ETV Bharat / entertainment

মৃণাল সেনকে নিয়ে বিশেষ প্রদর্শনী নন্দনে, 'দ্য ম্যাভেরিক' দেখতে ভিড় আমজনতার

Special Exhibition on Mrinal Sen: কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে এবার চলচ্চিত্র উৎসবে আয়োজিত হয়েছে এক বিশেষ প্রদর্শনী ৷ প্রদর্শনী দেখতে আমজনতার ভিড় নন্দনে ৷

Special Exhibition on Mrinal Sen
মৃণাল সেনকে নিয়ে বিশেষ প্রদর্শনী নন্দন ফয়ারে
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 4:25 PM IST

Updated : Dec 8, 2023, 10:52 PM IST

মৃণাল সেনকে নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন নন্দনে

কলকাতা, 8 ডিসেম্বর: কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্ম শতবর্ষ উপলক্ষে এবার 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রদ্ধার্ঘ্য জানানো হচ্ছে তাঁকে। নন্দনে আয়োজিত হয়েছে এক বিশেষ প্রদর্শনী ৷ প্রদর্শনীটির নাম 'দ্য ম্যাভেরিক' ৷ এই প্রদর্শনীর উদ্বোধন করেন অঞ্জন দত্ত, মমতা শঙ্কর, গৌতম ঘোষ এবং রঞ্জিত মল্লিক । ছিলেন সুদেষ্ণা রায় এবং শুভাপ্রসন্ন ভট্টাচার্যও ।

দেওয়াল জুড়ে কিংবদন্তি পরিচালকের সমস্ত ছবির তালিকা ও বেশকিছু ছবি সাজানো রয়েছে । রয়েছে তাঁর জীবনের নানা ঘটনা ও ছবি তৈরির গল্প । এছাড়াও রয়েছে তাঁর বেশ কিছু দুষ্প্রাপ্য স্থিরচিত্র । তারমধ্যে অন্যতম স্ত্রী গীতা সেনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা ও নানান ছবি । অনেক অজানা কাহিনিও তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে । তাঁর প্রিয় চেয়ারটিও যত্নে রাখা হয়েছে প্রদর্শনীর এক কোণে । এই প্রদর্শনী দেখতে বহু মানুষের সমাগম ঘটছে নন্দন ফয়ারে । নানা বয়সের মানুষের সমাগম ঘটছে প্রদর্শনীতে।

এবারের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে মৃণাল সেনের 'কলকাতা 71', 'আকালের সন্ধানে', 'খারিজ', 'ওকা উরি কথা', 'ভুবন সোম', 'ইন্টারভিউ'-এর মতো বিখ্য়াত ছবিগুলি । তাঁকে নিয়ে 'উইথ মৃণাল সেন' নামক একটি ছবি তৈরি করেছিলেন পরিচালক সঞ্জয় ভট্টাচার্য। সেটিও দেখানো হবে এবার।

প্রদর্শনী দেখে অত্যন্ত খুশি অঞ্জন দত্ত । তিনি বলেন, "মৃণালদা একটা ছবি বানানোর পরেই বলতেন কাজটা ভালো হয়নি । কিন্তু ‘খারিজ’ নিয়ে সন্তুষ্ট ছিলেন সবসময় । খুব ভালো প্রদর্শনী হয়েছে । সুদেষ্ণা, শুভাপ্রসন্নরা খুব যত্ন নিয়ে কাজটা করেছেন । মৃণালদা বেঁচে থাকলে খুব মজা পেতেন ।" প্রদর্শনীতে কিংবদন্তি পরিচালককে নিয়ে নানা কথা সম্প্রচারিত হচ্ছে স্ক্রিনে ।

এই নিয়ে বলতে গিয়ে মমতা শঙ্কর বলেন, "আমি যখন ‘ইন্টারভিউ’ ছবিটা করতে আসি তখন অভিনয়ের কিছুই জানতাম না। উনি যেভাবে আমাকে শিখিয়েছিলেন তার জোরেই ছবিটা পুরস্কার পায় ।" পরিচালক গৌতম ঘোষের কথায়, "উনি বেঁচে থাকতেই এরকম একটা প্রদর্শনী করার ইচ্ছে ছিল আমাদের। কিন্তু হয়নি। আজ হচ্ছে। নতুন প্রজন্মের দেখা ও জানা উচিত উনি কীভাবে নিজেকে নির্মাণ করেছেন। উনি কোনও কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতেন না।"

কবে কোথায় দেখানো হচ্ছে মৃণাল সেনের ছবিগুলি:

  1. 'কলকাতা 71'- 12 ডিসেম্বর সকাল 11টায়, রাধা স্টুডিয়ো
  2. 'আকালের সন্ধানে'- 6 ডিসেম্বর, সকাল 9টা, নন্দন 1
  3. 'খারিজ'- 12 ডিসেম্বর, দুপুর 2.30 মিনিট, স্টার থিয়েটার
  4. 'ওকা উরি কথা'- 12 ডিসেম্বর, দুপুর 2.30 মিনিট, স্টার থিয়েটার
  5. 'ভুবন সোম'- 8 ডিসেম্বর সকাল 11টায়, রবীন্দ্র সদন
  6. 'ইন্টারভিউ'- 7 ডিসেম্বর সকাল 11টায় রাধা স্টুডিয়ো

আরও পড়ুন:

  1. শহরজুড়ে বৃষ্টি ! ছবির টানে ছাতা মাথায় সিনেপ্রেমীদের ভিড় নন্দনে
  2. মনের মানুষ সৌম্যর সঙ্গে নতুন পথ চলা শুরু করলেন সন্দীপ্তা
  3. চির ঘুমের দেশে পাড়ি দিলেন প্রবীণ অভিনেতা-কমেডিয়ান জুনিয়র মেহমুদ

মৃণাল সেনকে নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন নন্দনে

কলকাতা, 8 ডিসেম্বর: কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্ম শতবর্ষ উপলক্ষে এবার 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রদ্ধার্ঘ্য জানানো হচ্ছে তাঁকে। নন্দনে আয়োজিত হয়েছে এক বিশেষ প্রদর্শনী ৷ প্রদর্শনীটির নাম 'দ্য ম্যাভেরিক' ৷ এই প্রদর্শনীর উদ্বোধন করেন অঞ্জন দত্ত, মমতা শঙ্কর, গৌতম ঘোষ এবং রঞ্জিত মল্লিক । ছিলেন সুদেষ্ণা রায় এবং শুভাপ্রসন্ন ভট্টাচার্যও ।

দেওয়াল জুড়ে কিংবদন্তি পরিচালকের সমস্ত ছবির তালিকা ও বেশকিছু ছবি সাজানো রয়েছে । রয়েছে তাঁর জীবনের নানা ঘটনা ও ছবি তৈরির গল্প । এছাড়াও রয়েছে তাঁর বেশ কিছু দুষ্প্রাপ্য স্থিরচিত্র । তারমধ্যে অন্যতম স্ত্রী গীতা সেনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা ও নানান ছবি । অনেক অজানা কাহিনিও তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে । তাঁর প্রিয় চেয়ারটিও যত্নে রাখা হয়েছে প্রদর্শনীর এক কোণে । এই প্রদর্শনী দেখতে বহু মানুষের সমাগম ঘটছে নন্দন ফয়ারে । নানা বয়সের মানুষের সমাগম ঘটছে প্রদর্শনীতে।

এবারের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে মৃণাল সেনের 'কলকাতা 71', 'আকালের সন্ধানে', 'খারিজ', 'ওকা উরি কথা', 'ভুবন সোম', 'ইন্টারভিউ'-এর মতো বিখ্য়াত ছবিগুলি । তাঁকে নিয়ে 'উইথ মৃণাল সেন' নামক একটি ছবি তৈরি করেছিলেন পরিচালক সঞ্জয় ভট্টাচার্য। সেটিও দেখানো হবে এবার।

প্রদর্শনী দেখে অত্যন্ত খুশি অঞ্জন দত্ত । তিনি বলেন, "মৃণালদা একটা ছবি বানানোর পরেই বলতেন কাজটা ভালো হয়নি । কিন্তু ‘খারিজ’ নিয়ে সন্তুষ্ট ছিলেন সবসময় । খুব ভালো প্রদর্শনী হয়েছে । সুদেষ্ণা, শুভাপ্রসন্নরা খুব যত্ন নিয়ে কাজটা করেছেন । মৃণালদা বেঁচে থাকলে খুব মজা পেতেন ।" প্রদর্শনীতে কিংবদন্তি পরিচালককে নিয়ে নানা কথা সম্প্রচারিত হচ্ছে স্ক্রিনে ।

এই নিয়ে বলতে গিয়ে মমতা শঙ্কর বলেন, "আমি যখন ‘ইন্টারভিউ’ ছবিটা করতে আসি তখন অভিনয়ের কিছুই জানতাম না। উনি যেভাবে আমাকে শিখিয়েছিলেন তার জোরেই ছবিটা পুরস্কার পায় ।" পরিচালক গৌতম ঘোষের কথায়, "উনি বেঁচে থাকতেই এরকম একটা প্রদর্শনী করার ইচ্ছে ছিল আমাদের। কিন্তু হয়নি। আজ হচ্ছে। নতুন প্রজন্মের দেখা ও জানা উচিত উনি কীভাবে নিজেকে নির্মাণ করেছেন। উনি কোনও কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতেন না।"

কবে কোথায় দেখানো হচ্ছে মৃণাল সেনের ছবিগুলি:

  1. 'কলকাতা 71'- 12 ডিসেম্বর সকাল 11টায়, রাধা স্টুডিয়ো
  2. 'আকালের সন্ধানে'- 6 ডিসেম্বর, সকাল 9টা, নন্দন 1
  3. 'খারিজ'- 12 ডিসেম্বর, দুপুর 2.30 মিনিট, স্টার থিয়েটার
  4. 'ওকা উরি কথা'- 12 ডিসেম্বর, দুপুর 2.30 মিনিট, স্টার থিয়েটার
  5. 'ভুবন সোম'- 8 ডিসেম্বর সকাল 11টায়, রবীন্দ্র সদন
  6. 'ইন্টারভিউ'- 7 ডিসেম্বর সকাল 11টায় রাধা স্টুডিয়ো

আরও পড়ুন:

  1. শহরজুড়ে বৃষ্টি ! ছবির টানে ছাতা মাথায় সিনেপ্রেমীদের ভিড় নন্দনে
  2. মনের মানুষ সৌম্যর সঙ্গে নতুন পথ চলা শুরু করলেন সন্দীপ্তা
  3. চির ঘুমের দেশে পাড়ি দিলেন প্রবীণ অভিনেতা-কমেডিয়ান জুনিয়র মেহমুদ
Last Updated : Dec 8, 2023, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.