ETV Bharat / entertainment

SS Rajamouli: ভারতীয় সিনেমার ভগীরথ দাদাসাহেব ফালকের কাহিনি এবার বড় পর্দায়, নেপথ্য রাজামৌলি

SS Rajamouli New Film: প্রযোজকের টুপি মাথায় পড়ছেন এসএস রাজামৌলি ৷ তাঁর হাত ধরে এবার বড়পর্দায় আসতে চলেছে ভারতীয় সিনেমার ভগীরথ দাদাসাহেব ফালকের জীবনের গল্প ৷ ছবির নাম 'মেড ইন ইন্ডিয়া' ৷ পরিচালনার দায়িত্বে রয়েছেন নীতিন কক্কর ৷

SS Rajamouli
দাদাসাহেব ফালকের জীবনের গল্প এবার বড় পর্দায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 12:46 PM IST

হায়দরাবাদ, 19 সেপ্টেম্বর: মঙ্গলবার পরিচালক রাজামৌলি ঘোষণা করলেন তাঁর আগামী প্রজেক্টের কথা ৷ 'মেড ইন ইন্ডিয়া' নামক এই প্রজেক্টের হাত ধরে ফুটে উঠতে চলেছে সিনেমার জনক দাদাসাহেব ফালকের কাহিনি ৷ পরিচালক রাজামৌলি জানিয়েছেন ছবির চিত্রনাট্যটি তাঁকে ভীষণ প্রভাবিত করেছিল, আর সেই কারণেই তিনি এই ছবির জন্য় রাজি হন ৷

টুইটারে এই ছবি নিয়ে লিখতে গিয়ে রাজামৌলি লেখেন, "আমি যখন প্রথমবার গল্পটা শুনি এটা আমাকে অন্তর থেকে নাড়িয়ে দিয়েছিল ৷ একটা বায়োপিক তৈরি করা সত্যিই কঠিন ৷ আর সেটা যদি ভারতীয় সিনেমার জনককে নিয়ে তৈরি হয় তাহলে তো চ্যালেঞ্জটা কয়েকগুণ বেশি ৷ তবে আমাদের ছেলেরা সেই চ্যালেঞ্জটি নিতে প্রস্তুত ৷"

  • When I first heard the narration, it moved me emotionally like nothing else.

    Making a biopic is tough in itself, but conceiving one about the FATHER OF INDIAN CINEMA is even more challenging. Our boys are ready and up for it..:)

    With immense pride,
    Presenting MADE IN INDIA… pic.twitter.com/nsd0F7nHAJ

    — rajamouli ss (@ssrajamouli) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘোষণার পাশাপাশি একটি অ্যানাউন্সমেন্ট টিজারও এদিন শেয়ার করেছেন তিনি ৷ যদিও ভক্তদের জন্য একটু খারাপ খবর হল ক্যামেরার পিছনে থাকলেও রাজামৌলি এই ছবির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন না ৷ ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন নীতিন কক্কর ৷ রাজামৌলিকে দেখা যাবে ছবির প্রযোজক রূপে ৷ এই ভূমিকায় আগে কখনও তাঁকে দেখা যায়নি ৷ রাজামৌলির পুত্র এসএস কার্তিকেয়ারও প্রযোজক হিসাবে এটি প্রথম কাজ ৷

আরও পড়ুন: আনলাকি নয় লাকি 13! 900 কোটির ক্লাবে জায়গা পাকা করে ফেলতে পারে 'জওয়ান'

বাংলা সিনেমার ইতিহাসের কথা বলতে বসলে বাঙালি হিসাবে প্রথম যে মানুষটির কথা মনে পড়ে যায় তিনি হীরালাল সেন ৷ বাংলা সিনেমা নয়ে স্বপ্ন দেখা এই মানুষটি বিশ্ব সিনেমার ইতিহাসেও জায়গা করে নিয়েছেন ৷ তাঁকে নিয়ে একটি বায়োপিকও তৈরি হয়েছে ইতিমধ্যেই ৷ এবার পালা দাদা সাহেব ফালকের ৷ 1913 সালে যিনি তৈরি করেছিলেন ভারতের প্রথম ফিচার ফিল্ম 'রাজা হরিশচন্দ্র' ৷ তাঁর 19 বছরের কেরিয়ারে একের পর এক মনে রাখার মতো কাজ করে গিয়েছেন দাদাসাহেব ৷ সেই মানুষটির কাহিনিই এবার উঠে আসবে ছবিতে ৷

হায়দরাবাদ, 19 সেপ্টেম্বর: মঙ্গলবার পরিচালক রাজামৌলি ঘোষণা করলেন তাঁর আগামী প্রজেক্টের কথা ৷ 'মেড ইন ইন্ডিয়া' নামক এই প্রজেক্টের হাত ধরে ফুটে উঠতে চলেছে সিনেমার জনক দাদাসাহেব ফালকের কাহিনি ৷ পরিচালক রাজামৌলি জানিয়েছেন ছবির চিত্রনাট্যটি তাঁকে ভীষণ প্রভাবিত করেছিল, আর সেই কারণেই তিনি এই ছবির জন্য় রাজি হন ৷

টুইটারে এই ছবি নিয়ে লিখতে গিয়ে রাজামৌলি লেখেন, "আমি যখন প্রথমবার গল্পটা শুনি এটা আমাকে অন্তর থেকে নাড়িয়ে দিয়েছিল ৷ একটা বায়োপিক তৈরি করা সত্যিই কঠিন ৷ আর সেটা যদি ভারতীয় সিনেমার জনককে নিয়ে তৈরি হয় তাহলে তো চ্যালেঞ্জটা কয়েকগুণ বেশি ৷ তবে আমাদের ছেলেরা সেই চ্যালেঞ্জটি নিতে প্রস্তুত ৷"

  • When I first heard the narration, it moved me emotionally like nothing else.

    Making a biopic is tough in itself, but conceiving one about the FATHER OF INDIAN CINEMA is even more challenging. Our boys are ready and up for it..:)

    With immense pride,
    Presenting MADE IN INDIA… pic.twitter.com/nsd0F7nHAJ

    — rajamouli ss (@ssrajamouli) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘোষণার পাশাপাশি একটি অ্যানাউন্সমেন্ট টিজারও এদিন শেয়ার করেছেন তিনি ৷ যদিও ভক্তদের জন্য একটু খারাপ খবর হল ক্যামেরার পিছনে থাকলেও রাজামৌলি এই ছবির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন না ৷ ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন নীতিন কক্কর ৷ রাজামৌলিকে দেখা যাবে ছবির প্রযোজক রূপে ৷ এই ভূমিকায় আগে কখনও তাঁকে দেখা যায়নি ৷ রাজামৌলির পুত্র এসএস কার্তিকেয়ারও প্রযোজক হিসাবে এটি প্রথম কাজ ৷

আরও পড়ুন: আনলাকি নয় লাকি 13! 900 কোটির ক্লাবে জায়গা পাকা করে ফেলতে পারে 'জওয়ান'

বাংলা সিনেমার ইতিহাসের কথা বলতে বসলে বাঙালি হিসাবে প্রথম যে মানুষটির কথা মনে পড়ে যায় তিনি হীরালাল সেন ৷ বাংলা সিনেমা নয়ে স্বপ্ন দেখা এই মানুষটি বিশ্ব সিনেমার ইতিহাসেও জায়গা করে নিয়েছেন ৷ তাঁকে নিয়ে একটি বায়োপিকও তৈরি হয়েছে ইতিমধ্যেই ৷ এবার পালা দাদা সাহেব ফালকের ৷ 1913 সালে যিনি তৈরি করেছিলেন ভারতের প্রথম ফিচার ফিল্ম 'রাজা হরিশচন্দ্র' ৷ তাঁর 19 বছরের কেরিয়ারে একের পর এক মনে রাখার মতো কাজ করে গিয়েছেন দাদাসাহেব ৷ সেই মানুষটির কাহিনিই এবার উঠে আসবে ছবিতে ৷

For All Latest Updates

TAGGED:

SS Rajamouli
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.