ETV Bharat / entertainment

SRK to Deepika on Birthday: 'তোমার জন্য গর্বিত', জন্মদিনে দীপিকাকে শুভেচ্ছা কিং খানের - SRK to Deepika on Birthday

দীপিকার জন্মদিনে শুভেচ্ছা জানালেন কিং খান ৷ তাঁর কথায়, দীপিকা যেভাবে প্রতিটি চরিত্রে পর্দায় রাজ করেছেন তাতে তিনি গর্বিত (SRK to Deepika on Birthday) ৷

SRK to Deepika on Birthday
জন্মদিনে দীপিকাকে শুভেচ্ছা শাহরুখের
author img

By

Published : Jan 5, 2023, 1:45 PM IST

মুম্বই, 5 জানুয়ারি: দীপিকা পাড়ুকোনের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছে বলিউড । এবার তাঁকে শুভেচ্ছা জানালেন তাঁর পাঠান কো-স্টার কিং খানও ৷ এর আগে বুধবার তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি ওপেন চ্যাট সেশনের আয়োজন করেন এসআরকে ৷ সেখানেও দীপিকাকে প্রশংসায় ভরিয়েছিলেন তাঁর আসন্ন ছবির নায়ক ৷ বলিউডের বেতাজ বাদশাহ লিখেছিলেন, 'ও ভীষণ ভালো (SRK on Deepika) ৷'

এবার তাঁর পর্দার নায়িকার জন্মদিনেও একটু সুন্দর নোট লিখলেন শাহরুখ ৷ নতুন ছবি থেকে দীপিকার একটি পোস্টার শেয়ার করে তিনি লেখেন, 'আমার প্রিয় দীপিকা পাড়ুকোনের জন্য: তুমি যেভাবে প্রতিটি অবতারে পর্দায় রাজ করেছ তার জন্য সর্বদা গর্বিত ৷ শুভ জন্মদিন, অনেক অনেক ভালোবাসা ৷ 25 জানুয়ারি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'পাঠান' (SRK to Deepika on Birthday)' ৷

দীপিকার সঙ্গে এই প্রথমবার মোটেই জুটি বাঁধছেন না শাহরুখ ৷ সেই অর্থে দেখতে হলে দীপিকার বলিউড কেরিয়ারই শুরু হয় শাহরুখের নায়িকা হিসেবে ৷ সালটা ছিল 2007 । ছবির নাম ছিল 'ওম শান্তি ওম' ৷ এরপরেও দুবার অনস্ক্রিন জুটি বেঁধেছেন শাহরুখ-দীপিকা ৷ 'চেন্নাই এক্সপ্রেস' এবং 'হ্যাপি নিউ ইয়ার'-এ রীতিমতো জমে উঠেছিল তাঁদের রসায়ন ৷ এবার আসছে 'পাঠান' ৷

আরও পড়ুন: 'পাঠান' ছবির পোস্টার ছিঁড়ে বিক্ষোভ বজরং দলের

এখন এই ছবি কতখানি সফলতা পায় সেটাই দেখার ৷ এর আগে কিং খানের 57তম জন্মদিনে মুক্তি পেয়েছিল ছবির টিজার ৷ টিজারেই প্রমাণ মিলেছে দেশাত্মবোধ, অ্য়াকশন এবং সাসপেন্সের একটা জমজমাট পটবয়লার হতে চলেছে এই ছবি ৷ ছবির গল্প অনুযায়ী পাঠান একজন গুপ্তচর ৷ তার বিভিন্ন অভিযানের কথা শোনা যায় ৷ তবে তারপর হঠাৎই একটি মিশনের পর তার আর খোঁজ মেলে না ৷ সে ধরা পড়েছে জানা যায় ঠিকই তবে সে বেঁচে আছে কিনা তা কেউ জানা নেই ৷ এই চরিত্রেই যে পর্দায় আসবেন কিং খান তা বলাই বাহুল্য ৷ ছবির প্রযোজনা করছে যশরাজ ফিল্মস ৷ 25 জানুয়ারি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'পাঠান'।

মুম্বই, 5 জানুয়ারি: দীপিকা পাড়ুকোনের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছে বলিউড । এবার তাঁকে শুভেচ্ছা জানালেন তাঁর পাঠান কো-স্টার কিং খানও ৷ এর আগে বুধবার তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি ওপেন চ্যাট সেশনের আয়োজন করেন এসআরকে ৷ সেখানেও দীপিকাকে প্রশংসায় ভরিয়েছিলেন তাঁর আসন্ন ছবির নায়ক ৷ বলিউডের বেতাজ বাদশাহ লিখেছিলেন, 'ও ভীষণ ভালো (SRK on Deepika) ৷'

এবার তাঁর পর্দার নায়িকার জন্মদিনেও একটু সুন্দর নোট লিখলেন শাহরুখ ৷ নতুন ছবি থেকে দীপিকার একটি পোস্টার শেয়ার করে তিনি লেখেন, 'আমার প্রিয় দীপিকা পাড়ুকোনের জন্য: তুমি যেভাবে প্রতিটি অবতারে পর্দায় রাজ করেছ তার জন্য সর্বদা গর্বিত ৷ শুভ জন্মদিন, অনেক অনেক ভালোবাসা ৷ 25 জানুয়ারি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'পাঠান' (SRK to Deepika on Birthday)' ৷

দীপিকার সঙ্গে এই প্রথমবার মোটেই জুটি বাঁধছেন না শাহরুখ ৷ সেই অর্থে দেখতে হলে দীপিকার বলিউড কেরিয়ারই শুরু হয় শাহরুখের নায়িকা হিসেবে ৷ সালটা ছিল 2007 । ছবির নাম ছিল 'ওম শান্তি ওম' ৷ এরপরেও দুবার অনস্ক্রিন জুটি বেঁধেছেন শাহরুখ-দীপিকা ৷ 'চেন্নাই এক্সপ্রেস' এবং 'হ্যাপি নিউ ইয়ার'-এ রীতিমতো জমে উঠেছিল তাঁদের রসায়ন ৷ এবার আসছে 'পাঠান' ৷

আরও পড়ুন: 'পাঠান' ছবির পোস্টার ছিঁড়ে বিক্ষোভ বজরং দলের

এখন এই ছবি কতখানি সফলতা পায় সেটাই দেখার ৷ এর আগে কিং খানের 57তম জন্মদিনে মুক্তি পেয়েছিল ছবির টিজার ৷ টিজারেই প্রমাণ মিলেছে দেশাত্মবোধ, অ্য়াকশন এবং সাসপেন্সের একটা জমজমাট পটবয়লার হতে চলেছে এই ছবি ৷ ছবির গল্প অনুযায়ী পাঠান একজন গুপ্তচর ৷ তার বিভিন্ন অভিযানের কথা শোনা যায় ৷ তবে তারপর হঠাৎই একটি মিশনের পর তার আর খোঁজ মেলে না ৷ সে ধরা পড়েছে জানা যায় ঠিকই তবে সে বেঁচে আছে কিনা তা কেউ জানা নেই ৷ এই চরিত্রেই যে পর্দায় আসবেন কিং খান তা বলাই বাহুল্য ৷ ছবির প্রযোজনা করছে যশরাজ ফিল্মস ৷ 25 জানুয়ারি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'পাঠান'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.