ETV Bharat / entertainment

Kamal Haasan Wishes Team Jawan: 'দেশের কাছে শাহরুখ ভালোবাসার প্রতীক', জওয়ানের সাফল্য কামনা কমলের - শাহরুখ খান

Kamal Haasan praise SRK at Jawan pre-release event: কমল হাসান চেন্নাইতে জাওয়ানের প্রি-রিলিজ ইভেন্টে শাহরুখ খান এবং টিম অ্যাটলিকে শুভেচ্ছা জানালেন । প্রবীণ অভিনেতা ওই অনুষ্ঠানে একটি ভিডিয়োবার্তা পাঠিয়েছেন ৷

Kamal Haasan Wishes Team Jawan
জওয়ানের সাফল্য কামনা কমলের
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 8:01 PM IST

হায়দরাবাদ, 30 অগস্ট: সুপারস্টার শাহরুখ খানের ছবি জওয়ান 7 সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে ৷ ছবির মুক্তির আগে নির্মাতারা বুধবার তামিলনাড়ুর চেন্নাইতে জাওয়ানের প্রি-রিলিজ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন । প্রচারমূলক এই ইভেন্টে জওয়ানের কলাকুশলীরা উপস্থিত হন ৷ সেখানেই দেখানো হয় কিংবদন্তি দক্ষিণী অভিনেতা কমল হাসানের একটি ভিডিয়োবার্তা ৷ সেখানে এসআরকে-কে তাঁর আসন্ন ফিল্মের জন্য শুভেচ্ছা জানিয়েছেন কমল হাসান ।

শাহরুখ খান এবং কমল হাসানের বন্ডিং কয়েক দশক পুরনো ৷ তাঁরা 2000 সালে মুক্তিপ্রাপ্ত হে রাম-এ একসঙ্গে কাজ করেছেন । জওয়ানের প্রি-রিলিজ ইভেন্টে কমল হাসান বলিউডের বাদশা শাহরুখ খানের ভূয়সী প্রশংসা করেন । প্রবীণ অভিনেতা টিম জওয়ানের দারুণ সাফল্য কামনা করে বলেছেন যে, তিনি আশা করছেন এই ছবি শাহরুখের আগের ছবি পাঠানের থেকে আরও বড় ব্লকবাস্টার হয়ে উঠুক ৷

ভিডিয়োতে কমল হাসানকে বলতে দেখা যায়, "এসআরকে ভারতের কাছে ভালোবাসার আইকন । আমি চাই এই ছবিটি সফল হোক । আমি অ্যাটলির জন্য খুব খুশি । তাঁর প্রথম ছবি রাজা রানির পুজোয় আমি সেখানে ছিলাম ।" চলচ্চিত্র শিল্পে কিং খানের অবদানের জন্য তাঁকে কুর্নিশ জানিয়েছেন বিক্রম তারকা ৷

অ্যাটলি পরিচালিত জওয়ান 7 সেপ্টেম্বর বড় পর্দায় আসতে চলেছে ৷ শাহরুখ খানের প্রোডাকশন ব্যানার রেড চিলিজ এন্টারটেইনমেন্টের এই অ্যাকশন থ্রিলারটিতে এসআরকে ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি ও সুনীল গ্রোভার ৷

আরও পড়ুন: বিদেশের মাঠে কিস্তিমাত করল 'সালার', প্রভাসের ছবির কাছে পিছিয়ে কিং খানের 'জওয়ান'

হায়দরাবাদ, 30 অগস্ট: সুপারস্টার শাহরুখ খানের ছবি জওয়ান 7 সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে ৷ ছবির মুক্তির আগে নির্মাতারা বুধবার তামিলনাড়ুর চেন্নাইতে জাওয়ানের প্রি-রিলিজ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন । প্রচারমূলক এই ইভেন্টে জওয়ানের কলাকুশলীরা উপস্থিত হন ৷ সেখানেই দেখানো হয় কিংবদন্তি দক্ষিণী অভিনেতা কমল হাসানের একটি ভিডিয়োবার্তা ৷ সেখানে এসআরকে-কে তাঁর আসন্ন ফিল্মের জন্য শুভেচ্ছা জানিয়েছেন কমল হাসান ।

শাহরুখ খান এবং কমল হাসানের বন্ডিং কয়েক দশক পুরনো ৷ তাঁরা 2000 সালে মুক্তিপ্রাপ্ত হে রাম-এ একসঙ্গে কাজ করেছেন । জওয়ানের প্রি-রিলিজ ইভেন্টে কমল হাসান বলিউডের বাদশা শাহরুখ খানের ভূয়সী প্রশংসা করেন । প্রবীণ অভিনেতা টিম জওয়ানের দারুণ সাফল্য কামনা করে বলেছেন যে, তিনি আশা করছেন এই ছবি শাহরুখের আগের ছবি পাঠানের থেকে আরও বড় ব্লকবাস্টার হয়ে উঠুক ৷

ভিডিয়োতে কমল হাসানকে বলতে দেখা যায়, "এসআরকে ভারতের কাছে ভালোবাসার আইকন । আমি চাই এই ছবিটি সফল হোক । আমি অ্যাটলির জন্য খুব খুশি । তাঁর প্রথম ছবি রাজা রানির পুজোয় আমি সেখানে ছিলাম ।" চলচ্চিত্র শিল্পে কিং খানের অবদানের জন্য তাঁকে কুর্নিশ জানিয়েছেন বিক্রম তারকা ৷

অ্যাটলি পরিচালিত জওয়ান 7 সেপ্টেম্বর বড় পর্দায় আসতে চলেছে ৷ শাহরুখ খানের প্রোডাকশন ব্যানার রেড চিলিজ এন্টারটেইনমেন্টের এই অ্যাকশন থ্রিলারটিতে এসআরকে ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি ও সুনীল গ্রোভার ৷

আরও পড়ুন: বিদেশের মাঠে কিস্তিমাত করল 'সালার', প্রভাসের ছবির কাছে পিছিয়ে কিং খানের 'জওয়ান'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.