ETV Bharat / entertainment

Srijit Mukherji: ফ্লু'তে আক্রান্ত সৃজিত, জানালেন পরিচালক-ঘরণি মিথিলা - suffering from flu fever

ফ্লু জ্বরে আক্রান্ত সৃজিত মুখোপাধ্যায় ৷ বর্তমানে সুস্থ আছেন তিনি ৷ বুধবার আচমকাই ত্বর আসে তাঁর ৷ সোশাল মিডিয়ায় পোস্ট দেখে অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেন ৷ এরপরেই তাঁর ঘরণী জানিয়েছেন ভালো আছেন পরিচালক ৷

Etv Bharat
ফ্লু জ্বরে আক্রান্ত পরিচালক সৃজিত
author img

By

Published : Aug 17, 2023, 6:05 PM IST

কলকাতা, 17 অগস্ট: বারংবার শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ কিছুদিন আগেই বুকে ব্যথার সমস্যার কথা জানা গিয়েছিল তাঁর ৷ এরপর বুধবার পরিচালকের সোশাল মিডিয়ায় পোস্ট দেখে উদ্বেগ জাগে অনুরাগীদের মধ্যে ৷ "অন্ধকার নেমে আসছে, আর তার ঘনত্ব এতটাই যে, কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।" সৃজিত মুখোপাধ্যায়ের এই পোস্ট ঘিরে নানা প্রশ্ন ওঠে ৷ অনুরাগীরা জানতে চান, কেন এই পোস্ট? কী হয়েছে পরিচালকের ? প্রিয় পরিচালক কি তা হলে অসুস্থ ?

এই ব্যাপারে পরিচালককে ইটিভি ভারতের তরফে ফোন করা হলে তাঁর সাড়া মেলেনি। তবে সবটা জানালেন সৃজিত ঘরণি রাফিয়াথ রশিদ মিথিলা। তিনি ইটিভি ভারতকে বলেন, "ফ্লু হয়েছে। এখন ভালোই আছে সৃজিত।" সম্প্রতি 'দশম অবতার' ছবির শুটিং শেষ করেছেন তিনি। বাকি রয়েছে অল্পবিস্তর কাজ। 'দশম অবতার'-এর মাত্র এক দিনের আউটডোরের শুটিংয়ের পরিকল্পনা ছিল উত্তরবঙ্গে। সেখানে যাওয়ার কথা ছিল ছবির অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং জয়া আহসানেরও। 'দশম অবতার' ছবিতে রয়েছেন একঝাঁক তারকা ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, জয়া আহসান, অনির্বাণ ভট্টাটার্য ৷

কিন্তু বুধবার আচমকাই অসুস্থ হয়ে পড়ায় বাতিল হয় সেই আউটডোর শ্যুটিং ৷ মনে করা হচ্ছে, সুস্থ হওয়ার পরেই খুব শীঘ্রই ছবির বাকি কাজটুকু শেষ করবেন পরিচালক সৃজিত ৷ গত জুন মাসেও শারীরিক অসুস্থতা জানাতে সমাজমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন সৃজিত। তিনি লিখেছিলেন, "ভেবেছিলাম কাজে বেরোব। কিন্তু হৃদয় পরিবর্তন হল।" পরে জানা যায়, পরিচালক হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন। ডাক্তারের পরামর্শে তাঁর অ্যাঞ্জিয়োগ্রাম করানো হয়। কিন্তু পরীক্ষার ফলাফলে খারাপ কিছু আসেনি।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'দশম অবতার' শুটিংয়ের ফাঁকে ক্যামেরাবন্দি সৃজিত-প্রসেনজিৎ জুটি

অবশ্য শুধু 'দশম অবতার' নয়, সৃজিতের আরও একটি ওয়েব প্রোজেক্ট এই পুজোয় মুক্তির অপেক্ষায় ৷ ফেলুদার পর এবার ব্যোমকেশের কাহিনীতে হাত দিয়েছেন পরিচালক ৷ তাঁর হাত ধরেই ওভার দ্য টপে মুক্তি পাবে 'দুর্গ রহস্য' সিরিজ ৷

কলকাতা, 17 অগস্ট: বারংবার শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ কিছুদিন আগেই বুকে ব্যথার সমস্যার কথা জানা গিয়েছিল তাঁর ৷ এরপর বুধবার পরিচালকের সোশাল মিডিয়ায় পোস্ট দেখে উদ্বেগ জাগে অনুরাগীদের মধ্যে ৷ "অন্ধকার নেমে আসছে, আর তার ঘনত্ব এতটাই যে, কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।" সৃজিত মুখোপাধ্যায়ের এই পোস্ট ঘিরে নানা প্রশ্ন ওঠে ৷ অনুরাগীরা জানতে চান, কেন এই পোস্ট? কী হয়েছে পরিচালকের ? প্রিয় পরিচালক কি তা হলে অসুস্থ ?

এই ব্যাপারে পরিচালককে ইটিভি ভারতের তরফে ফোন করা হলে তাঁর সাড়া মেলেনি। তবে সবটা জানালেন সৃজিত ঘরণি রাফিয়াথ রশিদ মিথিলা। তিনি ইটিভি ভারতকে বলেন, "ফ্লু হয়েছে। এখন ভালোই আছে সৃজিত।" সম্প্রতি 'দশম অবতার' ছবির শুটিং শেষ করেছেন তিনি। বাকি রয়েছে অল্পবিস্তর কাজ। 'দশম অবতার'-এর মাত্র এক দিনের আউটডোরের শুটিংয়ের পরিকল্পনা ছিল উত্তরবঙ্গে। সেখানে যাওয়ার কথা ছিল ছবির অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং জয়া আহসানেরও। 'দশম অবতার' ছবিতে রয়েছেন একঝাঁক তারকা ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, জয়া আহসান, অনির্বাণ ভট্টাটার্য ৷

কিন্তু বুধবার আচমকাই অসুস্থ হয়ে পড়ায় বাতিল হয় সেই আউটডোর শ্যুটিং ৷ মনে করা হচ্ছে, সুস্থ হওয়ার পরেই খুব শীঘ্রই ছবির বাকি কাজটুকু শেষ করবেন পরিচালক সৃজিত ৷ গত জুন মাসেও শারীরিক অসুস্থতা জানাতে সমাজমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন সৃজিত। তিনি লিখেছিলেন, "ভেবেছিলাম কাজে বেরোব। কিন্তু হৃদয় পরিবর্তন হল।" পরে জানা যায়, পরিচালক হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন। ডাক্তারের পরামর্শে তাঁর অ্যাঞ্জিয়োগ্রাম করানো হয়। কিন্তু পরীক্ষার ফলাফলে খারাপ কিছু আসেনি।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'দশম অবতার' শুটিংয়ের ফাঁকে ক্যামেরাবন্দি সৃজিত-প্রসেনজিৎ জুটি

অবশ্য শুধু 'দশম অবতার' নয়, সৃজিতের আরও একটি ওয়েব প্রোজেক্ট এই পুজোয় মুক্তির অপেক্ষায় ৷ ফেলুদার পর এবার ব্যোমকেশের কাহিনীতে হাত দিয়েছেন পরিচালক ৷ তাঁর হাত ধরেই ওভার দ্য টপে মুক্তি পাবে 'দুর্গ রহস্য' সিরিজ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.