ETV Bharat / entertainment

SRK in Tiger 3: ফের একসঙ্গে ভাইজান-বাদশা ! সলমনের 'টাইগার 3' ছবির জন্য় শ্যুটিং শুরু করবেন এসআরকে - SRK to start shooting for Tiger 3

এপ্রিলের শেষ নাগাদই সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করার প্রস্তুতি সেরে ফেলবেন শাহরুখ ৷ অর্থাৎ এপ্রিলেই মুম্বইতে শ্যুটিং শুরু করতে চলেছেন এসআরকে (SRK to start shooting for Tiger 3)৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 24, 2023, 3:28 PM IST

মুম্বই, 24 ফেব্রুয়ারি: মনীশ শর্মা পরিচালিত 'টাইগার 3' ছবির জন্য় বহুদিন ধরেই অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা ৷ সলমন-ক্য়াটরিনার এই ছবিতে যে শাহরুখও অভিনয় করতে চলেছেন তা জানা গিয়েছিল আগেই ৷ সূত্রের খবর অনুযায়ী, খুব তাড়াতাড়ি ছবির জন্য় কাজ শুরু করবেন শাহরুখও ৷ কিছুদিন আগেই সিনে সমালোচক তরণ আদর্শ জানিয়েছিলেন, শাহরুখের প্রবেশ হতে চলেছে এই ছবিতে ৷ অর্থাৎ টাইগারের সঙ্গে এবার পাঠানকেও দেখতে পাবেন দর্শকরা (SRK to start shooting for Tiger 3) ৷

এর আগে শাহরুখের 'পাঠান' ছবিতে ক্য়ামিও করেছিলেন ভাইজান ৷ তখনই যশরাজ ফিল্মস কর্তৃপক্ষ জানিয়েছিল তারা একটি এমন স্পাই ইউনিভার্স তৈরি করার চেষ্টা করার করছেন যেখানে তিনজন স্পাই অর্থাৎ কবীর, পাঠান এবং টাইগারকে একসঙ্গে কাজ করতে দেখবে দর্শকরা ৷ তাঁদের এই শর্ত মেনেই এবার সলমনের ছবির জন্য় কাজ শুরু করবেন বলিউডের বাদশা ৷

খবর অনুযায়ী, আগামী এপ্রিলে শুরু হতে চলেছে শাহরুখের শ্যুটিং ৷ নির্মাতাদের ঘনিষ্ঠ এক সূত্রের কথায়, 'টাইগার 3 ছবিতে পাঠানের এন্ট্রির জন্য় চোখ রাখুন ৷ সুপারস্পাইরা একে অন্যের ছবিতেও কাজ করবেন ৷ ওয়াইআরএফের স্পাই ইউনির্ভাস নতুন চমক, নতুন মোড় এবং প্রচণ্ড বিনোদনের জন্য তৈরি থাকুন ৷' এই সূত্র আরও দাবি করেছে, এপ্রিলের শেষ নাগাদ মুম্বইতেই শ্যুটিংয়ের কাজ শুরু করবেন এসআরকে ৷

আরও পড়ুন: কেউ বলছেন 'ফ্লপ', কেউ বা 'পয়সাউসুল' ! দেখে নিন 'সেলফি' নিয়ে নেটপাড়ার অভিমত

এর আগে শাহরুখ -সলমনকে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছে করণ-অর্জুন-এর মতো ব্লকবাস্টার হিট ছবিতে ৷ আর এবার তাঁরা 'পাঠান'-এর হাত ধরে কামব্যাক করার পর আবারও স্ক্রিনশেয়ার করবেন 'টাইগার 3' ছবিতে ৷ এই ছবি ছাড়াও সলমন এখন ব্যস্ত তাঁর আসন্ন ছবি 'কিসি কা ভাই কিসি কা জান' ছবি নিয়ে ৷ যদিও এই ছবির শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ৷ আর অন্যদিকে শাহরুখ খান পর্দায় ফিরবেন তাঁর জওয়ান ছবির হাত ধরে ৷ আর তাছাড়াও এসআরকের হাতে রয়েছে রাজকুমার হিরানি পরিচালিত 'ডানকি' ছবির কাজ ৷

মুম্বই, 24 ফেব্রুয়ারি: মনীশ শর্মা পরিচালিত 'টাইগার 3' ছবির জন্য় বহুদিন ধরেই অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা ৷ সলমন-ক্য়াটরিনার এই ছবিতে যে শাহরুখও অভিনয় করতে চলেছেন তা জানা গিয়েছিল আগেই ৷ সূত্রের খবর অনুযায়ী, খুব তাড়াতাড়ি ছবির জন্য় কাজ শুরু করবেন শাহরুখও ৷ কিছুদিন আগেই সিনে সমালোচক তরণ আদর্শ জানিয়েছিলেন, শাহরুখের প্রবেশ হতে চলেছে এই ছবিতে ৷ অর্থাৎ টাইগারের সঙ্গে এবার পাঠানকেও দেখতে পাবেন দর্শকরা (SRK to start shooting for Tiger 3) ৷

এর আগে শাহরুখের 'পাঠান' ছবিতে ক্য়ামিও করেছিলেন ভাইজান ৷ তখনই যশরাজ ফিল্মস কর্তৃপক্ষ জানিয়েছিল তারা একটি এমন স্পাই ইউনিভার্স তৈরি করার চেষ্টা করার করছেন যেখানে তিনজন স্পাই অর্থাৎ কবীর, পাঠান এবং টাইগারকে একসঙ্গে কাজ করতে দেখবে দর্শকরা ৷ তাঁদের এই শর্ত মেনেই এবার সলমনের ছবির জন্য় কাজ শুরু করবেন বলিউডের বাদশা ৷

খবর অনুযায়ী, আগামী এপ্রিলে শুরু হতে চলেছে শাহরুখের শ্যুটিং ৷ নির্মাতাদের ঘনিষ্ঠ এক সূত্রের কথায়, 'টাইগার 3 ছবিতে পাঠানের এন্ট্রির জন্য় চোখ রাখুন ৷ সুপারস্পাইরা একে অন্যের ছবিতেও কাজ করবেন ৷ ওয়াইআরএফের স্পাই ইউনির্ভাস নতুন চমক, নতুন মোড় এবং প্রচণ্ড বিনোদনের জন্য তৈরি থাকুন ৷' এই সূত্র আরও দাবি করেছে, এপ্রিলের শেষ নাগাদ মুম্বইতেই শ্যুটিংয়ের কাজ শুরু করবেন এসআরকে ৷

আরও পড়ুন: কেউ বলছেন 'ফ্লপ', কেউ বা 'পয়সাউসুল' ! দেখে নিন 'সেলফি' নিয়ে নেটপাড়ার অভিমত

এর আগে শাহরুখ -সলমনকে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছে করণ-অর্জুন-এর মতো ব্লকবাস্টার হিট ছবিতে ৷ আর এবার তাঁরা 'পাঠান'-এর হাত ধরে কামব্যাক করার পর আবারও স্ক্রিনশেয়ার করবেন 'টাইগার 3' ছবিতে ৷ এই ছবি ছাড়াও সলমন এখন ব্যস্ত তাঁর আসন্ন ছবি 'কিসি কা ভাই কিসি কা জান' ছবি নিয়ে ৷ যদিও এই ছবির শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ৷ আর অন্যদিকে শাহরুখ খান পর্দায় ফিরবেন তাঁর জওয়ান ছবির হাত ধরে ৷ আর তাছাড়াও এসআরকের হাতে রয়েছে রাজকুমার হিরানি পরিচালিত 'ডানকি' ছবির কাজ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.