কলকাতা, 30 জুলাই: 'কাদম্বরী আজও'র পর এবার 'মাস্টারমাইন্ড' নিয়ে আসছেন পরিচালক শর্মিষ্ঠা দেব। এই ছবিতে জুটি বাঁধছেন সৌরভ দাস এবং দর্শনা বণিক। পরিচালক শর্মিষ্ঠা দেবের নতুন ছবি 'মাস্টারমাইন্ড'। টানটান উত্তেজনা আর রোমাঞ্চকর গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি l কিডন্যাপের হার দিনদিন বেড়েই চলেছে। আর তাতে কাছের মানুষদের ভূমিকাও থাকছে। সেই দিকটাই তুলে ধরবে এই ছবি। ছবিতে সৌরভ দাসকে দেখা যাবে পুলিশ অফিসারের ভূমিকায়। ছবিতে তিনি রয়েছেন 'সূর্য' নামক চরিত্রে। এই সূর্যই ছবির মাস্টারমাইন্ড।
ছবির গল্পের কেন্দ্রে অবস্থিত অর্গ্যান ট্রেডিংয়ের পিছনে কার হাত আছে, তা খুঁজে বের করবে সূর্য। একেবারে অন্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দর্শনা বণিককে। তাঁর অভিনীত চরিত্রের নাম ঝিলিক l ঝিলিক বাড়িতে বাচ্চাদের বিজ্ঞান পড়ান। ঝিলিক আর সূর্য'র মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু এই সম্পর্ক শেষ পর্যন্ত কোনদিকে গড়ায়, সেটাই দেখার। ছবিতে সৌরভ দাস এবং দর্শনা বণিক ছাড়াও অভিনয় করেছেন শুভ্রজিৎ দত্ত, রুমকি চট্টোপাধ্যায়, অর্কপ্রভ ভট্টাচার্য, লাকি বাপুলি প্রমুখ।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে বড় চমক নিয়ে আসছেন সুস্মিতা, দেখুন 'তালি' সিরিজের ঝলক
কিশোর ডিটেকটিভ হিসেবে দেখা যাবে একলব্য এবং স্নিগ্ধাকে, দু'জনেই ছবির জগতে নতুন। সৌরভ দাস, দর্শনা বণিক থেকে প্রায় সকলকেই এই ছবির জন্য কাস্টিং করেছেন প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর অনিমেষ বাপুলি। প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে রিলিজ করেছিল শর্মিষ্ঠা দেব পরিচালিত ছবি 'কাদম্বরী আজও' l দেশ-বিদেশের নানা ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি সমাদৃত হয়েছে। ইতিমধ্যে শেষ হয়েছে 'মাস্টারমাইন্ড' ছবির শুটিং।
শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে পরিচালক বলেন, "গাছ যত বড় হয় ততই মাটির দিকে ঝুঁকে যায় ৷ এই প্রবাদটি একদম সঠিক সৌরভ দাসের জন্য l শুটিংয়ের আগে থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত প্রোডাকশন টিমের সঙ্গে সৌরভের ব্যবহার, আচার-আচরণ ছিল ঠিক ততটাই ভদ্র, মার্জিত এবং সমঝোতাপূর্ণ। ওঁর সঙ্গে কাজ করে এটাই মনে হয়েছে যে সৌরভ অনেক লম্বা রেসের ঘোড়া। ঠিক ততটাই মিষ্টি দর্শনা বণিক l অভিনয় করতে এসে যেখানে অনেক অভিনেত্রীরা বায়নাক্কা করে, দর্শনা বণিক ততটাই আন্ডারস্ট্যান্ডিং এবং কাজের প্রতি ডেডিকেটেট l"
আরও পড়ুন: রাহুল অভিনীত 'ফতেমা'র প্রিমিয়ারে বাংলার মহারাজ
পুজোর ঠিক পরেই ছবিটি রিলিজ করার পরিকল্পনা রয়েছে পরিচালকের। ছবিটিতে রয়েছে রক এবং রোমান্টিক মিলিয়ে মোট তিনটি গান। গান গেয়েছেন অঙ্কিতা ভট্টাচার্য, রূপঙ্কর বাগচী এবং রূপম ইসলাম l ছবির দু'টো গান লিখেছেন আমেরিকা প্রবাসী যশ চক্রবর্তী। নির্দেশনায় রয়েছেন অদ্রিতা ঝিনুক l কলকাতা শহর এবং আশেপাশের বিভিন্ন জায়গাজুড়ে শুটিং হয়েছে ছবিটির l