হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি: আগামী দীপাবলিতে মুক্তি পেতে চলেছে বলিউডের ভাইজানের নতুন ছবি 'টাইগার 3' ৷ ছবিতে সলমনকে দেখা যাবে গুপ্তচরের অবতারে ৷ যশরাজ ফিল্মসের তৈরি স্পাই ইউনিভার্সের অন্যতম যে 'টাইগার' তার আভাস 'পাঠান'-এই পেয়ে গিয়েছেন দর্শকরা ৷ বিপদ থেকে বাঁচতে গুপ্তচর পাঠানকে সঙ্গ দিয়েছিল টাইগারও ৷ আর এবার ক্যাটরিনা-সলমনের এই ইউনিভার্সে যুক্ত হবেন শাহরুখও ৷ জানা গিয়েছে ঠিক যেভাবে পাঠান ছবিতে মন মাতিয়েছিলেন ভাইজান সলমন ৷ তেমনই ভাইজানের 'টাইগার'-এর পরবর্তী অধ্য়ায়ে দেখা যাবে শাহরুখকে (SRK in Salman New Fim Tiger 3) ৷
সোমবার এই খবর শেয়ার করেছেন সিনে সমালোচক তথা ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ৷ তিনি টুইটে লিখেছেন, "পাঠান-এ ম্যাজিক সৃষ্টি করেছেন এসআরকে এবং সলমন ৷ আর এবার দীপাবলিতে টাইগার 3-এর জন্য় আবার একত্রিত হতে চলেছেন মাইটি খানেরা ৷" এর আগে মুক্তি পেয়েছে এই ছবির দু'টি কিস্তি ৷ 'এক থা টাইগার' এবং 'টাইগার জিন্দা হ্যায়' দু'টি ছবিই ছিল ব্লকবাস্টার হিট ৷
আরও পড়ুন: সামনে এল জ্যাকি শ্রফের লুক, দেখুন 'জেলার' এর পোস্টার
ইতিমধ্য়েই সামনে এসেছে এই ছবির অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো ৷ এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন মনীশ শর্মা ৷ 'এক থা টাইগার' পরিচালনা করেছিলেন কবীর খান ৷ 2012 সালে মুক্তি পেয়েছিল এই ছবি ৷ এরপর 2017 সালে মুক্তি পায় 'টাইগার জিন্দা হ্যায়' ৷ এই ছবিতে পরিচালনার দায়িত্ব সামলান আলি আব্বাস জাফর ৷ টাইগারের তৃতীয় কাহিনি বলতে চলেছে এই সিরিজের নতুন ছবিটি ৷
-
#SRK and #SalmanKhan created magic in #Pathaan… The mighty #Khans will reunite this #Diwali for #Tiger3… The fifth film in #YRFSpyUniverse is sure to explode at the #BO… Another record-smasher on the cards. pic.twitter.com/gdzC9kFdhD
— taran adarsh (@taran_adarsh) February 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#SRK and #SalmanKhan created magic in #Pathaan… The mighty #Khans will reunite this #Diwali for #Tiger3… The fifth film in #YRFSpyUniverse is sure to explode at the #BO… Another record-smasher on the cards. pic.twitter.com/gdzC9kFdhD
— taran adarsh (@taran_adarsh) February 6, 2023#SRK and #SalmanKhan created magic in #Pathaan… The mighty #Khans will reunite this #Diwali for #Tiger3… The fifth film in #YRFSpyUniverse is sure to explode at the #BO… Another record-smasher on the cards. pic.twitter.com/gdzC9kFdhD
— taran adarsh (@taran_adarsh) February 6, 2023
আর এবারও পরিচালনায় আরও এক নতুন পরিচালক ৷ তবে 'পাঠান' যেভাবে ইতিমধ্য়েই বিশ্বব্যাপী 832 কোটি টাকা ইতিমধ্য়েই আয় করে ফেলেছে তাতে তাদের এই নতুন স্পাই ইউনির্ভাস নিয়ে যথেষ্ট আশাবাদী যশরাজ ফিল্মস ৷ এই ইউনিভার্সের আরেকজন সদস্য় কবীর ৷ অর্থাৎ হৃতিক-সলমন-শাহরুখকেও আগামীতে একসঙ্গে দেখার সুযোগ রয়েছে দর্শকের কাছে ৷ আপাতত যদিও কোনও অফিসিয়াল বিবৃতি আসেনি ৷ তবে সলমন-শাহরুখ 'টাইগার 3'-এও যদি স্ক্রিন শেয়ার করেন তাহলে সকলে যে খুশিই হবেন তা বলাই বাহুল্য ৷