কলকাতা, 30 মার্চ: 29 মার্চ ছিল কিংবদন্তি নাট্যকার, অভিনেতা উৎপল দত্তর 94তম জন্মদিন । তাঁর জীবনের অন্যতম সেরা ছবি 'আগন্তুক'-এর একটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন এই প্রজন্মের অভিনেতা সৌম্য মুখোপাধ্যায় । তাঁর সঙ্গে কথা বলে ইটিভি ভারত জানতে পারে এই ছবির সঙ্গে তাঁর শৈশব, কৈশোর এবং যুবাকালের যোগসূত্র ।
সৌম্য বলেন, "ওঁর কাজ নিয়ে কথা বলার ক্ষমতা আমার নেই । কিন্তু এই সিনেমাটা আমার হৃদয় জুড়ে আছে । আমার শৈশব, কৈশোর এবং যৌবনকে ভিন্নভাবে ভিন্ন বার্তা দিয়েছে এই সিনেমাটি। তাই ছবিটি আমি সামাজিক মাধ্যমে শেয়ার করেছি (Soumya Mukherjee on Agantuk And Utpal Dutt)।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
সৌম্য আরও বলেন, "আগন্তুক আমার কাছে স্মরণীয় একটা ছবি । এটার সঙ্গে আমার শৈশবের যোগ আছে । ছবিটা আমার জন্মের আগে রিলিজ করেছে । আর সেই ছবি নিয়ে আজ এতগুল বছর পরে আমরা আলোচনা করছি । ছবিটা আমি দেখেছি ক্লাস টু কি থ্রি-তে যখন পড়ি । আমার মনে আছে আমার মা আমাকে এই ছবিটি দেখিয়েছিলেন । ওইটুকু বয়সেই আমি চোখ সরাতে পারিনি যখন দেখছিলাম ছবিটা । আমার মনে আছে যে চরিত্রটার সঙ্গে আমি নিজেকে একাত্ম করতে পেরেছিলাম সে হল অনিলার পুত্র । কোথাও গিয়ে মনে হয়েছিল আমি ওই ছেলেটি এবং আমার দাদু আমাকে এই কথাগুলো বলছে ।"
সৌম্য বলেন, "ছবিটা আমি কতবার দেখেছি তা গুনে বলতে পারব না । নানা বয়সে একাধিকবার দেখেছি । যে বয়সে যতবার দেখেছি ততবার আমাকে নানারকমের অনুভূতি দিয়েছে এই ছবি । শৈশবে একরকম, কৈশোরে একরকম আবার এখন আমার যে বয়স সেই সময়ে একরকম । ছবিটা যত দেখেছি তত অর্থগুলো বদলে বদলে গিয়েছে ছবিটার । আমি প্যান্ডেমিকের সময়ে যখন দেখেছি তখন চমকে গেছি । তখন আমাদের কী রকম অবস্থা ছিল? নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যদি বাঁচতে পারি তাহলেই হল । সেটাও দেখেছি ছবিতে । আসলে ছবিটা সবসময়ের জন্য প্রাসঙ্গিক । সব বয়সের মানুষের দেখার মতো ।"