কলকাতা, 25 ডিসেম্বর: সৃজিতের ছবিতে দেব-রুক্মিণী ৷ খবরটা সামনে এসেছিল আগেই ৷ এবার ক্রিসমাসে দর্শকের জন্য বড়সড় উপহার নিয়ে হাজির হলেন সৃজিত মুখোপাধ্যায় ৷ একই সঙ্গে সোমবার দেবের জন্মদিনও ৷ আর সেই দিনেই সামনে এল এই বহু প্রতীক্ষিত ছবির নাম ও পোস্টার ৷ বক্স অফিস হোক বা সমালোচকের দরবার সম্প্রতি বেশ প্রশংসা কুড়িয়েছে তাঁর পরিচালিত ছবি 'দশম অবতার' ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যরা দর্শকের মন কেড়েছেন অসামান্য অভিনয়ে ৷ এবার দেবের সঙ্গে হাত মেলালেন সৃজিত ৷
ছবির নাম 'টেক্কা' ৷ দেবের সঙ্গে ছবিতে রয়েছেন রুক্মিণী মৈত্র ও স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ সোমবার সামনে এল ছবির পোস্টার ৷ পোস্টারেও রয়েছে তাসের টেক্কার ছবি ৷ আর তার মধ্যেই নায়ক এবং একটি বাচ্চা মেয়ের অবয়বও ফুটে উঠেছে পেনসিল স্কেচে ৷ হাতে পিস্তল নিয়ে নায়ক এগিয়ে চলেছে ৷ তার হাত ধরে এগিয়ে চলেছে একটি বাচ্চা মেয়ে ৷ পোস্টার দেখে গল্প সম্পর্কে তেমন কোনও ধারনা পাওয়া অসম্ভব ৷
তবে পোস্টার শেয়ার করে সৃজিত লিখেছেন, "সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক ...টেক্কা ৷" তাসের খেলায় লুকোনো অস্ত্র হিসাবে টেক্কার ব্যবহার করেন খেলোয়াড়রা ৷ হয়তো তেমনই কিছু থাকবে এই ছবির কাহিনিতেও ৷ এর আগেই শোনা গিয়েছিল, সৃজিতের হাত ধরে দেব হতে চলেছেন ব্যোমকেশ ৷ তবে সেই স্বপ্ন পূর্ণ হয়নি ৷ বরং কিছুটা তাপউত্তাপের পর্বও চলেছিল বলে শোনা যায় ৷ শেষমেষ বিরসা দাশগুপ্তের ছবিতে ব্যোমকেশ হন দেব ৷ আর অনির্বাণকে ব্যোমকেশ সাজান সৃজিত ৷
-
সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক ... pic.twitter.com/eSGqBbmViJ
— Srijit Mukherji (@srijitspeaketh) December 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক ... pic.twitter.com/eSGqBbmViJ
— Srijit Mukherji (@srijitspeaketh) December 25, 2023সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক ... pic.twitter.com/eSGqBbmViJ
— Srijit Mukherji (@srijitspeaketh) December 25, 2023
তবে কাজ চলাকালীনই সব দ্বন্দ্বের অবসান ঘটিয়ে দেবের 'দুর্গ রহস্য' ছবির প্রচারে হাজির হন পরিচালক ৷ এরই মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল দেব সৃজিতের ব্যোমকেশ নন ঠিকই তবে তাঁকে নিয়ে অন্য একটি ছবি করার কথা ভাবছেন পরিচালক ৷ অবশেষে সামনে এল সেই ছবির পোস্টার ৷
আরও পড়ুন: