব প্রিয়। শুভমিতা, শ্রীজাত এবং প্রত্যুষ পাঁচ বছর আগে গালিবনামায় মুন্সিয়ানা দেখিয়েছিলেন । 'গালিবনামা' 2017 সালে প্রকাশিত হয় । সবথেকে বড় কথা, ডিজিটাল রিলিজ ছাড়াও এই অ্যালবামের বিপুল সংখ্যক সিডি বিক্রি হয়েছিল তখন । এবার ডিজিটালিই মুক্তি পেয়েছে 'গালিবনামা 2'। আমরা বিশ্বাস করি যে গালিবনামার ক্রেজ আমরা এই অ্যালবামেও দেখতে পাব ।"

কলকাতা, 22 জুলাই: কবি শ্রীজাতর গান লেখার হাত যে ঠিক কতটা সুন্দর তার প্রমাণ বাংলা আগেই পেয়েছে ৷ 'চল রাস্তায় সাজি ট্রাম লাইন'-ই হোক বা 'এক যে ছিল রাজামশাই রায়চৌধুরী নাম, সেলাম সেলাম..'৷ আর তার সঙ্গে যদি যুক্ত হয় শুভমিতার কণ্ঠ তাহলে তো সোনায় সোহাগা ৷ কবি মির্জা গালিব সাহেবের রচনার পুনর্নির্মাণ করে 'গালিবনামা' নিয়ে আগেই হাজির হয়েছে আশা অডিয়ো (Asha audio released Ghalibnama 2) । সেখানে গানগুলির পুনর্নির্মাণ করেছিলেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ৷ বেশ সাড়া ফেলেছিল সেই অডিয়ো ৷ এবার হাজির 'গালিবনামা 2'।

শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে প্রকাশ্যে এসেছে চারটি গানের একটি অ্যালবাম ৷ নাম 'গালিবনামা টু'। গানগুলির পুনর্নির্মাণ এবং সুর করেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আর সঙ্গীতায়োজনে রয়েছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায় । 'চাওয়ার না', 'তোমার চৌকাঠে কায়েম', 'কান্না আমায়', 'উচিত ছিল' গানগুলি শুভমিতার কণ্ঠে অত্যন্ত সাবলীল শুনিয়েছে । প্রসঙ্গত, বর্তমানে কোভিডে আক্রান্ত শিল্পী শুভমিতা । এর মাঝেই হাজির হল তাঁর এই নতুন গানগুলি ।

আরও পড়ুন: ফের ছক ভাঙলেন 'সাহসী' রণবীর, নগ্ন হয়ে ধরা দিলেন জনপ্রিয় ম্যাগাজিন প্রচ্ছদে

আশা অডিয়োর তরফে অপেক্ষা লাহিড়ী বলেন, "এই প্রজেক্টটি আমাদের সবার খুব প্রিয়। শুভমিতা, শ্রীজাত এবং প্রত্যুষ পাঁচ বছর আগে গালিবনামায় মুন্সিয়ানা দেখিয়েছিলেন । 'গালিবনামা' 2017 সালে প্রকাশিত হয় । সবথেকে বড় কথা, ডিজিটাল রিলিজ ছাড়াও এই অ্যালবামের বিপুল সংখ্যক সিডি বিক্রি হয়েছিল তখন । এবার ডিজিটালিই মুক্তি পেয়েছে 'গালিবনামা 2'। আমরা বিশ্বাস করি যে গালিবনামার ক্রেজ আমরা এই অ্যালবামেও দেখতে পাব ।"

Last Updated : Jul 22, 2022, 12:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.