ETV Bharat / entertainment

আস্তিনে লুকনো 'টেক্কা' নিয়ে আগামী পুজোয় আসছেন সৃজিত, জন্মদিনে দেবকে উপহার পরিচালকের - দেবের জন্মদিনে নতুন ছবি

Srijit on Dev Birthday: সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে জুটি বাঁধছেন দেব ও রুক্মিণী মৈত্র ৷ গুঞ্জন শোনা গিয়েছিল আগেই ৷ এবার দেবের জন্মদিনে নতুন ছবির নাম ও পোস্টার শেয়ার করলেন সৃজিত ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2023, 3:33 PM IST

কলকাতা, 25 ডিসেম্বর: সৃজিতের ছবিতে দেব-রুক্মিণী ৷ খবরটা সামনে এসেছিল আগেই ৷ এবার ক্রিসমাসে দর্শকের জন্য বড়সড় উপহার নিয়ে হাজির হলেন সৃজিত মুখোপাধ্যায় ৷ একই সঙ্গে সোমবার দেবের জন্মদিনও ৷ আর সেই দিনেই সামনে এল এই বহু প্রতীক্ষিত ছবির নাম ও পোস্টার ৷ বক্স অফিস হোক বা সমালোচকের দরবার সম্প্রতি বেশ প্রশংসা কুড়িয়েছে তাঁর পরিচালিত ছবি 'দশম অবতার' ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যরা দর্শকের মন কেড়েছেন অসামান্য অভিনয়ে ৷ এবার দেবের সঙ্গে হাত মেলালেন সৃজিত ৷

ছবির নাম 'টেক্কা' ৷ দেবের সঙ্গে ছবিতে রয়েছেন রুক্মিণী মৈত্র ও স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ সোমবার সামনে এল ছবির পোস্টার ৷ পোস্টারেও রয়েছে তাসের টেক্কার ছবি ৷ আর তার মধ্যেই নায়ক এবং একটি বাচ্চা মেয়ের অবয়বও ফুটে উঠেছে পেনসিল স্কেচে ৷ হাতে পিস্তল নিয়ে নায়ক এগিয়ে চলেছে ৷ তার হাত ধরে এগিয়ে চলেছে একটি বাচ্চা মেয়ে ৷ পোস্টার দেখে গল্প সম্পর্কে তেমন কোনও ধারনা পাওয়া অসম্ভব ৷

তবে পোস্টার শেয়ার করে সৃজিত লিখেছেন, "সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক ...টেক্কা ৷" তাসের খেলায় লুকোনো অস্ত্র হিসাবে টেক্কার ব্যবহার করেন খেলোয়াড়রা ৷ হয়তো তেমনই কিছু থাকবে এই ছবির কাহিনিতেও ৷ এর আগেই শোনা গিয়েছিল, সৃজিতের হাত ধরে দেব হতে চলেছেন ব্যোমকেশ ৷ তবে সেই স্বপ্ন পূর্ণ হয়নি ৷ বরং কিছুটা তাপউত্তাপের পর্বও চলেছিল বলে শোনা যায় ৷ শেষমেষ বিরসা দাশগুপ্তের ছবিতে ব্যোমকেশ হন দেব ৷ আর অনির্বাণকে ব্যোমকেশ সাজান সৃজিত ৷

তবে কাজ চলাকালীনই সব দ্বন্দ্বের অবসান ঘটিয়ে দেবের 'দুর্গ রহস্য' ছবির প্রচারে হাজির হন পরিচালক ৷ এরই মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল দেব সৃজিতের ব্যোমকেশ নন ঠিকই তবে তাঁকে নিয়ে অন্য একটি ছবি করার কথা ভাবছেন পরিচালক ৷ অবশেষে সামনে এল সেই ছবির পোস্টার ৷

আরও পড়ুন:

  1. প্রথম সপ্তাহে 300 কোটির ক্লাবে প্রভাসের 'সালার', বিশ্বজুড়ে ব্যবসার নিরিখে পিছিয়ে শাহরুখের 'ডাঙ্কি'
  2. সিনেপর্দায় কখনও তিনি 'যোদ্ধা' আবার কখনও ভালো থাকার 'টনিক', দেবের জন্মদিন মানেই 'হইচই আনলিমিটেড'
  3. দ্বিতীয় বিয়ে আরবাজের, সারাজীবন স্ত্রী সৌরার পাশে থাকার বার্তা অভিনেতার; গিটার বাজালেন ছেলে আরহান

কলকাতা, 25 ডিসেম্বর: সৃজিতের ছবিতে দেব-রুক্মিণী ৷ খবরটা সামনে এসেছিল আগেই ৷ এবার ক্রিসমাসে দর্শকের জন্য বড়সড় উপহার নিয়ে হাজির হলেন সৃজিত মুখোপাধ্যায় ৷ একই সঙ্গে সোমবার দেবের জন্মদিনও ৷ আর সেই দিনেই সামনে এল এই বহু প্রতীক্ষিত ছবির নাম ও পোস্টার ৷ বক্স অফিস হোক বা সমালোচকের দরবার সম্প্রতি বেশ প্রশংসা কুড়িয়েছে তাঁর পরিচালিত ছবি 'দশম অবতার' ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যরা দর্শকের মন কেড়েছেন অসামান্য অভিনয়ে ৷ এবার দেবের সঙ্গে হাত মেলালেন সৃজিত ৷

ছবির নাম 'টেক্কা' ৷ দেবের সঙ্গে ছবিতে রয়েছেন রুক্মিণী মৈত্র ও স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ সোমবার সামনে এল ছবির পোস্টার ৷ পোস্টারেও রয়েছে তাসের টেক্কার ছবি ৷ আর তার মধ্যেই নায়ক এবং একটি বাচ্চা মেয়ের অবয়বও ফুটে উঠেছে পেনসিল স্কেচে ৷ হাতে পিস্তল নিয়ে নায়ক এগিয়ে চলেছে ৷ তার হাত ধরে এগিয়ে চলেছে একটি বাচ্চা মেয়ে ৷ পোস্টার দেখে গল্প সম্পর্কে তেমন কোনও ধারনা পাওয়া অসম্ভব ৷

তবে পোস্টার শেয়ার করে সৃজিত লিখেছেন, "সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক ...টেক্কা ৷" তাসের খেলায় লুকোনো অস্ত্র হিসাবে টেক্কার ব্যবহার করেন খেলোয়াড়রা ৷ হয়তো তেমনই কিছু থাকবে এই ছবির কাহিনিতেও ৷ এর আগেই শোনা গিয়েছিল, সৃজিতের হাত ধরে দেব হতে চলেছেন ব্যোমকেশ ৷ তবে সেই স্বপ্ন পূর্ণ হয়নি ৷ বরং কিছুটা তাপউত্তাপের পর্বও চলেছিল বলে শোনা যায় ৷ শেষমেষ বিরসা দাশগুপ্তের ছবিতে ব্যোমকেশ হন দেব ৷ আর অনির্বাণকে ব্যোমকেশ সাজান সৃজিত ৷

তবে কাজ চলাকালীনই সব দ্বন্দ্বের অবসান ঘটিয়ে দেবের 'দুর্গ রহস্য' ছবির প্রচারে হাজির হন পরিচালক ৷ এরই মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল দেব সৃজিতের ব্যোমকেশ নন ঠিকই তবে তাঁকে নিয়ে অন্য একটি ছবি করার কথা ভাবছেন পরিচালক ৷ অবশেষে সামনে এল সেই ছবির পোস্টার ৷

আরও পড়ুন:

  1. প্রথম সপ্তাহে 300 কোটির ক্লাবে প্রভাসের 'সালার', বিশ্বজুড়ে ব্যবসার নিরিখে পিছিয়ে শাহরুখের 'ডাঙ্কি'
  2. সিনেপর্দায় কখনও তিনি 'যোদ্ধা' আবার কখনও ভালো থাকার 'টনিক', দেবের জন্মদিন মানেই 'হইচই আনলিমিটেড'
  3. দ্বিতীয় বিয়ে আরবাজের, সারাজীবন স্ত্রী সৌরার পাশে থাকার বার্তা অভিনেতার; গিটার বাজালেন ছেলে আরহান
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.