হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: বিশ্বকাপের আগেই কি কোহলি পরিবারে আসছে সুখবর? নানা মহলের জল্পনা দ্বিতীয়বার বাবা হতে চলেছেন বিরাট কোহলি ৷ 2021 সালে প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছিলেন তারকা জুটি অনুষ্কা শর্মা-বিরাট কোহলি ৷ এখন বিভিন্ন সংবাদমাধ্য়মের রিপোর্ট বলছে, দ্বিতীয়বার মা হতে চলেছেন অনুষ্কা ৷ সূত্রের খবর বলছে, বিরাট বা অনুষ্কা কেউই এখনও ঘোষণা করেননি ঠিকই তবে মুম্বইয়ের একটি ক্লিনিক থেকে সম্প্রতি বের হতে দেখা গিয়েছে বিরুষ্কাকে ৷ তারপর থেকেই শুরু হয় এই জল্পনা ৷
খবর অনুযায়ী, বিরাট-অনুষ্কা এই খবর এখনই জনসমক্ষে আনতে চান না ৷ প্রথম সন্তানের ক্ষেত্রেও সোশাল মিডিয়ায় সকলকে সুখবরটা অনেক দেরীতেই দিয়েছিলেন এই তারকা জুটি ৷ আর সেই কারণেই এবারও তাঁদের নিয়ে জল্পনা তুঙ্গে ৷ কীভাবে শুরু হল এই জল্পনা? বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, সম্প্রতি তাঁদের দেখা গিয়েছে একটি মেটারনিটি ক্লিনিকে ৷ আর সেখান থেকেই বাইরে বেরিয়ে আসার সময়ই নাকি ক্যামেরাবাজদের সামনে পড়ে যান তাঁরা ৷ পাপারাৎজিদের দু'জনেই অনুরোধ করে তাঁদের এই ছবি পোস্ট না করতে ৷
ভামিকার ক্ষেত্রে বারবার বিরাট-অনুষ্কা অনুরোধ করেছিলেন তাঁদের কন্যার মুখের ছবি যেন বাইরে না আনা হয় ৷ কিন্তু কথা শোনেননি ক্য়ামেরাবাজরা ৷ যার জেরে ভাইরাল হয়ে যায় বিরাট কন্য়ার ছবি ৷ জানা গিয়েছে, এবার তাই আরও বেশি সচেতন এই তারকা জুটি ৷ অনুষ্কা শর্মার সঙ্গে বিরাট কোহলি বিয়ের বাঁধনে বাঁধা পড়েন 2017 সালে ৷ ঠিক চার বছর পর মা হন অনুষ্কা ৷
আরও পড়ুন: খাগড়াগড় বিস্ফোরণ উঠে এল রূপোলি পর্দায়, মুক্তি পেল 'রক্তবীজ' ছবির ট্রেলার
বিরাট কোহলি এখন ব্যস্ত বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ৷ আর কয়েক দিন পরেই তিনি মাঠে নামবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ অন্য়দিকে, অনুষ্কা শর্মাকে আগামিদিনে তাঁকে দেখা যাবে 'চাকদহ এক্সপ্রেস' ছবিতে ৷