ETV Bharat / entertainment

SRK Jawan Controversy: কিং খানের 'জওয়ান'-এর বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ - কিং খানের জওয়ান ছবির বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ

শাহরুখের কামব্যাক ছবি 'জওয়ান' এবার বিপদের মুখে ৷ এই ছবির বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ তুললেন দক্ষিণী পরিচালক মানিকম নারায়ন(Jawan plagiarism charges) ৷

SRK Jawan Controversy
কিং খানের 'জওয়ান'-এর বিরুদ্ধে উঠল গল্প চুরির অভিযোগ
author img

By

Published : Nov 7, 2022, 7:21 PM IST

মুম্বই, 7 নভেম্বর: শাহরুখের কামব্যাক ছবি 'জওয়ান' নিয়ে এই মুহূর্তে আগ্রহ তুঙ্গে অ ৷ আগামী বছর পর্দায় মুক্তি পাবে কিং খানের এই অ্যাকশন থ্রিলারটির ৷ চার বছর পর পর্দায় কামব্যাক করার জন্য় বলিউডের বাদশাহ হাত মিলিয়েছেন দক্ষিণী পরিচালক অ্য়াটলি কুমারের সঙ্গে(SRKs Jawan runs into trouble) ৷ কিন্তু কামব্যাক ছবি নিয়েই এবার সমস্য়ার মুখে এসআরকে-র এই অ্যাকশন এন্টারটেইনার ৷ ছবির বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ তুললেন দক্ষিণী পরিচালক মানিকম নারায়ন (Jawan plagiarism charges)৷

শুধু তাই নয়, এই নিয়ে তামিল চলচ্চিত্র প্রযোজক পরিষদের কাছে একটি অভিযোগও দায়ের করেছেন তিনি ৷ তাঁর মতে, 2006 সালের ছবি 'পেরারাসু'-র গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছে শাহরুখের 'জওয়ান'। মানিকম এও দাবি করেন এই গল্পের 'রাইট' তাঁর কাছে রয়েছে ৷ এখন পুরো বিষয়টি নিয় তদন্ত শুরু করেছে টিএফপিসি অর্থাৎ তামিল চলচ্চিত্র প্রযোজক পরিষদ (SRK Jawan plagiarism controversy) ৷

উদয়ন পরিচালিত 'পেরারাসু' ছবিতে বিজয়কান্তকে দেখা গিয়েছিল দ্বৈত চরিত্রে অভিনয় করতে ৷ এই ছবিটি একজন সিবিআই অফিসারের গল্পকে ঘিরে আবর্তিত হয়, যাকে একজন বিচারকের রহস্যজনক অন্তর্ধানের মামলার তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় ৷ মূলত শাহরুখ দ্বৈত চরিত্রে এই ছবিতে অভিনয় করছেন একথা ছড়িয়ে পরার পরেই এই নিয়ে আলোচনা শুরু হয় যে এই গল্পটিও 'পেরারাসু' ছবি থেকে অনুপ্রাণিত ৷ 'জওয়ান'-এর নির্মাতারা অবশ্য় এখনও এই বিষয়ে কোনও মুখ খোলেননি ৷

আরও পড়ুন: জন্মদিনে বড় সুখবর দিলেন কমল হাসান, 35 বছর পর কাজ করবেন মনি রত্নমের ছবিতে

প্রথম ঝলকেই বুঝিয়ে দেওয়া হয়েছিল অ্যাকশন ভরপুর হতে চলেছে শাহরুখের এই নতুন প্রজেক্ট ৷ হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, মালায়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে 'জওয়ান' ৷ শাহরুখের হোম প্রোডাকশন রেড চিলি এন্টারটেইনমেন্টের প্রযোজনাতেই সামনে আসতে চলেছে এই ছবি ৷ ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী বছরের 2 জুন ৷ ছবিতে শাহরুখের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে ৷ ঠিক যতটা ভরপুর রোম্যান্স ততটাই অ্যাকশনও থাকবে ছবিতে ৷

মুম্বই, 7 নভেম্বর: শাহরুখের কামব্যাক ছবি 'জওয়ান' নিয়ে এই মুহূর্তে আগ্রহ তুঙ্গে অ ৷ আগামী বছর পর্দায় মুক্তি পাবে কিং খানের এই অ্যাকশন থ্রিলারটির ৷ চার বছর পর পর্দায় কামব্যাক করার জন্য় বলিউডের বাদশাহ হাত মিলিয়েছেন দক্ষিণী পরিচালক অ্য়াটলি কুমারের সঙ্গে(SRKs Jawan runs into trouble) ৷ কিন্তু কামব্যাক ছবি নিয়েই এবার সমস্য়ার মুখে এসআরকে-র এই অ্যাকশন এন্টারটেইনার ৷ ছবির বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ তুললেন দক্ষিণী পরিচালক মানিকম নারায়ন (Jawan plagiarism charges)৷

শুধু তাই নয়, এই নিয়ে তামিল চলচ্চিত্র প্রযোজক পরিষদের কাছে একটি অভিযোগও দায়ের করেছেন তিনি ৷ তাঁর মতে, 2006 সালের ছবি 'পেরারাসু'-র গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছে শাহরুখের 'জওয়ান'। মানিকম এও দাবি করেন এই গল্পের 'রাইট' তাঁর কাছে রয়েছে ৷ এখন পুরো বিষয়টি নিয় তদন্ত শুরু করেছে টিএফপিসি অর্থাৎ তামিল চলচ্চিত্র প্রযোজক পরিষদ (SRK Jawan plagiarism controversy) ৷

উদয়ন পরিচালিত 'পেরারাসু' ছবিতে বিজয়কান্তকে দেখা গিয়েছিল দ্বৈত চরিত্রে অভিনয় করতে ৷ এই ছবিটি একজন সিবিআই অফিসারের গল্পকে ঘিরে আবর্তিত হয়, যাকে একজন বিচারকের রহস্যজনক অন্তর্ধানের মামলার তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় ৷ মূলত শাহরুখ দ্বৈত চরিত্রে এই ছবিতে অভিনয় করছেন একথা ছড়িয়ে পরার পরেই এই নিয়ে আলোচনা শুরু হয় যে এই গল্পটিও 'পেরারাসু' ছবি থেকে অনুপ্রাণিত ৷ 'জওয়ান'-এর নির্মাতারা অবশ্য় এখনও এই বিষয়ে কোনও মুখ খোলেননি ৷

আরও পড়ুন: জন্মদিনে বড় সুখবর দিলেন কমল হাসান, 35 বছর পর কাজ করবেন মনি রত্নমের ছবিতে

প্রথম ঝলকেই বুঝিয়ে দেওয়া হয়েছিল অ্যাকশন ভরপুর হতে চলেছে শাহরুখের এই নতুন প্রজেক্ট ৷ হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, মালায়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে 'জওয়ান' ৷ শাহরুখের হোম প্রোডাকশন রেড চিলি এন্টারটেইনমেন্টের প্রযোজনাতেই সামনে আসতে চলেছে এই ছবি ৷ ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী বছরের 2 জুন ৷ ছবিতে শাহরুখের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে ৷ ঠিক যতটা ভরপুর রোম্যান্স ততটাই অ্যাকশনও থাকবে ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.