ETV Bharat / entertainment

'বলিউডে ঝড় তুলেছিলেন', পরিচালক রাম গোপাল বর্মার প্রশংসায় রাজামৌলি - অ্যানিম্যাল

SS Rajamouli on Ram Gopal Varma: হায়দরাবাদে আয়োজিত 'অ্যানিম্যাল' প্রি-রিলিজ ইভেন্টে চাঁদের হাট ৷ পরিচালক এসএস রাজামৌলি সুখ্যাতি করলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গার পাশাপাশি বলিউড পরিচালক রাম গোপাল বার্মার ৷

Etv Bharat
রাম গোপাল বার্মার প্রশংসায় রাজামৌলি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 6:21 PM IST

হায়দরাবাদ, 28 নভেম্বর: রণবীর কাপুর অভিনীত 'অ্যানিম্যাল' প্রি-রিলিজ ইভেন্টে বসেছিল তারকাদের হাট ৷ সেখানে ঋষি-পুত্র ছাড়াও ববি দেওল, রশ্মিকা মন্দানা ও অনিল কাপুরের পাশাপাশি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অস্কারজয়ী ছবির পরিচালক এসএস রাজামৌলি ও দক্ষিণী তারকা মহেশ বাবু ৷ এদিন অনুষ্ঠানে অ্যানিম্যাল-পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পাশাপাশি রাজামৌলির মুখে শোনা গেল বলিউডের অন্যতম আর এক পরিচালক রাম গোপাল বর্মার প্রশংসা ৷

অনুষ্ঠানে রাজামৌলি জানান, সিনেমা তৈরির সংজ্ঞা বদলেছেন সন্দীপ ৷ নিত্যনতুন এক্সপেরিমেন্ট করতে থাকেন তিনি, যা একটা ছবিকে দর্শকদের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলে ৷ সবরকম চ্যালেঞ্জ পরিচালক অসাধারণ দক্ষতায় সামলাতে পটু ৷ এরপরেই তিনি পরিচালক রাম গোপাল বর্মার তুলনা করেন সন্দীপের সঙ্গে ৷ সেই ভিডিয়ো পরিচালক রামগোপাল শেয়ার করেছেন সোশাল হ্যান্ডেলে ৷ প্রখ্যাত পরিচালকের মুখে নিজের প্রশংসা শুনে অবাক হয়েছেন রামগোপালও ৷

ভিডিয়োতে দেখা গিয়েছে, অনুষ্ঠানে রাজামৌলি বলছেন, একসময়ে বলিউডে এমন এক পরিচালক ছিলেন যিনি তাঁর ছবি দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছিলেন ৷ 'সত্যা', 'রঙ্গীলা', 'ভূত', 'রক্ত চরিত্র'র মতো একাধিক ছবি ঝড় তুলেছিল বিনোদনের পর্দায় ৷ গল্প বলার ধরন থেকে পরিচালনায় অন্য মাত্রা এনেছিলেন রামগোপাল বর্মা ৷ তাঁর কাজের প্রশংসা করতে হয় ৷

উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে দর্শকদের তিল ধারনের জায়গা ছিল না ৷ 'আরআরআর' ও 'বাহুবলী'-খ্যাত পরিচালক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধন্যবাদ জানান দর্শকদেরও ৷ যাঁরা তাঁদের ছবিকে এত ভালোবাসা উজার করে দেন ৷ অন্যদিকে, 'অ্যানিম্যাল' নিয়ে যেমন দর্শকদের মধ্যে উন্মাদনা কাজ করছে তেমনই নজর থাকছে মেঘনা গুলজার পরিচালিত 'শ্যাম বাহাদুর' ছবির দিকেও ৷ এই ছবির অ্যাডভান্স বুকিংও আশাজনক ফল দেবে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:

1. বিজয়কে ছেড়ে কার 'গার্লফ্রেন্ড' হতে চলেছেন রশ্মিকা, জল্পনা টিনসেল টাউনে

2. প্রকাশ্যে 'কান্তারা চ্যাপ্টার 1'র ঝলক, অনুরাগীদের চমকে দিলেন ঋষভ

3. বিয়ের রাত কাটতেই হাসপাতালে পরম-পত্নী, কী হল পিয়ার ?

হায়দরাবাদ, 28 নভেম্বর: রণবীর কাপুর অভিনীত 'অ্যানিম্যাল' প্রি-রিলিজ ইভেন্টে বসেছিল তারকাদের হাট ৷ সেখানে ঋষি-পুত্র ছাড়াও ববি দেওল, রশ্মিকা মন্দানা ও অনিল কাপুরের পাশাপাশি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অস্কারজয়ী ছবির পরিচালক এসএস রাজামৌলি ও দক্ষিণী তারকা মহেশ বাবু ৷ এদিন অনুষ্ঠানে অ্যানিম্যাল-পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পাশাপাশি রাজামৌলির মুখে শোনা গেল বলিউডের অন্যতম আর এক পরিচালক রাম গোপাল বর্মার প্রশংসা ৷

অনুষ্ঠানে রাজামৌলি জানান, সিনেমা তৈরির সংজ্ঞা বদলেছেন সন্দীপ ৷ নিত্যনতুন এক্সপেরিমেন্ট করতে থাকেন তিনি, যা একটা ছবিকে দর্শকদের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলে ৷ সবরকম চ্যালেঞ্জ পরিচালক অসাধারণ দক্ষতায় সামলাতে পটু ৷ এরপরেই তিনি পরিচালক রাম গোপাল বর্মার তুলনা করেন সন্দীপের সঙ্গে ৷ সেই ভিডিয়ো পরিচালক রামগোপাল শেয়ার করেছেন সোশাল হ্যান্ডেলে ৷ প্রখ্যাত পরিচালকের মুখে নিজের প্রশংসা শুনে অবাক হয়েছেন রামগোপালও ৷

ভিডিয়োতে দেখা গিয়েছে, অনুষ্ঠানে রাজামৌলি বলছেন, একসময়ে বলিউডে এমন এক পরিচালক ছিলেন যিনি তাঁর ছবি দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছিলেন ৷ 'সত্যা', 'রঙ্গীলা', 'ভূত', 'রক্ত চরিত্র'র মতো একাধিক ছবি ঝড় তুলেছিল বিনোদনের পর্দায় ৷ গল্প বলার ধরন থেকে পরিচালনায় অন্য মাত্রা এনেছিলেন রামগোপাল বর্মা ৷ তাঁর কাজের প্রশংসা করতে হয় ৷

উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে দর্শকদের তিল ধারনের জায়গা ছিল না ৷ 'আরআরআর' ও 'বাহুবলী'-খ্যাত পরিচালক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধন্যবাদ জানান দর্শকদেরও ৷ যাঁরা তাঁদের ছবিকে এত ভালোবাসা উজার করে দেন ৷ অন্যদিকে, 'অ্যানিম্যাল' নিয়ে যেমন দর্শকদের মধ্যে উন্মাদনা কাজ করছে তেমনই নজর থাকছে মেঘনা গুলজার পরিচালিত 'শ্যাম বাহাদুর' ছবির দিকেও ৷ এই ছবির অ্যাডভান্স বুকিংও আশাজনক ফল দেবে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:

1. বিজয়কে ছেড়ে কার 'গার্লফ্রেন্ড' হতে চলেছেন রশ্মিকা, জল্পনা টিনসেল টাউনে

2. প্রকাশ্যে 'কান্তারা চ্যাপ্টার 1'র ঝলক, অনুরাগীদের চমকে দিলেন ঋষভ

3. বিয়ের রাত কাটতেই হাসপাতালে পরম-পত্নী, কী হল পিয়ার ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.